সোনালি মুরগির ঔষধের তালিকা - সোনালি মুরগি কত দিনে ডিম দেয়

সম্মানিত খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা পরিবারদের নিয়ে ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই সোনালি মুরগি পালন করে থাকেন। তো আপনি কি এই সোনালি মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আগ্রহী? তাইলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এর কারণ হচ্ছে, আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে সোনালি মুরগির ঔষধের তালিকা সম্পর্কে। এই বিষয়ে অধিকাংশ কৃষক বা যারা খামার করেন তারা জানতে চাই।
সোনালি মুরগির ঔষধের তালিকা - সোনালি মুরগি কত দিনে ডিম দেয়

প্রিয় পাঠকবৃন্দ, আপনার মূল্যবান কিছুক্ষন সময় অপচয় করে যদি আমাদের এই পোষ্টের সাথে শেষ পর্যন্ত থাকেন, সোনালি মুরগির ঔষধের তালিকা জেনে নেওয়ার পাশাপাশি সোনালি মুরগির ওজন বৃদ্ধির ওষুধ, ফাসোনালী মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ সহ সোনালি মুরগির নানান প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন। তাই পোষ্টটি অবহেলা না করে গুরুত্ব নিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন। 
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - সোনালি মুরগি

বর্তমানে আমাদের বাংলাদেশে খামারের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন মুরগি পালনে অল্প দিনের মধ্যে বেশ ভালো লাভবান হওয়া যায়। যা্র ফলে অধিকাংশ ভাগ কৃষকরা অন্যান্য পশুদের চেয়ে মুরগি পালনে দিকে বেশি ঝুঁকছে। এছাড়া আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা সোনালি মুরগি পালনে ব্যবসা করে লাভবান হতে চাই।

আপনি যদি সোনালী মুরগির সঠিক পদ্ধতিতে ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই ওজন বৃদ্ধির চার সম্পর্কে জেনে নিতে হবে। তবে প্রতিটা মুরগি পালনের ক্ষেত্রে মুরগির বিভিন্ন রোগের প্রতিরোধক ব্যবস্থা কিভাবে গ্রহণ করবেন সেই সম্পর্কে জেনে নেওয়ার খুবই জরুরী।

তাই আজকে আপনি কিভাবে সোনালি মুরগির নানান রোগের প্রতিরোধক ব্যবস্থা গ্রহন করতে পারবেন সেই সম্পর্কে তুলে ধরবো। তাহলে চলুন, প্রথমে আমরা সোনালি মুরগির ঔষধের তালিকা জেনে নিব।

সোনালি মুরগির ঔষধের তালিকা

সোনালি মুরগিকে ঠিকভাবে সুস্থ রাখতে হলে প্রতিনিয়ত বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন গ্রহন করাতে হবে। আপনি যদি সোনালী মুরগির খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই সোনালী মুরগির রোগ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করার দিকে বিশেষভাবে নজর দিতে হবে।

আর সোনালি মুরগি রোগ প্রতিরোধ এর মাত্র ব্যবস্থা হচ্ছে ওষুধের তালিকা ও ভ্যাকসিন সম্পর্কে জেনে নেওয়া। তাই আজকের এই অংশে সোনালী মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে  বিস্তারিতভাবে আলোচনা করব। সঠিক নিয়মে ও সঠিক সময়ে সোনালি মুরগিকে ওষুধ দেওয়ার মাধ্যমে মুরগির ওজন বৃদ্ধি ও সুস্থ রাখা সম্ভব।

ওষুধের নাম

সময়/দিন

  প্রয়োগের নিয়ম

লিভার টনিক

সপ্তাহে ১ দিন সকালে পানিতে সাথে মিশিয়ে

১ মিলিলিটার প্রতি ২ লিটার পানিতে

জিংক

সপ্তাহে ২ দিন সকালে পানির সাথে মিশিয়ে

১ মিলি লিটার প্রতি ১ লিটার পানিতে

ক্যালসিয়াম

সপ্তাহে ১ দিন বিকেল বেলা পানির সাথে মিশিয়ে

১ মিলি লিটার প্রতি ১ লিটার পানিতে

AD3E

সপ্তাহে ২ দিন সকালে পালের সাথে মিশিয়ে

১ মিলি লিটার প্রতি ১ লিটার পানিতে

ই-সেল

সপ্তাহে ১ দিন সকালে পানির সাথে মিশিয়ে

১ মিলিলিটার প্রতি ২ লিটার পানিতে 

এমক্সাসিলিন: সোনালি মুরগির বয়স যখন ১-৩ দিন হবে তখন এমক্সাসিলিন ওষুধটি প্রয়োগ করাতে হবে।

এনডি লাইভ: সোনালি মুরগির বয়স যখন ৩-৫ দিন হবে তখন এনডি লাইভ ভ্যাক্সিনটি প্রয়োগ করাতে হবে।

গামবোরো লাইভ: সোনালি মুরগির বয়স যখন ১০-১২ দিন হবে তখন গামবোরো লাইভ ভ্যাক্সিন প্রয়োগ করাতে হবে। তাছাড়াও মুরগির বয়স যদি ১৮ থেকে ২২ হয়ে থাকে তাহলে পুনরায় গামবোরো ভ্যাকসিন দিতে হবে।

রানীক্ষেত লাইভ: সোনালি মুরগির বয়স যখন ৪২-৪৫ দিন হবে তখন রানীক্ষেত লাইভ ভ্যাকসিন দিতে হবে।

প্রোবায়োটিক ওষুধ: এছাড়াও সোনালি মুরগির বয়স যখন ৫০ দিনের উপরে  হবে তখন সেসব মুরগিদের ক্ষেত্রে প্রোবায়োটিক ওষুধ দিতে হবে।

লিভার টনিক: লিভার টনিক ওষুধের ক্ষেত্রে সপ্তাহে অন্তত ১দিন সকাল বেলাই ২ লিটার পানিতে ১ মিলি করে এই ওষুধটি মিশিয়ে সোনালি মুরগিকে গ্রহন করাতে হবে।

জিংক: জিংক ওষুধের ক্ষেত্রে প্রতি সপ্তাহের যেকোন ২ দিন সকালে পরিষ্কার পানিতে জিংক মিশিয়ে সোনালি মুরগিকে গ্রহন করাতে হবে। এটি আপনারা ১ লিটার পানিতে ১ মিলিলিটার করে মেশিয়ে মুরগিকে সেবন করাবেন।

ক্যালসিয়াম: আর ক্যালসিয়াম ওষুধের ক্ষেত্রে সপ্তাহে অন্তত ১দিন সকালে পরিষ্কার পানিতে মিশিয়ে মুরগিকে সেবন করাতে হবে। এটিও যথারীতি নিয়ম অনুযায়ী ১ লিটার পরিষ্কার পানিতে মিশিয়ে সেবন করাতে হবে।
 
ই-সেল: ই-সেল ওষুধটি ২ লিটার পানিতে ১ মিলিলিটার করে প্রতি সপ্তাহের যেকোনো ১দিন সকালে পরিষ্কার পানিতে মিশিয়ে সোনালি মুরগিকে সেবন করাতে হবে।

এডি৩ই: প্রতি সপ্তাহের যেকোন ২ দিনে এই ওষুধটি সকালে খাবারের পানির সাথে মিশিয়ে সোনালি মুরগিকে গ্রহন করাতে হবে। তবে মেশানো পানি অবশ্যই পরিষ্কার হতে হবে। এটি মূলত ২ লিটার পানির সাথে মিশিয়ে এক মিলিলিটার ব্যবহার করতে হবে।

সোনালি মুরগি কত দিনে ডিম দেয় 

সাধারনত সোনালি মুরগি ১৯ সপ্তাহ বা সাড়ে চার মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে। তবে এই ডিম দেয়া বৃদ্ধির হার ধীরগতির। ছয় মাস বয়স থেকে এরা ভালোভাবে ডিমে আসে। সোনালি মুরগির পালনের জন্য কৃত্রিম আলোক ব্যবস্থগাপনা বা লাইটিং জরুরি। শীতকালে সাধারনত একটু দেরিত ডিমে আসা শুরু করে।

সোনালি মুরগি কতদিন ডিম পাড়ে

সোনালী মুরগি ২ থেকে ২.৫ বছর ডিম পারে। তবে বানিজ্যিকভাবে লাভজনক বিবেচনায় ডিম পারার ১৬-১৮ মাসে মুরগি কার্ল করা হয়। সোনালি মুরগি বছরে প্রায় ১৮০-২০০ টি ডিম দিয়ে থাকে। অরজিনাল ক্লাসিক সোনালি প্রথম বছরে প্রায় ৮০% ডিম দিতে পারে।

সোনালি মুরগির ওজন বৃদ্ধির ওষুধ

এ পর্যায়ে আমরা সোনালি মুরগির ওজন বৃদ্ধির ওষুধ এর নাম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নিব। অনেক খামারে দেখা যায় মুরগির সময় মত ওজন বৃদ্ধি পায় না। তাই অনেক কৃষক লাভবান হওয়ার আস্থা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে আমরা সোনালি মুরগির ওজন বৃদ্ধির কয়েকটি ওষুধের নাম সম্পর্কে আলোচনা করেছি যেগুলো জানতে পারলে আপনাকে আর মুরগির ওজন বৃদ্ধি নিয়ে টেনশন করার প্রয়োজন পড়বে না যেমন-
প্রোটিন সম্পূরক ওষুধ: প্রোটিন সম্পূরক ওষুধ সোনালি মুরগির খাদ্যে প্রোটিনের মাত্রা বারাতে সাহায্য করে থাকে। এছাড়াও প্রোটিন একটি মুরগির জন্য ওজন বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ভিটামিন এবং খনিজ ওষুধ: এটি মুরগির  খাদ্যে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনের মাত্রা বাড়াতে সহায়তা করে থাকে। এছাড়াও ভিটামিন এবং খনিজ মুরগির বৃদ্ধি ও স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হরমোন এবং বৃদ্ধি বর্ধক ওষুধ: এই ওষুধ মুরগির খাদ্যের হজম, প্রোটিন সংশ্লেষণে, খাদ্য থেকে পুষ্টি উপাদান শোষণ করতে সহায়তা করে থাকে। 

আপনি যদি এগুলো নিয়ম সঠিকভাবে মেনে সোনালি মুরগি লালন পালন করেন তাহলে আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। আশা করছি সোনালি মুরগির ওজন বৃদ্ধির ওষুধ সম্পর্কে জানতে পেরেছেন। এবার চলুন সোনালী মুরগীর ওজন বৃদ্ধির তালিকা গুলো জেনে নিই।

সোনালি মুরগির ওজন বৃদ্ধির তালিকা

সোনালি মুরগির ওজন বৃদ্ধির উপায় জেনে নেওয়ার পাশাপাশি আপনাদেরকে সোনালি মুরগির ওজন বৃদ্ধির চার্ট সম্পর্কেও জেনে নেওয়াটা জরুরি। এ পর্যায়ে সোনালি মুরগির বয়স ভেজে কি পরিমান খাদ্য দেওয়া উচিত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

আপনি যদি সোনালী মুরগির ওজন বৃদ্ধি করতে চান তাহলে মুরগির ওজন বৃদ্ধির চাট গুলো সম্পর্কে বেসিক ধারণা রাখতেই হবে। কারণ সঠিক সময়ে ও সঠিক ভাবে মুরগিকে খাদ্য  গ্রহণ করার মাধ্যমে ওজন বাড়ানো সম্ভব। সোনালি মুরগি ওজন বৃদ্ধির তালিকা নিচে উল্লেখ করা হলো-

বয়স/দিন

খাদ্য গ্রহণ/গ্রাম

খাদ্যের হার 

ওজন বৃদ্ধি/গ্রাম

৮ দিন

৬০ গ্রাম

০.৮৭

১২১ গ্রাম

১৬ দিন

১৫০ গ্রাম

১.২২

১৫০ গ্রাম

২৪ দিন

৩৪৫ গ্রাম

১.৬৫

২০৫ গ্রাম

৩২ দিন

৫৩০ গ্রাম

১.৮৩

২৮৬ গ্রাম

৪০ দিন

৬৯০ গ্রাম

১.৮৩

৩৭২ গ্রাম

৪৮ দিন

৯৯০ গ্রাম

২. ১০

৪৭৫ গ্রাম

৫৬ দিন

১২৮০ গ্রাম

২.২১

৫৯০ গ্রাম

৬৪ দিন

১৬৫০ গ্রাম

২.৩৬

৬৮০ গ্রাম


উপরোক্ত তালিকায় সোনালি মুরগির বয়স ভেদে ওজন বৃদ্ধির তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই নিয়ম অনুযায়ী আপনি যদি সোনালি মুরগিকে খাবার খাওয়াতে পারেন তাহলে অনেক দ্রুত ওজন বৃদ্ধি পাবে বলে আশাবাদি। তাছাড়াও আপনি যদি আরও ভালোভাবে মুরগির ওজন বৃদ্ধির চার্ট গুলো জানতে চান তাহলে কৃষি অধিদপ্তর শাখা-উপশাখা গুলো থেকে সংগ্রহ করতে পারবেন। সেখানে কৃষি কর্মকর্তারা গুরুত্ব সহকারে এই বিষয়গুলো উল্লেখ করে দিবে। 

সোনালী মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ

সোনালী মুরগির বাচ্চার ঝিমানো দূর করার জন্য বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো ওষুধ মুরগির বাচ্চার ঝিমানো ভাব দূর করতে সহায়তা করে থাকে। যথা-

এনার্জি টনিক: এনার্জি টনিক ওষুধ সোনালি মুরগির বাচ্চার দেহে শক্তি জোগাতে  সাহায্য করে থাকে। যার ফলে মুরগির বাচ্চার ঝিমানো ভাবটা দূর করতে বিশেষ ভূমিকা পলন করে। 

ভিটামিন ও খনিজ: এগুলো মুরগির বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চা মূলত অনেক সময় ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি দেখা দিলে তারা ঝিমাতে পারে। তাই আপনি যদি মুরগির বাচ্চার ঝিমান ভাগ দূর করতে চান তাহলে ভিটামিন ও খনিজ পদার্থের সম্পূরক খাদ্য খাওয়াতে হবে।

সোনালি মুরগির ঔষধ সম্পর্কে লেখকের মতামত

প্রিয় কৃষক বা খামারি ভাইয়েরা আশা করি আপনারা হয়তো এতক্ষণে ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্যগুলো জানতে পেরেছেন। আপনার মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই ভ্যাকসিন তালিকা ও সঠিক নিয়ম জেনে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন আপনার খামারের মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বেড়ে উঠবে।

আপনি যদি এই পোষ্টের কোন অংশ বা টপিক বুঝতে না পারেন তাহলে কমেট বক্সে জানাতে পারেন। ফাউমি মুরগির ভ্যাকসিন ও ওষুধ সম্পর্কিত আজকের ভালো লেগে থাকলে অন্য কৃষক ভাইদের এই সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

এতে তারাও আপনার এই শেয়ারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সোনালি মুরগির ঔষধের তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। বিভিন্ন পশুর ঔষধের তালিকা সম্পর্কিত অন্যান্য জরুরী তথ্য জানতে আমাদের সাইটটি প্রতিদিন ভিজিট করার অনুরোধ রইলো। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url