রিডোমিল গোল্ড এর কাজ কি - রিডোমিল গোল্ড এর দাম কত
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা পরিবার পরিজনদের নিয়ে সবাই
ভালো আছেন। আমরা আজকেও বিগতদিনগুলোর মত একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির
হয়েছি। রিডোমিল গোল্ড এর দাম কত ও রিডোমিল গোল্ড সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য
আলোচনা করবো। রিমোডিল গোল্ড ছত্রানাশক দমন করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে।
আপনি কি রিডোমিল গোল্ড সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের এই পোষ্টটি
আপনার জন্য।
কেননা আপনি যদি আমাদের সাথে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকেন, তাহলে রিডোমিল গোল্ড
এর দাম কত? এই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি রিডোমিল গোল্ড এর কাজ কি, রিডোমিল
গোল্ড এ কি কি উপাদান রয়েছে,রোমোডিল গোল্ড ব্যাবহার এর নিয়ম, রিমোডিল গোল্ড কোন
ফসলে ব্যবহার করা যায়, ইত্যাদি সহ রিমোডিল গোল্ড সম্পর্কে বিভিন্ন
প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। তাই অবহেলা না করে শেষ অবদি সম্পূর্ণ
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা - রিডোমিল গোল্ড
রিডোমিল গোল্ড হচ্ছে মূলত একটি জনপ্রিয় ছত্রাকনাশক। যা কৃষকদের কাছে খুবই
জনপ্রিয় একটি নাম। এটি ব্যবহারে সহজেই ক্ষেতের বিভিন্ন রোগ নিষ্কাশন করা
যায়। অনেক কৃষক রয়েছেন যাদের ক্ষেত্রে বিভিন্ন রোগ নিষ্কাশন করা নিয়ে
বেশ চিন্তিত থাকেন যে ক্ষেতে ফসলের রোগ নিষ্কাশন করতে কি ব্যবহার করা যেতে পারে।
তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই।
আমরা মূলত তাদের সুবিধার কথা ভেবের এই পোষ্টটিতে এই ছত্রাকনাশক রিডোমিল গোল্ড এর
কাজ কি ও রিডোমিল গোল্ড নিয়ে বিভিন্ন জরুরি দিকগুলো আলোচনা করেছি। আমরা
রিডোমিল সম্পর্কে আপনাদের এমন কিছু জরুরি তথ্য প্রদান করার চেষ্টা করব যার
মাধ্যমে উপকৃত হতে পারবেন।
তাই যেসব কৃষকরা এই ছত্রাকনাশক নিজের ক্ষেত্রে ব্যবহার করার চিন্তা করছেন তাদের
প্রত্যেকেরই আজকের আলোচ্য বিষয় গুলো জেনে রাখাটা অনেক জরুরী। কেননা আপনি যখন
আপনার ক্ষেতে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন তার আগে অবশ্যই সেই
ছত্রাকনাশক অর্থাৎ রিডোমিল গোল্ড সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে
হবে।
রিডোমিল গোল্ড এর উপাদান
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রিডোমিল গোল্ড কি কি উপাদান বিদ্যামান রয়েছে।
মূলত রিডোমিল গোল্ড হচ্ছে একটি ছত্রাকনাশক যার মধ্যে মোট দুইটি উপাদান বিদ্যমান
থাকে। প্রথমটি হল মেটাল্যাক্সিল M বা মেফোনোক্সাম ৪% এবং দ্বিতীয়টি হল
ম্যানকোজেব (Mancozeb) ৬৪%। আসলে রিডোমিল গোল্ড এই দুটি উপাদানের সমন্বয়ের
মাধ্যমে উৎপাদন হয়।
রিডোমিল গোল্ড এর উৎপাদনের মূল উদ্দেশ্যটা হয়ত অনেকেরই অজানারা এর মূল উদ্দেশ্য
হলো আলু. পালং শাক, মরিচ, পুঁইশাক, বেগুন ইত্যাদি সহ আরো অন্যান্য সবজিতে
ছত্রাক নামক যে রোগ গুলো দেখা দেয় সেগুলোকে দমন করা। আশা করছি রিডোমিল গোল্ড এর
উপাদান সম্পর্কে জানতে পেরেছেন। এবার আসুন, রিডোমিল গোল্ড এর কাজ কি বা
রিডোমিল গোল্ড কি কাজ করে তা জানবো।
রিডোমিল গোল্ড এর কাজ কি
আপনি যদি রিডোমিল গোল্ড এর কাজ কি তা জানতে চান তাহলে পোস্ট এর অংশটি আপনারা
মনোযোগ সহকারে পড়ুন। তাহলে এ বিষয়ে একটি ক্লিয়ার ধারনা পেয়ে যাবেন। রিডোমিল
গোল্ড ছত্রাকনাশক ঔষুধ টী মূলত সিনজেনটা কোম্পানিরএকটা ওষুধ।
📌আরো পড়ুন 👉রেবিস ভ্যাকসিন দেওয়ার নিয়ম
আর এই রিডোমিল গোল্ড এর কাজ কি হচ্ছে ফসলের ভিতরের দিকে পাতা কুশি এমনকি ফসলের
পাতাকে ছত্রাকের আক্রমন থেকে মুক্তি দিতে এই ছত্রাক নাশক ঔষুধ খুবই কার্যকরী
ভূমিকা পালন করে থাকে। রিমোডিল তার গুনগত কারনে গাছের ভিতরে্র অংশে খুব সহজেই
ঢুকে যায় এবং উপর থেকে ধাবমান হয়ে পুরো গাছে সমান ভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়।
আপনার ফসলের ছত্রাক জনীত যতগুলো সম্যাসা রয়েছে সেগুলো বৃদ্ধি বন্ধ করে দিতে
সক্ষম এই রিডোমিল গোল্ড। নতুন কিছু পাতা ও ডগার পাতার মধ্যে অনায়াসে পৌঁছে যাই
এই রিডোমিল গোল্ড। যা ফসলের প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে কাজ করে এবং এর
পাশাপাশি ফসল ছত্রাক জনীত স্যামসা থেকে রেহায় পায়। স্পর্শ গুণের কারণে ছত্রাক
এই স্পর্শে আসা মাত্র মারা যায়।
এই রিডোমিল গোল্ড ছত্রাকের বংশবৃদ্ধি বন্ধ করতে এর কার্যক্ষমতা অপরিসিম।
এটি ফসলের বাইরে থেকে আবরণ তৈরি করে যা পাতা কুশি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা
করে। মোটকথা এই রিডোমিল গোল্ড ছত্রাক জনীত সকল স্যামসা থেকে মুক্তি দেয়।
তাই আপনার ফসলে যদি ছত্রাক আক্রমণ করে তাহলে আপনি চাইলে এই রিডোমিল গোল্ড
ব্যবহার করতে পারেন। আশা করছি, রিডোমিল গোল্ড এর কাজ কি সেই সম্পর্কে বুঝতে ও
জানতে পেরেছেন, এবার চলুন, রিডোমিল গোল্ড সিনজেনটা সম্পর্কে বিস্তারিত তথ্য
সমুহ জেনে নেই ।
রিডোমিল গোল্ড সিনজেনটা
আপনারা অনেকেই রিডোমিল গোল্ড সিনজেনটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
তাই পোষ্ট এর অংশে আমরাীই বিষয়ে তুলে ধরেছি। আসুন দেরি না করে এই বিষয়ে জেনে
নেওয়া যাক।
- রিডোমিল গোল্ড MZ ৬৮ WG সিনজেনটা কোম্পানির।
- ব্যবহার যোগ্য হলো এর দানাদার।
- এটি ওজনে ১০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
- এটির হলুদ বা গারো বাদামি রঙের হয়ে থাকে।
- এই পণ্যটি মূলত ফ্রান্সে তৈরি হয়।
রিডোমিল গোল্ড কোন ফসলে ব্যবহার করা যায়
রিডোমিল গোল্ড কোন ফসলে ব্যাবহার করা যায় এই বিষয়ে বিস্তারিত জানতে হলে পোষ্টের
এই অংশটি মনোযোগ সহকারে পড়ুন। আপনারা অতিমধ্যে জেনেছেন যে রিডোমিল গোল্ড হচ্ছে
ছত্রানাশক একটা ঔষধ । এটা প্রতিটা ফসল এর জন্য কার্যকরী নয় তবে কিছু কিছু ফসলে
এটা বেশ ভালো কাজ করে।
রিমোডিল গোল্ড মূলত আলু ক্ষেতে ছত্রাক দমনে বেশি কার্যকরী । এছাড়া আপনি যদি
আপনার মরিচ গাছে্র গোরাই গোরাই এটি স্প্রে করেন তাহলে মরিচ গাছের গোড়া প্রচা
থেকে খুব থেকে রেহায় পাবে। এছাড়াও লাউ, বেগুন, পটল, পালং শাক ইত্যাদি ফসলে
ছত্রাক দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
আপনার ফসলে যদি খুব বেশি ছত্রাক হয় তাহলে আপনি চাইলে এই রিডোমিল গোল্ড ব্যবহার
করতে পারেন। তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। তো আশা করছি রিমোডিল গোল্ড কোন
ফসলে ব্যবহার করা যায় তা জানতে পেরেছেন। তবে এর সঠিক কার্যকারিতা পেতে হলে
সঠিক ব্যবহারের জানতে হবে তাই এবার চলুন, রিডোমিল গোল্ড ব্যাবহার এর নিয়ম
সম্পর্কে বিস্তারিত জেনে নেই। শ
রিডোমিল গোল্ড ব্যবহার এর নিয়ম
রিডোমিল গোল্ড ব্যবহারের সঠিক নিয়ম জেনে নেওয়াটা খুবই জরুরি। কেননা আপনি যদি এর
সঠিক কার্যকারিতা পেতে চান, তাহলে সঠিক ব্যবহারের জানতে হবে। এর ব্যবহার আমরা
অতি সংক্ষেপে আলোচনা করবো। যাতে আপনারা খুব সহজেই রিডোমিল গোল্ডের ব্যবহার
সম্পর্কে জানতে পারেন।
প্রতি এক কেজি রিডোমেল গোল্ড এ মেটাল্যাক্সিল ৪০ গ্রাম এবং ম্যানকোজেব ৬৪০
গ্রাম বিদ্যমান থাকে। এর কার্যকারিতা সাধারনত ১০ থেকে ১৪ দিন অবদি থাকে।
আপনার ক্ষেতে চাষের পরে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। সে ক্ষেত্রে শুধু সারিটা
ভেজালেই হবে।পরবর্তীতে যখন আপনার ফসলগুলো বড় হবে তখন প্রতি শতাংশে ১০ গ্রাম
করে রিডোমিল গোল্ড নিয়ে পানির সাথে ভালোমতো মিশিয়ে ক্ষেতে প্রয়োগ করতে
হবে।
যদি ক্ষেতে ছত্রাকের সংখ্যা খুব বেশি লক্ষ্য করেন, তাহলে তখন সপ্তাহে ৭ দিনই
স্প্রে করতে হবে।এভাবে এটি ক্ষেত্রে ব্যবহার করলে দেখবেন অনেক ভালো ফলাফল পেয়ে
গেছেন। তাহলে আশা করি আপনারা আপনার ফসলে উপরোক্ত বা সঠিক নিয়মে রিডোমিল
গোল্ড ব্যবহার করবেন। এ আমরা জানবো রিডোমিল গোল্ড এর দাম কত সেই সম্পর্কে
বিস্তারিত তথ্য সমূহ।
রিডোমিল গোল্ড এর দাম কত
রিডোমিল গোল্ড এর দাম কত তা আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলের কাছে জানতে চান।
যার ফলে বিভিন্ন ব্যবসায়ীরা আপনাকে ঠকিয়ে বেশি দাম চেয়ে বশে। তাই আজকে আমরা
আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের এই অংশে রিডোমিল গোল্ড এর দাম কত সেই
সম্পর্কে জানিয়ে দিব।
রিডোমিল গোল্ড এর দাম হলো ১৬০ থেকে ১৭০ টাকা। মানে প্রতি ১ প্যাকেট নিতে হলে
আপনাকে ১৭০ টাকার মতো খরচ করতে হবে। এ ছাড়া স্থানভেদে এর দাম কিছুটা কম বেশি
হতে পারে। কোনো জায়গায় যদি পাইকারি সেল দেয় তাহলে আপনি সেখান থেকে কিছুটা কম
দামে পেতে পারেন ।
রিডোমিল গোল্ড মূলত প্রতি ১০০ গ্রাম ও ৫০০ গ্রাম প্যাকেট করে বাজারজাত করা হয়।
এটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে। এছাড়া মানুষ ও পশুখাদ্য
থেকে দূরে নিরাপদ স্থানে রাখবেন। আর এর খালি প্যাকেটগুলো অন্য কোনো কাজে
ব্যবহার করা উচিত নয়, প্যাকেট নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলবেন। আশা করি
রিডোমিল গোল্ড এর দাম কত তা জানতে পেরেছেন।
রিডোমিল গোল্ড সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে রিডোমিল গোল্ড এর দাম কত ও রিডোমিল গোল্ড এর কাজ কি এবং রিডোমিল
গোল্ড সম্পর্কে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যাবতীয় তথ্য
আলোচনা করেছি। আপনারা এতক্ষণে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এই সম্পর্কে বিস্তারিত
জানতে পেরেছেন। তবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট বক্সে
কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের আজকের লেখা রিডোমিল গোল্ড এর বিভিন্ন তথ্য সম্পর্কিত আর্টিকেলেটি
আপনার ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত কৃষকদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে
তারাও রিডোমিল গোল্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে সক্ষম হবেন। বিভিন্ন
স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে হলে আমাদের সাইটটি
নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url