famomax 20 কিসের ঔষধ? famomax 20 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

সম্মানিত পাঠক, আপনি কি aristovit b এর কাজ কি তা জানতে চাচ্ছেন? আমরা আজকেও প্রতিদিনের মতো খুবই জরুরি একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা অনেকেই শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করে থাকি aristovit b ট্যাবলেট। 
famomax 20 কিসের ঔষধ? famomax 20 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি যদি aristovit b এর কাজ কি তা জানতে চেয়ে আমাদের এই ব্লগ পোষ্টে এসে থাকেন, তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।

কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে aristovit b এর কাজ কি এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি aristovit b এর উপকারিতা, aristovit b খাওয়ার নিয়ম, aristovit b এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - famomax 20

famomax 20 ট্যাবলেটটি একটি জনপ্রিয় ওষুধ, যা বেশিরভাগ ক্ষেত্রে  প্রধানত গ্যাস্ট্রিক ও পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর এখন মানুষের গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা এতোটাই দেখা দিয়েছে যে, এই ওষুধ আমাদের অনেকের প্রাত্যাহিক জীবনে বহুল ব্যবহৃত একটি ওষুধ হয়ে উঠেছে।

আমরা হয়তো অনেকেই গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার থেকে মুক্তি পাওয়ার জন্য এই মেডিসিনটি ব্যবহার করে থাকি। তবে এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আগে একটি বিষয়ে সচেতন থাকতে হবে। যেটা আমি প্রতিটা মেডিসিন কনটেন্টে বলে থাকি।

সেটা হচ্ছে শুধু famomax 20 mg Tablet এর ক্ষেত্রে নয় বরং আপনার যেকোন রোগের ক্ষেত্রে মেডিসিন সেবন করার আগে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। কেননা নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে আমাদের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। 

famomax 20 Tablet মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত  ও উৎপাদন করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ফ্যামোটিডিন (Famotidine। অনেকেই famomax 20 কিসের ঔষধ সেই সম্পর্কে গুগলের কাছে জানতে চান। 

তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই ট্যাবলেট সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা  করব যার মাধ্যমে আপনারা কাংখিত তথ্যাদি জানতে পারবেন বলে আশাবাদী। তাহলে আসুন, আর বেশি কথা না বাড়ায়। আমরা প্রথমে famomax 20 কেন খায় সেই সম্পর্কে সংক্ষেপে জানবো। 

famomax 20 কেন খায়

Famomax 20 মিগ্রা ট্যাবলেট হচ্ছে এমন একটি ওষুধ, যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তাদের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া famomax 20 হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক আলসার সহ আরও অন্যান্য অ্যাসিড-সংক্রান্ত সমস্যার থেকে মুক্তি দিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

Famomax 20 এর সক্রিয় উপাদান হচ্ছে ফ্যামোটিডিন, যা আমাদের দেহের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, যার ফলে গ্যাস্ট্রিক সমস্যাগুলো কমে যায়। তো আশা করছি আপনারা এই অংশ থেকে famomax 20 কেন খায় তা জেনে গেছেন।

famomax 20 কিসের ঔষধ

famomax 20 একটি বহুল ব্যবহৃত গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এটি দেহের গ্যাস্ট্রিক ও আলসারজনিত সমস্যা সমাধান করতে বা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়াও আমাদের দেহের আরও অন্যান্য স্বাস্থ্য সমস্যার সমাধানেও famomax 20 ব্যবহার করা হয়। মানুষ দিনের পর দিন গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছে ফলে এই ট্যাবলেট এর চাহিদা, প্রতিনিয়ত বাড়তেই আছে। 
ফ্যামোম্যাক্স ২০ পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়, যা অ্যাসিড-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। Famomax 20 এর প্রধান কার্যকর উপাদান হলো ফ্যামোটিডিন। এখন প্রশ্ন হচ্ছে, famomax 20 কিসের ঔষধ বা এই ওষুধ কোন কোন রোগ বা সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়?

এই ওষুধ যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিম্নে উল্লেখ করে দেয়া হলো -
  • গ্যাস্ট্রিক আলসার (Gastric ulcer)
  • ডিওডেনাল আলসার (Duodenal ulcer)
  • অন্ত্রের রক্তক্ষরণ (Intestinal bleeding)
  • রিফ্লাক্স ইসোফেজিটিস (Reflux Esophagitis)
  • তীব্র গ্যাস্ট্রাইটিস (Acute gastritis) ইত্যাদি।
আশা করছি আপনারা এই অংশ থেকে famomax 20 কিসের ঔষধ বা এই ওষুধ কোন কোন রোগ কিংবা সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিশ্চয় জানতে পেরেছেন। এবার চলুন, famomax 20 এর কাজ কি বা এইওষুধ কি কাজ করে সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক।

famomax 20 এর কাজ কি

famomax 20 আমাদের দেহে বিভিন্ন ধরণের কাজ করে বা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তার মধ্য উল্লেখযোগ্য হল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমানো বা নিয়ন্ত্রন করা, যার ফলে অ্যাসিডের কারণে সৃষ্ট নানা সমস্যার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। 

Famomax 20 এর কাজ সম্পর্কে বা এর কার্যপ্রণালী নিম্নে উল্লেখ করা হলোঃ👇

অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে 

ফ্যামোম্যাক্স ২০-তে থাকা ফ্যামোটিডিন পাকস্থলীর H2 রিসেপ্টর ব্লক করে, যার ফলে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হ্রাস পায়।

পাকস্থলীর ক্ষত সেরে ওঠে

ফ্যামোম্যাক্স ২০ গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসারের চিকিৎসায় সাহায্য করে, ক্ষত দ্রুত সেরে ওঠে।

রিফ্লাক্স প্রতিরোধ করে

ফ্যামোম্যাক্স ২০ পাকস্থলীতে অ্যাসিড ফিরে আসার সমস্যা (GERD) নিয়ন্ত্রণে সহায়ক, যা রিফ্লাক্সের উপসর্গ কমায়।

হজম প্রক্রিয়া উন্নত করে

famomax 20 হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে।

উপরের উল্লিখিত কার্যকারিতা ছাড়াও এই ওষুধ আমাদের দেহে আরও অন্যান্য উপকারি ভূমিকা পালন করে থাকে। আপনারা এই অংশ থেকে তো famomax 20 এর কাজ কি তা জেনে গেছেন। এবার চলুন, famomax 20 এর উপকারিতা গুলো বিস্তারিত জেনে নেওয়া যাক।

famomax 20 এর উপকারিতা

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা famomax 20 ট্যাবলেট এর উপকারিতা গুলি জানতে চেয়ে থাকেন। আর আপনার ভিটামিন বি সমস্যার ক্ষেত্রে ডাক্তার যখন আপনাকে এই ওষুধ লিখে দিবেন তখন আপনাকে সেক্ষেত্রে এই ওষুধের উপকারিতা গুলো জানতে হবে।
📌আরো পড়ুন👉 frulac 20 এর উপকারিতা
famomax 20 ট্যাবলেট আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। famomax 20 এর উপকারিতা এর জন্যই মূলত, famomax 20 জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে, তার উপকারিতা প্রদর্শন করে থাকে। নিচে famomax 20 এর উপকারিতা উল্লেখ করা হলো -
famomax 20 কিসের ঔষধ? famomax 20 খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া
famomax 20 নিয়ম অনুযায়ী সেবনে যেসব উপকারিতা পাবেন তা নিম্নে উল্লেখ করা হলো👇
  • গ্যাস্ট্রিক সমস্যার দ্রুত উপশম করে।
  • পেপটিক ও ডিওডেনাল আলসারের নিরাময় করে থাকে।
  • পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড উৎপাদন নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকর।
  • রিফ্লাক্স ইসোফেজিটিস এবং জলিনজার ইলিসন সিনড্রম প্রতিরোধ করতে কার্যকর।

famomax 20 খাওয়ার নিয়ম

famomax 20 ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা পেতে হলে, আপনাকে সঠিক ডোজ অনুযায়ী সেবন করতে হবে আর সেটা মেনে চলতে হবে। প্রতিটি ওষুধি সঠিক নিয়ম অনুযায়ী সেবন করতে হয়। আমরা নিম্নে সাধারণ কিছু নিয়ম উল্লেখ করে দেয়া হলো -

famomax 20 মিগ্রা ট্যাবলেট অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করা উচিত। সাধারণ সেবনের নিয়ম নিম্নরূপ👇
  • মাত্রা ও ডোজ: famomax 20 ২০ দিনে ১-২ বার ২০ মি.গ্রা পরিমাণে সেবন করা হয়।
  • সেবনের সময়: famomax 20 খাবার আগে বা পরে, উভয় সময়েই সেবন করা যেতে পারে।
  • চিকিৎসকের নির্দেশনা: সঠিক ডোজ ও ব্যবহারের জন্য famomax 20 রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিজে থেকে ডোজ পরিবর্তন করা বা বন্ধ করা উচিত নয়।

famomax 20 এর পার্শ্বপ্রতিক্রিয়া

famomax 20 মেডিসিন নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে বা কারও কারও ক্ষেত্রে যদি নিয়ম অনুযায়ী না গ্রহণ করে তাহলে তার দেহে বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন -
  • মাথাব্যথা
  • মাথা ঘোরা
  • ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য
  • বমি বমি ভাব
  • অ্যালার্জি (খুব বিরল ক্ষেত্রে) ইত্যাদি।
উপরের উল্লিখিত সমস্যা যদি গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

famomax 20 এর দাম কত

famomax 20 Tablet মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত  ও উৎপাদন করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ফ্যামোটিডিন (Famotidine।  অনেকেই এই famomax 20 এর দাম সম্পর্কে জানতে চান। 

এই অংশে আমরা এই ওষুধের বর্তমান দাম তুলে ধরেছি। famomax 20 Tablet প্রতি পিচের দাম হচ্ছে মাত্র ৩ টাকা। আর এক পাতার দাম ৩*১০=৩০০ টাকা। তবে অনেক সময় জায়গা ভেদে দাম কম-বেশি হয়ে থাকে।

famomax 20 এর সতর্কতা

famomax 20 ট্যাবলেট সেবনের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। নিচে সেই সতর্কতা উল্লেখ করে দেয়া হলো -
  • Follow the doctor's advice: চিকিৎসকের পরামর্শ ব্যতিত ছাড়া famomax 20 সেবন করবেন না। 
  • Avoid overdose: famomax 20 অতিরিক্ত ডোজ গ্রহণ করলে অনেকসময় দেহে বিষক্রিয়া ঘটতে পারে। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।
  • Be careful if allergic: আপনার দেহে যদি কোন এলার্জিক প্রতিক্রিয়া থাকলে এই ওষুধ গ্রহন করার আগে, আপনার  চিকিৎসককে জানিয়ে রাখুন।
  • Being aware during pregnancy: গর্ভাবস্থা, স্তন্যদানকারী অথবা বয়স্ক, মূত্র এবং যকৃত সংক্রান্তিয় গোলযোগের রোগীদের ক্ষেত্রে, চিকিৎসকের নির্দেশ মেনে চলুন।

famomax 20 সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

famomax 20 কি গর্ভাবস্থায় সেবন করা যায়?

গর্ভাবস্থায় শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ব্যতিত famomax 20 সেবন করা উচিত নয়।

famomax 20 দীর্ঘমেয়াদে ব্যবহার করা কি নিরাপদ?

দীর্ঘমেয়াদে famomax 20 ব্যবহার করার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের নির্দেশনা গ্রহণ করতে হবে। মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ধরণের ওষুধই দীর্ঘমেয়াদি ব্যবহার করা উচিত নয়। তাই এই বিষয়টি আমাদের সকলকেই এড়িয়ে চলা ভালো।

famomax 20 কি অন্যান্য ওষুধের সাথে সেবন করা যাবে?

কিছু কিছু মেডিসিন রয়েছে যার সাথে famomax 20 পারস্পরিক প্রতিক্রিয়া ঘটাতে পারে। তাই সঠিক ব্যবহারের জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

famomax 20 সম্পর্কে লেখকের মতামত

আমরা ইতিমধ্যে famomax 20 কিসের ঔষধ, famomax 20 এর উপকারিতা, famomax 20 খাওয়ার নিয়ম, famomax 20 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ আলোচনা করেছি। আপনারা হয়তো এগুলো বিষয়ে একটি পরিস্কার ধারণা পেয়ে গেছেন। তবে famomax 20 ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোন ধরণের প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আজকের লেখা famomax 20 ট্যাবলেট সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও famomax 20 ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url