othera 20 mg কিসের ঔষধ? othera 20 mg খাওয়ার নিয়ম

আপনি কি othera 20 mg কিসের ঔষধ তা জানতে চাচ্ছেন? বিগতদিনগুলোর মতো আমরা আজকেও খুবই জরুরি একটি ওষুধের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমরা হয়তো অনেকেই গ্যাস্ট্রিক আলসার এর সমস্যায় ব্যবহার করে থাকি othera 20 mg ট্যাবলেট। 
othera 20 mg কিসের ঔষধ? othera 20 mg খাওয়ার নিয়ম
আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। তো আপনি যদি othera 20 mg কিসের ঔষধ তা জানতে চেয়ে আমাদের এই ব্লগ পোষ্টে এসে থাকেন, তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।

কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে othera 20 mg কিসের ঔষধ এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি othera 20 এর কাজ কি, othera 20 mg খাওয়ার নিয়ম, othera 20 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - othera 20 mg

অথেরা ২০ ট্যাবলেটটি বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস এবং বদহজম সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি আমাদের অনেকেওরি প্রাত্যাহিক জীবনে বহুল ব্যবহৃত একটি ওষুধ। আমরা হয়তো অনেকেই এই ট্যাবলেটটি গ্যাস্ট্রিক আলদার জনিত সমস্যা দূর করার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ট্যাবলেট সম্পর্কে আলোচনা শুরু করার আগে একটি বিষয়ে সচেতন থাকতে হবে। 

আমরা বার বার প্রতিটা ওষুধের ব্লগ পোষ্টে বলে থাকি যে, সেটা হচ্ছে শুধু othera 20 mg ট্যাবলেট এর ক্ষেত্রে নয় বরং প্রতিটা মেডিসিন সেবন করার আগে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। কেননা নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে আমাদের দেহে বিভিন্ন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

othera 20 mg ট্যাবলেট মূলত এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ACI Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত  ও উৎপাদন করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ইসোমিপ্রাজল (Esomeprazole)। আপনারা অনেকেই এই অথেরা ২০ ট্যাবলেট সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।

তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই ট্যাবলেট সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা  করব যার মাধ্যমে আপনারা কাংখিত তথ্যাদি জানতে পারবেন বলে আশাবাদী। তাহলে আসুন, আর বেশি বেশি কথা না বাড়ায়। আমরা মূল আলোচনায় ফিরে প্রথমে othera 20 mg কিসের ঔষধ সেই সম্পর্কে সংক্ষেপে জানবো। 

othera 20 mg কিসের ঔষধ

বর্তমানে Othera 20 ওষুধ ব্যবহারকারীর সংখ্যা দিনের পর দিন বেড়ে উঠেছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে, othera 20 mg আসলে কিসের ঔষধ? বা এই ওষুধ কোন কোন রোগ বা সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে?
অথেরা ২০ মূলত একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়। othera 20 mg কিসের ঔষধ? এই প্রশ্নটির উত্তর হচ্ছে, এটি মূলত আমাদের দেহে প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ করে। অথেরা ২০ যেসব সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহার করা হয় তা নিম্নে উল্লেখ করা হল -

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ

এই রোগে পাকস্থলীর এসিড খাবারনালীতে উঠে আসে, যা বুক জ্বালা ও অস্বস্তি তৈরি করে। এ ধরণের সমস্যার ক্ষেত্রে এই othera 20 mg মেডিসিন সেবন করা হয়।

গ্যাস্ট্রিক আলসার

বিশেষত যারা মূলত NSAID জাতীয় ওষুধ সেবন করার ফলেআলসার রোগে আক্রান্ত হয় সেই রোগের চিকিৎসায় এই ওষুধ ব্যবহৃত হয়।

হেলিকোব্যাকটার পাইলোরি সংক্রমণ

হেলিকোব্যাকটার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার নির্মূল করতে, অথেরা ২০ এন্টিবায়োটিকের সাথে ব্যবহার করা হয়।

জলিঞ্জার-এলিসন সিনড্রোম

এটি একটি বিরল রোগ, এই রোগের ক্ষেত্রে পাকস্থলীতে অত্যাধিক এসিড উৎপন্ন হয়। অথেরা ২০ মিগ্রা উপরের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি othera 20 mg কিসের ঔষধ? আপনার এই প্রশ্নটির উত্তর দিতে সক্ষম হয়েছি। এবার চলুন, othera 20 এর কাজ কি তা জেনে নেওয়া যাক। 

othera 20 এর কাজ কি

আপনাদের মধ্যে অনেকেই রয়েছে, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ পেয়েই অথেরা ২০ ওষুধটি ব্যবহার করা শুরু করছে কিন্তু othera 20 mg এর কাজ কি বা এই ওষুধ কিভাবে কাজ করে তা জানেনা। Othera 20 এর প্রধান কাজ হল পাকস্থলীতে অতিরিক্ত এসিড উৎপাদন রোধ করা। Othera 20 পাকস্থলীর প্রোটন পাম্পকে ব্লক করে কাজ করে, যা এসিড তৈরি কমিয়ে দেয়।

আশা করছি আপনারা এই অংশ থেকে othera 20 mg এর কাজ কি তা বুঝতে পেরেছেন। othera 20 mg এর কাজ কি বা কি কাজ করে সেটা তো জেনে নিলেন। এবার চলুন othera 20 mg এর উপকারিতা বিস্তারিত জেনে নেওয়া যাক।

othera 20 mg এর উপকারিতা

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা othera 20 mg ট্যাবলেট এর উপকারিতা গুলি জানতে চেয়ে থাকেন। আর আপনার আলসারজনিত সমস্যার ক্ষেত্রে ডাক্তার যখন আপনাকে এই ওষুধ লিখে দিবেন তখন আপনাকে সেক্ষেত্রে এই ওষুধের কি কি উপকারিতা রয়েছে সেগুলো বিষয়ে জানতে হবে।
othera 20 mg কিসের ঔষধ? othera 20 mg খাওয়ার নিয়ম
আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই othera 20 mg ওষুধের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতার নিম্নে উল্লেখ করে দেয়া হলো:-- 
  • বুক জ্বালা ও এসিডি রিফ্লাক্স থেকে দ্রুত আরাম।
  • পাকস্থলীর আলসার নিরাময়ে সহায়ক।
  • পেটের অস্বস্তি, গ্যাস এবং বদহজম কমানো।
  • হেলিকোব্যাকটার পাইলোরি সংক্রমণ নির্মূলে কার্যকর।
  • পাকস্থলীর ক্ষতি প্রতিরোধ করে দীর্ঘমেয়াদী আরাম প্রদান করে ইত্যাদি।
অথেরা ২০ মিগ্রা ট্যাবলেট যদি আপনি সঠিকভাবে সেবন করেন তাহলে আপনার রোগের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। আশা করছি আপনারা তাহলে এই অংশ থেকে othera 20 mg এর উপকারিতা গুলো জানতে পেরেছেন। এবার চলুন othera 20 mg খাওয়ার সঠিক নিয়ম বিস্তারিত জেনে নেওয়া যাক।

othera 20 mg খাওয়ার নিয়ম

অথেরা ২০ মিগ্রা ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা পেতে হলে, আপনাকে সেবনের সঠিক খাওয়ার নিয়ম অনুযায়ী সেবন করতে হবে আর সেটা মেনে চলতে হবে। প্রতিটি ওষুধি সঠিক নিয়মে সেবন করতে হয়। অথেরা ২০ একটি পেসক্রাইবড ওষুধ, তাই নিবন্ধিত ডাক্তারের পরামর্শ ব্যতিত এটি ব্যবহার করা উচিত নয়। তবে আমরা নিম্নে সাধারণ কিছু নিয়ম উল্লেখ করে দেয়া হলো -

সেবন করার সময়

othera 20 মূলত খাবার খাওয়ার আগে সেবন করার পরামর্শ দেওয়া হয়।

ডোজ

GERD বা বুক জ্বলা পড়ার ক্ষেত্রে দিনে ১ বার ২০ মি.গ্রা। গ্যাস্ট্রিক আলসার এর ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। হেলিকোব্যাকটার পাইলোরি চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে দিনে ২ বার।

যেভাবে খাবেন 

অথেরা ২০ ট্যাবলেটটি পানি দিয়ে গিলে সেবন করতে হয়। চিবিয়ে খাওয়া যাবে না।

ডাক্তারের নির্দেশনা

ওষুধের ডোজ বা ব্যবহারের মেয়াদ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করবেন।

তবে এই ওষুধের ডোজ মিস হলে করণীয় হচ্ছে ডোজের পরবর্তী সময় অনুসরণ করা, ডোজ দ্বিগুণ করবেন না।  othera 20 mg সঠিক নিয়মে সেবন করার বিকল্প নেই। আশা করছি আপনারা তাহলে এই অংশ থেকে othera 20 mg খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন othera 20 mg ট্যাবলেট সেবনে আমাদের দেহে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

othera 20 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া

যেকোনো ওষুধের মতই, অথেরা ২০ সেবনে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হলো -
  • মাথাব্যথা
  • ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য
  • বমি বমি ভাব
  • পেট ব্যথা বা অসস্তি
  • গ্যাস ও ফুলে যাওয়া
কিছু দুর্লভ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে -
  • অ্যালার্জিক রিঅ্যাকশন ( স্কিন র‍্যাশ বা চুলকানি )।
  • লিভারের সমস্যা।
  • ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হওয়া।
  • কিডনির সমস্যার ঝুঁকি।
যদি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।

othera 20 mg এর দাম কত

othera 20 mg ট্যাবলেট মূলত এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ACI Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত  ও উৎপাদন করে থাকে। যার জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মূলত ইসোমিপ্রাজল (Esomeprazole)। আপনারা অনেকেই এই অথেরা ২০ ট্যাবলেট এর দাম সম্পর্কে জানতে চান। 

তাই পোষ্টের এই অংশে আমরা এর বর্তমান দাম তুলে ধরেছি। ডেক্সল্যান ৩০ মিলিগ্রাম ক্যাপসুল প্রতি পিচের দাম হচ্ছে মাত্র ১১ টাকা। আর এক পাতা নিলে দাম পড়বে মূলত ১১০ টাকা। তবে অনেক সময় জায়গা ভেদে এই মেডিসিনের দাম কম-বেশি হয়ে থাকে।

othera 20 mg ব্যবহারের সর্তকতা

Othera 20 ওষুধটি সেবনের বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। সব সময় ডাক্তারের দেয়া পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে। কোন ওষুধে আপনারর যদি এলার্জি থাকে, তাহলে বিষয়টি চিকিৎসককে অবগত করা লাগবে। 

গর্ভাবস্থায় ও স্তন্যদান কালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে হবে। অথেরা ২০ দীর্ঘ মেয়াদী ব্যবহারে হার দুর্বল হতে পারে এবং ভিটামিন বি১২ এর অভাব দেখা দিতে পারে।

othera 20 mg সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

অথেরা ২০ মিগ্রা ট্যাবলেট কিভাবে কাজ করে?

অথেরা ২০ পাকস্থলীর প্রোটন পাম্প বন্ধ করে, অতিরিক্ত এসিড উৎপাদন রোধ করে।

অথেরা ২০ মিগ্রা কতদিন সেবন করা যায়?

চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে। সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে।

অথেরা ২০ মিগ্রা প্রতি পিচ এর দাম কত?

অথেরা ২০ মিগ্রা এর প্রতিটি ট্যাবলেটের দাম প্রায় 11 টাকা।

অথেরা ২০ মিগ্রা কি খালি পেটে খাওয়া যায়?

হ্যাঁ! অথেরা ২০ মিগ্রা খালি পেটে সেবন করা যায়। বরং খালি পেটে সেবন করলে এর কার্যকারিতা বেশি পাওয়া যায়।

othera 20 mg সম্পর্কে লেখকের মতামত

আমরা ইতিমধ্যে othera 20 mg কিসের ঔষধ othera 20 mg এর কাজ কি, dexlan 30 কিসের ঔষধ, othera 20 mg খাওয়ার নিয়ম,  othera 20 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ আলোচনা করেছি। আপনারা হয়তো ইতিমধ্যে এগুলো বিষয়ে একটি পরিস্কার ধারণা পেয়ে গেছেন। তবে othera 20 mg সম্পর্কে যদি আপনার কোন ধরণের প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আজকের লেখা othera 20 mg ট্যাবলেট সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও othera 20 mg ট্যাবলে সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url