dexlan 30 এর কাজ কি? dexlan 30 খাওয়ার নিয়ম ও দাম
আপনি কি dexlan 30 এর কাজ কি তা জানতে চাচ্ছেন? বিগতদিনগুলোর মতো আমরা আজকেও খুবই
জরুরি একটি ওষুধের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমরা
অনেকেই দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি dexlan 30 মিগ্রা ক্যাপসুল।
আমরা এই ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো। তো
আপনি যদি dexlan 30 এর কাজ কি তা জানতে চেয়ে আমাদের এই ব্লগ পোষ্টে এসে থাকেন,
তাহলে আপনি সঠিক তথ্য পেতে ঠিক জায়গাতেই এসেছেন।
কেননা আপনি যদি আজকের এই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে dexlan 30 এর কাজ
কি এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি ডেক্সল্যান ৩০ কিসের ঔষধ, dexlan 30 খাওয়ার
নিয়ম, dexlan 30 mg এর উপকারিতা, dexlan 30 এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম
সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে জানতে পারবেন। তাই অবহেলা না
করে সম্পূর্ণ পোস্টটি শেষ অবদি মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা - dexlan 30
বর্তমানে ডেক্সল্যান ৩০ ক্যাপসুল পেটের এসিড সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায়
ব্যবহার করা হয়। বহুল ব্যবহৃত একটি ওষুধ। আমরা হয়তো অনেকেই এই ক্যাপসুলটি পেটের
সমস্যা দূর করার জন্য ব্যবহার করে থাকি। তবে আজকে এই ক্যাপসুল নিয়ে আলোচনা
শুরু করার আগে আমি আপনাদের একটি বিষয়ে সচেতন করব।
সেটা হচ্ছে শুধু dexlan 30 ক্যাপসুল এর ক্ষেত্রে নয় বরং যেকোনো ধরণের ওষুধ
গ্রহনের পূর্বে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন
করতে হবে। কেননা অতিমাত্রায় বা নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে পার্শ্বপ্রতিক্রিয়া
দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
dexlan 30 ক্যাপসুল মূলত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ibn Sina
Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত ও উৎপাদন করে থাকে। যার
জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে ডেক্সল্যানসােপ্রাজল (Dexlansoprazole। আপনারা অনেকেই
এই ডেক্সল্যান ক্যাপসুল সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।
তাই আজকের পোষ্টের মাধ্যমে আমরা এই ক্যাপসুল সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রদান করার চেষ্টা করব যার মাধ্যমে আপনারা কাংখিত তথ্যাদি জানতে পারবেন বলে
আশাবাদী। তাহলে আসুন, অতিরিক্ত বেশি কথা না বাড়ায়। আমরা মূল আলোচনায় ফিরে প্রথমে
ডেক্সল্যান ৩০ কিসের ওষুধ সেই সম্পর্কে সংক্ষেপে জানবো।
ডেক্সল্যান ৩০ কিসের ঔষধ
ডেক্সল্যান ৩০ মিগ্রা ক্যাপসুল মূলত একটি জনপ্রিয় ওষুধ যা আমাদের পেটের
এসিড সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। ডেক্সল্যান
৩০ মিগ্রা ক্যাপসুলটি মূলত ১ টি কার্যকর উপাদান নিয়ে গঠিত যার নাম হচ্ছে
ডেক্সল্যানসােপ্রাজল (Dexlansoprazole)।
dexlan 30 এর কাজ কি
dexlan 30 ক্যাপসুলের মূল সক্রিয় উপাদান হচ্ছে ডেক্সল্যানসোপ্রাজল, যা প্রোটন
পাম্প ইনভিটর নামক পরিচিত একটি শ্রেণীর ওষুধ। এই ওষুধের জনপ্রিয়তার পাওয়ার ফলে
এটি এখন অনেক ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা হয়তো অধিকাংশ মানুষই dexlan 30 এর কাজ
কি? বিষয়টি সম্পর্কে জানে না। Dexlan 30 মূলত আমাদের দেহের পেটের
বিভিন্ন ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ উপকারি ভূমিকা পালন করে থাকে।
মোটকথা দেহের পাকস্থলীতে এসিড নিয়ন্ত্রণ করে এবং পেটের অন্যান্য যাবতীয়
সমস্যার চিকিৎসায় বেশ কার্যকর। আপনি যদি dexlan 30 এর কাজ কি? তা পরিস্কার
ভাবে বিষয়টি বুঝতে চান, তাহলে Dexlan 30 ক্যাপসুল আসলে কোন কোন রোগের
চিকিৎসায় ব্যবহার করা হয় তা আপনাকে জানতে হবে? এই ওষুধ প্রধানত নিম্নলিখিত
সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় -
📌আরো পড়ুন 👉 alice 12 mg খাওয়ার নিয়ম
- ইরাসিভ ইসোফেজাইটিস: Dexlan 30 মিগ্রা ক্যাপসুল একটি অবস্থা যেখানে ইসোফেগাসের (খাদ্যনালী) আস্তরণ ক্ষতিগ্রস্ত হতে বাধা দেয়।
- গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD): Dexlan 30 মিগ্রা ক্যাপসুল বুক জ্বালা ও অম্লতা সমস্যার চিকিৎসার ক্ষেত্রে অনেক কার্যকর।
- নন-ইরাসিভ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ: উপসর্গ থাকলেও যেখানে খাদ্যনালির ক্ষতি হয়নি, সেখানে Dexlan 30 ব্যবহার করা হয়।
ডেক্সল্যানসোপ্রাজল পাকস্থলীর প্রোটন পামগুলোকে অবরুদ্ধ করে, অতিরিক্ত এসিড
তৈরি হওয়া বন্ধ করে। এটি দীর্ঘস্থায়ী বুক জ্বালা ও এসিড রিফ্লাক্স থেকে
মুক্তি দেয়।
আশা করছি আপনারা তাহলে ইতিমধ্যে dexlan 30 এর কাজ কি তা বুঝতে পেরেছেন। আপনাদের
হয়তো এই বিষয়ে অনেকেরই জানা ছিল না। dexlan 30 এর কাজ কি বা কি কাজ করে সেটা তো
জেনে নিলেন। এবার চলুন dexlan 30 এর উপকারিতা বিস্তারিত জেনে নেওয়া যাক।
dexlan 30 এর উপকারিতা
আপনারা অনেকেই dexlan 30 mg ক্যাপসুল এর উপকারিতা গুলি জানতে চেয়ে
থাকেন। আর আপনার পেটজনিত সমস্যার ক্ষেত্রে ডাক্তার আপনাকে এই ওষুধ সেবন করতে
দিলে সেক্ষেত্রে এই ওষুধের কি কি উপকারিতা রয়েছে সেগুলো বিষয়ে অবগত থাকাটা
জরুরি। আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই dexlan 30 ওষুধের কিছু
গুরুত্বপূর্ণ উপকারিতার নিম্নে উল্লেখ করে দেয়া হলো:--
📌আরো পড়ুন 👉 frulac 40 কিসের ঔষধ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- দ্রুত বুক জ্বালা থেকে মুক্তি: Dexlan 30 ক্যাপসুল নিয়মিত সেবনে বুক জ্বালার উপসর্গ দ্রুত কমায়।
- এসিডের ক্ষয়ক্ষতি প্রতিরোধ: Dexlan 30 ক্যাপসুল নিয়মিত সেবনে পাকস্থলের আস্তরণ রক্ষা করে এবং পেপটিক আলসার প্রতিরোধ করে।
- দীর্ঘমেয়াদি স্বস্তি: GERD এবং ইরাসিভ ইসোফেজাইটিসের জন্য Dexlan 30 ক্যাপসুল সেবন করলে দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করতে সক্ষম।
- সহজ ব্যবহারযোগ্য: Dexlan 30 ক্যাপসুলটি আকারে সহজে গ্রহণযোগ্য।
- নিরাপদ এবং কার্যকর: নিয়মিত ডোজে Dexlan 30 নিরাপদ এবং কার্যকর।
ডেক্সল্যান ৩০ বিভিন্ন পেটের সমস্যার চিকিৎসায় কার্যকর হওয়ার পাশাপাশি,
রোগীর জীবনযাত্রার মান উন্নত করে। আপনি শুনলে অবাক হবেন, dexlan 30 এর
উপকারিতার সাথে কার্যকারিতা অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আবার dexlan 30
খাওয়ার নিয়ম সঠিক হলেই, আপনি এর উপকারিতা ভোগ করতে পারবেন।
আশা করছি আপনারা তাহলে ইতিমধ্যে frulac 20 এর উপকারিতা গুলো জানতে পেরেছেন। এই
বিষয়ে আপনাদের অনেকেরই জানা ছিল না। তাই এই বিষয়ে জেনে আপনার অনেক উপকারে আসবে।
এবার আসুন, dexlan 30 খাওয়ার নিয়ম বা এই ওষুধের ডোজ বা মাত্রা জেনে নেই।
dexlan 30 খাওয়ার নিয়ম
ডেক্সল্যান ৩০ সেবন করার আগে, একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া
আবশ্যক। অনেক মানুষই আছে যারা dexlan 30 খাওয়ার নিয়ম সম্পর্কে জানেনা। সঠিক
ডোজ এবং সময়সূচী নিশ্চিত করার জন্য চিকিৎসকের গাইডলাইন অনুসরণ করা অপরিসীম।
নিচে dexlan 30 খাওয়ার নিয়ম উল্লেখ করা হলো -
ডোজ এবং ব্যবহারের সময়কাল
- ইরাসিভ ইসোফেজাইটিসের চিকিৎসা: সাধারণত ৩০ থেকে ৬০ মিলিগ্রাম ডোজ দিনে ১ বার, ৮ সপ্তাহ পর্যন্ত সেবন করা হয়।
- মেইনটেনেন্স থেরাপি: L ইরাসিভ ইসোফেজাইটিস নিরাময়ের পরে বুক জ্বালা প্রতিরোধের জন্য Dexlan 30 ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে।
- সিম্পটোমেটিক GERD: বুক জ্বালা বা অম্লতা নিরাময়ের জন্য ৩০ মিলিগ্রাম ডোজ দিনে ১ বার, ৪ সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করা হয়।
খাওয়ার নিয়ম
- Dexlan 30 খালি পেটে বা খাবারের পর সেবন করা যায়।
- Dexlan 30 ক্যাপসুলটি সম্পূর্ণ গিলে ফেলুন, চিবাবেন না বা ভাঙবেন না।
- Dexlan 30 প্রতিদিন একই সময়ে সেবন করা ভালো।
* রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন '
ডেক্সল্যান ৩০ সেবন করার নিয়ম আপনারা হয়তো অনেকেই জানতেন না। আশা করছি এই অংশ
থেকে এর ডোজ এবং ব্যবহারের সময়কাল জানতে পেরেছেন। এবার চলুন dexlan 30
মিগ্রা ক্যাপসুলের এর পার্শ্বপ্রতিক্রিয়া বা এই ওষুধ সঠিক নিয়ম না মেনে
সেবন করলে দেহে কি কি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে তা বিস্তারিত জেনে নেই।
dexlan 30 এর পার্শ্বপ্রতিক্রিয়া
ডেক্সল্যান ৩০ মিগ্রা ক্যাপসল সেবনে যদিও অধিকাংশ রোগীর জন্য নিরাপদ তবে
এক্ষেত্রে সঠিক ডোজ ও নিয়ম মেনে চলা জরুরি। তবুও কিছু কিছু ক্ষেত্রে মানে
আপনি যদি এই মেডিসিন অতিরিক্ত বা নিয়ম মেনে না সেবন করলে বেশ কয়েকটি সাধারণ
অথবা বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া গুলো উল্লেখ করা হলো -
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
- মাথা ঘোরা
- বমি বমি ভাব
- ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য
- পেটব্যথা
- গলা শুকিয়ে যাওয়া
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া
- এলার্জির প্রতিক্রিয়া
- লিভার ফাংশনে সমস্যা
- দীর্ঘ মেয়াদে ক্যালসিয়ামের অভাবে হাড় দূর্বলতা ইত্যাদি।
তবে একটা বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে সেটি হচ্ছে উল্লিখিত
পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে
আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আর আরেকটি বিষয় হচ্ছে শুধুমাত্র যে উপরের উল্লিখিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
দিবে বিষয়টি কিন্তু এমন নয়। অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে উল্লিখিত
ক্ষতিকর প্রভাব ছাড়াও দেহে অন্যান্য ক্ষতিকর প্রভাব গুরুতর আকার ধারণ করেছে,
তাহলে এক্ষেত্রেও আপনাকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তো আশা করছি আপনারা তাহলে ইতিমধ্যে dexlan 30 এর পার্শ্বপ্রতিক্রিয়া জানতে
পেরেছেন। dexlan 30 মিগ্রা ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া বা এই ওষুধ সেবনে
আমাদের দেহে যেসব ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে সেটা তো জেনে নিলেন। এবার
চলুন ডেক্সল্যান ৩০ এর দাম তা জেনে নেওয়া যাক।
ডেক্সল্যান ৩০ এর দাম
dexlan 30 ক্যাপসুল মূলত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ibn Sina
Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত ও উৎপাদন করে থাকে। যার
জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে ডেক্সল্যানসােপ্রাজল (Dexlansoprazole। আপনারা
অনেকেই এই ডেক্সল্যান ক্যাপসুল সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন।
তাই পোষ্টের এই অংশে আমরা এর বর্তমান দাম তুলে ধরেছি। ডেক্সল্যান ৩০
মিলিগ্রাম ক্যাপসুল প্রতি পিচের দাম হচ্ছে মাত্র ১০ টাকা। আর এক পাতা নিলে
দাম পড়বে মূলত ১০০ টাকা। তবে অনেক সময় জায়গা ভেদে এসব মেডিসিনের দাম কম-বেশি
হয়ে থাকে।
dexlan 30 সম্পর্কিত কিছু প্রশ্নউত্তর
dexlan 30 কিভাবে কাজ করে থাকে?
dexlan 30 পাকস্থলের এসিড উৎপাদন কমিয়ে দেয় এবং বুক জ্বালা ও এসিড
রিফ্লাক্স সমস্যার সমাধান করতে সাহায্য করে।
dexlan 30 কি খাবারের সাথে খাওয়া উচিত?
dexlan 30 খালি পেটে বা খাবারের পরে খাওয়া যেতে পারে। চিকিৎসকের নির্দেশনা
অনুসরণ করাটা গ্রহণযোগ্য।
dexlan 30 গর্ভাবস্থায় সেবন করা কি নিরাপদ?
গর্ভাবস্থায় dexlan 30 সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
dexlan 30 কতদিন ধরে সেবন করা যায়?
সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত সেবন করা হয়। তবে চিকিৎসকের নির্দেশনা মেনে
এর বেশি বা কম দিন সেবন করা যেতে পারে।
dexlan 30 শিশুদের জন্য কি উপযুক্ত?
শিশুদের জন্য dexlan 30 ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া
উচিত।
dexlan 30 সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে dexlan 30 এর কাজ কি, dexlan 30 কিসের ঔষধ, dexlan
30 খাওয়ার নিয়ম, dexlan 30 এর উপকারিতা, dexlan 30 এর
পার্শ্বপ্রতিক্রিয়া ও দামসহ আলোচনা করেছি। আপনারা হয়তো ইতিমধ্যে এগুলো
বিষয়ে একটি পরিস্কার ধারণা পেয়ে গেছেন। তবে dexlan 30 সম্পর্কে যদি
আপনার কোন ধরণের প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে
পারেন।
আজকের লেখা dexlan 30 ক্যাপসুল সম্পর্কিত আর্টিকেলেটি আপনার ভালো
লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে তারাও
dexlan 30 ক্যাপসুল সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম
হবেন। বিভিন্ন ট্যাবলেট ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ
আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url