aristovit b এর কাজ কি? aristovit b এর উপকারিতা ও দাম
সম্মানিত পাঠক, আপনি কি aristovit b এর কাজ কি তা জানতে চাচ্ছেন? আমরা আজকেও
প্রতিদিনের মতো খুবই জরুরি একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি,
সেটি হচ্ছে আমরা অনেকেই শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করে
থাকি aristovit b ট্যাবলেট।
আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়ার
চেষ্টা করবো। আপনি যদি aristovit b এর কাজ কি তা জানতে চেয়ে আমাদের এই ব্লগ
পোষ্টে এসে থাকেন, তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।
কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে aristovit b এর
কাজ কি এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি aristovit b এর উপকারিতা, aristovit b
খাওয়ার নিয়ম, aristovit b এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে আরো
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে জানতে পারবেন। তাই অবহেলা না করে
সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ুন।
উপস্থাপনা - aristovit b
aristovit b ট্যাবলেটটি বেশিরভাগ ক্ষেত্রেশরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করার
জন্য ব্যবহার করা হয়। আর ভিটামিন জাতীয় ওষুধ আমাদের অনেকের প্রাত্যাহিক
জীবনে বহুল ব্যবহৃত একটি ওষুধ। আমরা হয়তো অনেকেই ভিটামিন বি এর ঘাটতি পূরণ করার
জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকি।
তবে এই ট্যাবলেট সম্পর্কে আলোচনা শুরু করার আগে একটি বিষয়ে সচেতন থাকতে হবে।
আমরা বার বার প্রতিটা ওষুধের ব্লগ পোষ্টে বলে থাকি যে, সেটা হচ্ছে শুধু
Aristovit B এর ক্ষেত্রে নয় বরং প্রতিটা মেডিসিন সেবন করার আগে আপনাকে অবশ্যই
একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। কেননা নিয়ম অনুযায়ী
ব্যবহার না করলে বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
Aristovit B Tablet মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco
Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত ও উৎপাদন করে থাকে। যার
জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ভিটামিন বি কমপ্লেক্স (Vitamin B complex)।
অনেকেই এই aristovit b সম্পর্কে গুগলের কাছে জানতে চান।
তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই ট্যাবলেট সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ
তথ্য দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে আপনারা কাংখিত তথ্যাদি জানতে
পারবেন বলে আশাবাদী। তাহলে আসুন, আর বেশি বেশি কথা না বাড়ায়। আমরা মূল
আলোচনায় ফিরে প্রথমে aristovit b এর কাজ কি সেই সম্পর্কে সংক্ষেপে
জানবো।
aristovit b এর কাজ কি
Aristovit B একটি বহুল ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট। Aristovit B
শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়াও
আমাদের দেহের আরও বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানেও Aristovit B ব্যবহার করা
হয়। এই ট্যাবলেট এর চাহিদা, প্রতিনিয়ত বাড়তেই আছে।
কিন্তু এই ওষুধ কি কাজ করে বা এর কাজ কি এই ? বিষয়টি সম্পর্কে আপনারা অনেকেই
হয়তো সম্পূর্ণ জানেনা। Aristovit B ট্যাবলেট ভিটামিন বি এর ঘাটতি পূরণে ব্যবহার
করা হয়। নিচে aristovit b এর কাজ কি সেই বিষয়টি বিস্তাইরিত আলোচনা করা হলো -
📌আরো পড়ুন 👉 dexlan 30 এর কাজ কি? dexlan 30 খাওয়ার নিয়ম
- ভিটামিন বি এর ঘাটতি পূরণ: শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা পূরণ করতে aristovit b অনেক সাহায্য করে।
- পুষ্টি সরবরাহ: পুষ্টি ঘাটতি জনিত সমস্যা রয়েছে যেমন গ্লোসাইটিস (জিহ্বার প্রদাহ) স্টোমাটাইটি (মুখের ঘা) ও চেইলোসিস (ঠোঁট ফাটার সমস্যা) রোধে কার্যকরী ভূমিকা পালন করে।
- শক্তি বৃদ্ধি: Aristovit B আমাদের শরীরের বিভিন্ন ধরণের বিপাক প্রক্রিয়াকে উন্নত করে এবং শক্তি উৎপাদনের সাহায্য করে।
- ব্যারি-ব্যারি প্রতিরোধ: থিয়ামিন এর অভাবে সৃষ্ট ব্যারি-ব্যারি রোগ প্রতিরোধে Aristovit B কার্যকরী।
- ত্বক ও স্নায়ুর স্বাস্থ্য: ত্বকের উন্নতি এবং স্নায়ুতন্ত্র কে সঠিকভাবে কার্যকর রাখতে সহায়তা করে।
আশা করছি আপনারা এই অংশ থেকে aristovit b এর কাজ কি তা বুঝতে পেরেছেন।
aristovit b এর কাজ কি বা কি কাজ করে সেটা তো জেনে নিলেন। এবার চলুন
aristovit b এর উপকারিতা বিস্তারিত জেনে নেওয়া যাক।
aristovit b এর উপকারিতা
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা aristovit b ট্যাবলেট এর উপকারিতা গুলি জানতে
চেয়ে থাকেন। আর আপনার ভিটামিন বি সমস্যার ক্ষেত্রে ডাক্তার যখন আপনাকে এই ওষুধ
লিখে দিবেন তখন আপনাকে সেক্ষেত্রে এই ওষুধের কি কি উপকারিতা রয়েছে সেগুলো বিষয়ে
জানতে হবে।
Aristovit B ট্যাবলেট আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। aristovit b এর
উপকারিতা এর জন্যই মূলত, Aristovit B জনপ্রিয় হয়ে উঠেছে। Aristovit B অনেক
ক্ষেত্রে, তার উপকারিতা প্রদর্শন করে থাকে। নিচে aristovit b এর উপকারিতা
উল্লেখ করা হলো -
পুষ্টির অভাব পূরণ করে
Aristovit B ট্যাবলেত মুলোট ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে এবং এর পাশাপাশু
আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
ত্বকের স্বাস্থ্য বজায় রাখে
Aristovit B ট্যাবলেট ত্বকের শুষ্কতা দূর করে, ফাটা ভাব দূর করে ও প্রদাহ
কমাতে সহায়তা করে থাকে।
স্নায়ু সুরক্ষা করে
Aristovit B ট্যাবলেট এ থাকা উপাদান আমাদের স্নায়ুতন্ত্র কে কার্যকর রাখে
এবং পাশাপাশি মানসিক চাপ কমাতে সাহায্য করে।
শক্তির উৎপাদন বৃদ্ধি করে
Aristovit B ট্যাবলেট ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী সেবন করলে খাদ্যকে
শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া উন্নত করে।
রক্তস্বল্পতা রোধ করে
Aristovit B ট্যাবলেট ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী সেবন করলে ভিটামিন বি ১২
এবং ফলিক এসিডের অভাবে সৃষ্ট রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে।
অপরিহার্য এনজাইমের কার্যকারিতা উন্নত করে
Aristovit B ট্যাবলেট ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী সেবন করলে কোষের
অভ্যন্তরে বিভিন্ন বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে থাকে।
আশা করছি আপনারা এই অংশ থেকে aristovit b এর উপকারিতা তা জানতে
পেরেছেন। এবার চলুন aristovit b খাওয়ার নিয়ম বিস্তারিত জেনে নেওয়া
যাক।
aristovit b খাওয়ার নিয়ম
aristovit b ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা পেতে হলে, আপনাকে সঠিক ডোজ অনুযায়ী
সেবন করতে হবে আর সেটা মেনে চলতে হবে। প্রতিটি ওষুধি সঠিক নিয়ম অনুযায়ী সেবন
করতে হয়।
aristovit b মূলত একটি পেসক্রাইবড ওষুধ, তাই নিবন্ধিত ডাক্তারের পরামর্শ
ব্যতিত এটি ব্যবহার করা উচিত নয়। তবে আমরা নিম্নে সাধারণ কিছু নিয়ম উল্লেখ
করে দেয়া হলো -
- ডোজ: সাধারণত এই ট্যাবলেট একজন রেজিস্টার্ড চিকিৎসক প্রতিদিন ১ থেকে ২ টি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে মনে রাখবেন অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করতে হবে।
- খাওয়ার সময়: খাবার খাওয়ার পরে aristovit b ট্যাবলেট সেবন করা উত্তম। কারণ এই ওষুধ খাদ্য থেকে ভিটামিন শোষণে সহায়তা করে।
- বিশেষ অবস্থা: গর্ভবতী নারী রয়েছেন অথবা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে কিংবা শারীরিক-মানসিক চাপের মধ্যে থাকার রোগীদের ক্ষেত্রে, চিকিৎসকের পরামর্শে ডোজ নির্ধারণ করা উচিত।
- পানির সাথে সেবন করা: Aristovit B ট্যাবলেটটি পানির দিয়ে গিলে সেবন করতে হবে।
* রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন '
তবে এই ওষুধের ডোজ মিস হলে করণীয় হচ্ছে ডোজের পরবর্তী সময় অনুসরণ করতে হবে।
ডোজ দ্বিগুণ করবেন না। Aristovit B ট্যাবলেটটি সঠিক নিয়মে সেবন
করার কোন বিকল্প নেই। আশা করছি এই অংশ থেকে আপনারা aristovit b খাওয়ার
নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন aristovit b ট্যাবলেট সেবনে আমাদের
দেহে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা জেনে নেওয়া যাক।
aristovit b এর পার্শ্বপ্রতিক্রিয়া
aristovit b ট্যাবলেট এর উপকারিতা অনেক রয়েছে, এই ওষুধের খুব একটা
পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সময়
দেহে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। Aristovit B বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ,
তবে অতিমাত্রায় সেবনে বা নিয়ম অনুযায়ী সেবন না করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
দিতে পারে সেগুলো জেনে রাখা ভালো। নিচে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো উল্লেখ করা
হলো -
📌আরো পড়ুন 👉 frulac 40 কিসের ঔষধ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- বমি ভাব বা বমি
- ডায়রিয়া বা হজমের সমস্যা
- এলার্জি প্রতিক্রিয়া যেমন ত্বকের লালচে ভাব বা চুলকানি
- মাথা ঘোরা বা দুর্বলতা
- অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে বিষক্রিয়া
তবে একটা বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে সেটি হচ্ছে উল্লিখিত
পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আপনাকে যত
দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
aristovit b সেবনের সতর্কতা
Aristovit B ট্যাবলেট সেবনের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন
করতে হবে। নিচে সেই সতর্কতা উল্লেখ করে দেয়া হলো -
- ডাক্তারের পরামর্শ মানা: চিকিৎসকের পরামর্শ ছাড়া Aristovit B সেবন করবেন না।
- অতিরিক্ত ডোজ এড়িয়ে চলা: অতিরিক্ত ডোজ গ্রহণের ফলে, বিষক্রিয়া ঘটতে পারে।
- এলার্জি থাকলে সতর্ক থাকা: যদি কোন উপাদানে এলার্জি থাকে, তাহলে তা আগে থেকেই চিকিৎসককে জানিয়ে রাখুন।
- গর্ভাবস্থায় সচেতন থাকা: গর্ভাবস্থা, স্তন্যপান করানো বা দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে, চিকিৎসকের নির্দেশ মেনে চলুন।
aristovit b এর দাম কত
Aristovit B Tablet মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco
Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত ও উৎপাদন করে থাকে। যার
জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ভিটামিন বি কমপ্লেক্স (Vitamin B complex)।
অনেকেই এই aristovit b এর দাম সম্পর্কে জানতে চান।
তাই পোষ্টের এই অংশে আমরা এর বর্তমান দাম তুলে ধরেছি। Aristovit B
Tablet প্রতি পিচের দাম হচ্ছে মাত্র ১ টাকা। আর পুরো বক্স নিলে ৬০*১=৬০
টাকা। তবে অনেক সময় জায়গা ভেদে দাম কম-বেশি হয়ে থাকে।
aristovit b সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
aristovit b কারা সেবন করতে পারে?
Aristovit B ট্যাবলেট মূলত যাদের পুষ্টির ঘাটতি জনিত সমস্যা রয়েছে কিংবা
শারীরিক-মানসিক চাপের মধ্যে থাকা ব্যক্তিদের জন্য কার্যকর।
Aristovit B কি প্রতিদিন সেবন করা যায়?
প্রতিদিন ১ থেকে ২ টি ট্যাবলেট সেবন করা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী।
Aristovit B কি নিরাপদ?
হ্যাঁ! Aristovit B অবশ্যই নিরাপদ। তবে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করলে
সেক্ষেত্রে চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।
aristovit b সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে aristovit b এর কাজ কি, aristovit b এর উপকারিতা, aristovit
b খাওয়ার নিয়ম, aristovit b এর পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ
আলোচনা করেছি। আপনারা হয়তো ইতিমধ্যে এগুলো বিষয়ে একটি পরিস্কার ধারণা পেয়ে
গেছেন। তবে aristovit b ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোন ধরণের প্রশ্ন
কিংবা মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
আজকের লেখা aristovit b ট্যাবলেট সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো
লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও
aristovit b ট্যাবলেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন।
বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে
হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url