motigut syrup এর কাজ কি? মোটিগাট সিরাপ খাওয়ার নিয়ম
আপনি কি motigut syrup এর কাজ কি তা জানতে চাচ্ছেন? আমরা আজকেও প্রতিদিনের মতো
খুবই উপকারি একটি সিরাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা
অনেকেই পাকস্থলীর অসুবিধা ও বমি রোধে ব্যবহার করে থাকি মোটিগাট
সিরাপ।
আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে motigut syrup এর কাজ কি
জেনে নেওয়ার পাশাপাশি মোটিগাট সিরাপ এর উপকারিতা, মোটিগাট সিরাপ খাওয়ার নিয়ম,
মোটিগাট সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে আরো অন্যান্য
গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে জানতে পারবেন। তাই অবহেলা না করে মোটিগাট সিরাপ নিয়ে
জানতে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ
মোটিগাট সিরাপ কিসের ওষুধ
মোটিগাট সিরাপ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc)
কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম ডমপেরিডন
ম্যালিয়েট(Domperidone Maleate)। অনেকেই আপনারা মোটিগাট সিরাপ কিসের ওষুধ বা এই
সিরাপ কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে সেই সম্পর্কে জানেন না। আসুন আমরা
আগে এই বিষয়ে ক্লিয়ার হয়ে নেই।
মোটিগাট সিরাপ প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে দেহের পাকস্থলীর অসুবিধা ও বমি রোধে
ব্যবহার করা হয়। এছাড়াও এই সিরাপ বিভিন্ন ধরনের হজম জনিত সমস্যার ক্ষেত্রে
খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে যেমন গ্যাস, বুক জ্বালাপোড়া এবং খাদ্যের
বিলম্বিত অপসারণ।
motigut syrup এর কাজ কি
অনেক মানুষই মোটিগাট সিরাপ বেশিরভাগ ক্ষেত্রে দেহের পাকস্থলীর অসুবিধা ও বমি
রোধে ব্যবহার করা হয়। কিন্তু এই সিরাপ কি কাজ করে তা অনেকেই জানেন না।
মোটিগাট সিরাপ আমাদের দেহে যেগুলো প্রধান কাজ করা তা নিম্নে উল্লেখ করা হলো -
📌আরো পড়ুন 👉don a 10 mg এর কাজ কি?
- বুক জ্বালা এবং অম্বল নিরাময়: মোটিগাট সিরাপ বুকের ভিতরে জ্বালাপোড়া অনুভূতি কমাতে, কার্যকর। পাকস্থলীতে উৎপন্ন হওয়া অতিরিক্ত এসিডের কারণে বুক জ্বালা বা অম্বল সমস্যা দেখা দিতে পারে, যা মোটিগাট সিরাপ ব্যবহারে কমে আসে।
- পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত: পাকস্থলীতে বেশিক্ষণ ধরে খাদ্য থাকলে তা একসময়ে গিয়ে পেটে গ্যাস, ফাঁপা ভাব সৃষ্টি করে। এই সিরাপ গ্রহণের ফলে খাদ্য দ্রুত হজম হয় এবং পাকস্থলী থেকে অন্ত্রে সরতে পারে।
- বমি এবং বমি ভাব কমানো: মোটিগাট সিরাপ বমি এবং বমি ভাব প্রতিরোধে সাহায্য করে। বিশেষত কোন কারনে যেমন খাদ্য অভ্যাস বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যদি বমি অনুভূত হয়, মোটিগাট সিরাপ সেই সমস্যা দূর করতে ভূমিকা পালন করে।
- পেট ফাঁপা ও ঢেঁকুর কমানো: পাকস্থলের অতিরিক্ত গ্যাস ও ফাঁপা সমস্যা কমাতে মোটিগাট সিরাপ কার্যকর। পেট ফাঁপা এবং ঢেকুর তোলার সমস্যা নিয়ন্ত্রণে আনতে, মোটিগাট সিরাপ বিশেষভাবে উপযোগী।
মোটিগাট সিরাপ এর উপকারিতা
মোটিগাট সিরাপের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। বিশেষ করে যারা মূলত হজম জনিত
সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সিরাপ একটি কার্যকরী সমাধান হতে পারে।
নিচে মোটিগাট সিরাপ এর কিছু উল্লেখযোগ্য উপকারিতা উল্লেখ করা হল --
হজম প্রক্রিয়ার উন্নতি করে
মোটিগাট সিরাপ সেবন করলে যাদের হজম প্রক্রিয়ায় সমস্যা রয়েছে তাদের
হজমশক্তি আগের চেয়ে তুলনামূলক উন্নত হবে কেননা এই সিরাপ গ্রহনের ফলে পাকস্থলী
অন্ত্রের মসৃণ পেশির কার্যক্ষমতা বেড়ে যায় এজন্য হজমের সমস্যা অনেকটা
নিয়ন্ত্রণে আসে।
বুক জ্বালা ও পেট ব্যথা কমায়
মোটিগাট সিরাপ সেবনে যাদের বুক জ্বালা, পেট ফাঁপা এবং পেটের উপরিভাগে
ব্যথার সমস্যা রয়েছে তাদের এই সমস্যা নিরাময়ে বেশ কার্যকরী।
বমি এবং বমিভাব নিরাময় করে
বিভিন্ন কারণে যাদের বমি এবং বমি বমি ভাব হয়ে থাকে তাদের এ ধরণের সমস্যা
নিরাময় করতে এই সিরাপ সহায়তা প্রদান করে। গর্ভাবস্থায় বা মাইগ্রেনের
সময়ও মোটিগাট সিরাপ কার্যকর হতে পারে, কিন্তু গর্ভাবস্থায় এই সিরাপ গ্রহণ
করার ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে।
GERD নিয়ন্ত্রণ করে
পাকস্থলীতে বেশি সময় ধরে খাদ্য থাকলে অনেক সময় তা উপরের দিকে উঠে আসে, যার
ফলে বুক জ্বালাপোড়াসহ দেহে অম্বল সৃষ্টি হয়। মোটিগাট সিরাপ পাকস্থলীর খাবার
অন্ত্রের দিকে সরিয়ে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ন্ত্রণে
করতে সহায়তা করে।
আশা করছি আপনারা এই অংশ থেকে মোটিগাট সিরাপ এর উপকারিতা গুলো জানতে
পেরেছেন। এর উপকারিতা পেতে হলে সেবনের সঠিক মাত্রা বা ডোজ জানতে হবে।
তাহলে এবার চলুন, মোটিগাট সিরাপ খাওয়ার নিয়ম বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোটিগাট সিরাপ খাওয়ার নিয়ম
মোটিগাট সিরাপ গ্রহণে আপনি যদি এর সঠিক উপকারিতা পেতে চান, তাহলে আপনাকে সঠিক
ডোজ অনুযায়ী গ্রহণ করতে হবে। আপনারা হয়তো জানেন প্রতিটি সিরাপ সেবন করার
সঠিক নিয়ম রয়েছে।
মোটিগাট সিরাপ কিভাবে সেবন করতে তার সঠিক নিয়ম নিম্নে উল্লেখ করা হল--
📌আরো পড়ুন 👉 evit soft 400 খাওয়ার নিয়ম
- প্রাপ্তবয়স্কদের জন্য: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সিরাপ মুলত ৫ থেকে ১০ মিলি ১ থেকে ২ চামচ সেবন করা যায়। দিনে ২ বার সেবন করা যেতে পারে। তবে মাত্রা ও ডোজ আপনার চিকিৎসক নির্ধারণ করে দেবেন।
- শিশুদের জন্য: একজন শিশুর দেহের ওজন অনুযায়ী এই সিরাপের ডোজ নির্ধারণ করা হয়। আর একজন অভিজ্ঞ চিকিৎসক শিশুর ওজন এবং বয়স মোতাবেক পরামর্শ দিয়ে থাকে।
- খাবারের আগে খাওয়া: মোটিগাট সিরাপ সেবনে ভালো ফলাফল পেতে হলে খাবারের ১৫ থেকে ৩০ মিনিট আগে সেবন করা উত্তম।
এছাড়াও শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে বিশেষ সর্তকতার প্রয়োজন রয়েছে।
তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটিগাট সিরাপ ব্যবহার করা উচিত নয়।
* রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন '
মোটিগাট সিরাপ সঠিক নিয়মে সেবন করার কোন বিকল্প নেই। আশা করছি আপনারা মোটিগাট
সিরাপ খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, মোটিগাট সিরাপ সেবনে আমাদের
দেহে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা জেনে নেওয়া যাক।
মোটিগাট সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া
মোটিগাট সিরাপ যেহেতু ডমপেরিডন ম্যালিয়েট জাতীয় মেডিসিন তাই উপকারিতা থাকার
পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেহে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে।
মোটিগাট সিরাপ অধিকংশ সময় নিরাপদ হলেও অতিমাত্রায় সেবনে বা নিয়ম অনুযায়ী
সেবন না করলে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। আর সেগুলো জেনে রাখা
ভালো।
- মাথা ঘোরা বা মাথাব্যথা: অনেকের ক্ষেত্রে মোটিগাট সিরাপ সেবনের পর মাথা ঘোরা বা মাথা ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
- অস্থিরতা: দীর্ঘদিন ধরণের গ্রহন করলে অনেকের ক্ষেত্রেঅস্থিরতা অনুভব হতে পারে, যা বিরল হলেও ঘটে থাকে।
- পেটের ব্যথা: মোটিগাট সিরাপ সেবনে খুব কম ক্ষেত্রেই পেটের নিচের অংশে ব্যথা হয়। যদি আপনি এ ধরণের সমস্যায় পড়েন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- হরমোনজনিত প্রভাব: ডমপেরিডন মস্তিষ্কে পৌছে ডোপামিন রিসেপ্টর ব্লক করে কাজ করে, যা কিছু ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়া তৈরি করতে পারে।
- বমি বা বমিভাব: সঠিক ডোজ অনুসরণ না করলে, কিছু ক্ষেত্রে ওষুদটি খাওয়ার পর বমি বা বমি ভাব হতে পারে।
তবে মোটিগাট সিরাপ সেবনের ক্ষেত্রে আমাদের একটা বিষয়ে সচেতন থাকা জরুরি সেটা
হল উপরের উল্লিখিত পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হলে কিংবা দীর্ঘস্থায়ী দেখা
হলে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আশা করছি আপনারা
এই অংশ থেকে মোটিগাট সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া জানতে পেরেছেন। এবার আসুন,
মোটিগাট সিরাপ এর সতর্কতাগুলি জেনে নেই।
মোটিগাট সিরাপ এর সতর্কতা
মোটিগাট সিরাপ গ্রহণের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে।
আমরা নিচে সেই সতর্কতাগুলো উল্লেখ করে দিয়েছি -
- অতিমাত্রায় ডোজ: মোটিগাট সিরাপের খুব বেশি ডোজ নিলে আপনার দেহের ক্ষেত্রে অনেক ক্ষতিকারক হতে পারে। তাই বেশি পরিমানে ডোজ না নেওয়াটাই উত্তম।
- চিকিৎসকের পরামর্শ নেওয়া: যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সিরাপ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া: আপনি যদি ইতিমধ্যে আপনার দেহের কোন রোগের ক্ষেত্রে ওষুধ চলমান থাকে, তাহলে সেক্ষেত্রে মোটিগাট সিরাপ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরী। কেননা এতে করে ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
- বেশিদিন ব্যবহার না করা: মোটিগাট সিরাপ বেশিদিন ধরে ব্যবহার করার ক্ষেত্রে ডাক্তারের সাথে ভালোমতো পরামর্শ করে নিতে হবে।
এইসব সর্তকতা অনুসরণ করলে, vitalgin syrup সেবনে নিরাপত্তা বজায় রাখা সহজ
হবে। আশা করছি এই অংশ থেকে আপনারা vitalgin syrup এর সতর্কতা জেনে সেগুলো
এড়িয়ে চলবেন। এবার চলুন, vitalgin syrup এর দাম কত তা জেনে নেওয়া যাক।
মোটিগাট সিরাপ এর দাম
মোটিগাট সিরাপ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc)
কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম ডমপেরিডন
ম্যালিয়েট(Domperidone Maleate)। অনেকেই আপনারা এই মোটিগাট সিরাপ এর দাম
সম্পর্কে জানতে চান।
তাই পোষ্টের এই অংশে আমরা এর বর্তমান দাম তুলে ধরেছি। মোটিগাট সিরাপ প্রতি ৬০
মিলি দাম হচ্ছে মাত্র ৪০ টাকা। তবে অনেক সময় জায়গা ভেদে দাম কম-বেশি হয়ে
থাকে। আপনারা এই ওষুধ সিরাপ ক্রয় করার আগে অবশ্যই এর মেয়াদ দেখে ক্রয় করবেন।
মোটিগাট সিরাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
মোটিগাট সিরাপ কি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যায়?
না! মোটিগাট সিরাপ ডাক্তারে পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। এই
সিরাপ সঠিক ডোজ অনুযায়ী সেবন না করলে, পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর
প্রভাব দেখা দিতে পারে।
বাচ্চাদের জন্য কি মোটিগাট সিরাপ নিরাপদ?
হ্যাঁ! তবে বাচ্চার বয়স ও ওজন অনুযায়ী এই সিরাপের ডোজ নির্ধারণ করতে
হবে। তবে সেক্ষেত্রে ভাল হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেবন করা।
গর্ভাবস্থায় মোটিগাট সিরাপ সেবন করা নিরাপদ কিনা?
গর্ভাবস্থায় কিংবা স্তন্যদাঙ্কালে ডমপেরিডন জাতীয় মেডিসিন গ্রহণের ক্ষেত্রে
সতর্ক জারি রাখা দরকার। আর সেজন্য আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত
জরুরী।
মোটিগাট সিরাপ বুক জ্বালা ও পেট ফাঁপা সমস্যায় কতটা কার্যকর?
বুক জ্বালা, পেট ফাঁপা এবং অম্বল সমস্যার ক্ষেত্রে মোটিগাট সিরাপ বেশ
কার্যকর। কেননা কারণ মোটিগাট সিরাপ পাকস্থলের হজম প্রক্রিয়াকে দ্রুত করে।
দীর্ঘদিন মোটিগাট সিরাপ সেবন কি নিরাপদ?
দীর্ঘদিন মোটিগাট সিরাপ সেবন নিরাপদ নয়। যদি দীর্ঘমেয়াদী প্রয়োজন হয়, তবে
চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মোটিগট সিরাপ সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে motigut syrup এর কাজ কি, মোটিগাট সিরাপ এর উপকারিতা,
মোটিগাট সিরাপ খাওয়ার নিয়ম, মোটিগাট সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও
দামসহ আলোচনা করেছি। আপনারা হয়তো ইতিমধ্যে এগুলো বিষয়ে একটি পরিস্কার ধারণা
পেয়ে গেছেন। তবে মোটিগাট সিরাপ সম্পর্কে যদি আপনার কোন ধরণের প্রশ্ন
কিংবা মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
আজকের লেখা মোটিগাট সিরাপ সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে
অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও মোটিগাট
সিরাপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন ট্যাবলেট
ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের
সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url