montair 10 এর কাজ কি - montair 10 এর দাম ও খাওয়ার নিয়ম

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমরা একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে Montair 10 এর কাজ কি ও Montair 10 খাওয়ার নিয়ম সম্পর্কে। আপনি কি অ্যাজমা, রাইনেটিস, এলার্জি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন? তাহলে আজকে আমরা এই সম্পূর্ণ পোস্ট জুড়ে যেই ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওষুধটি আপনার জন্য অনেক উপকারে আসতে পারে।
Montair 10 এর কাজ কি - Montair 10 খাওয়ার নিয়ম

কেননা আপনি যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন তাহলে শুকনো Montair 10 এর কাজ কি এই বিষয়ে জেনে নেওয়ার পাশাপাশি Montair 10 খাওয়ার নিয়ম, Montair 10 কোন রোগের ঔষধ, Montair 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া, montair 10 এর দাম কত ইত্যাদিসহ আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - montair 10

আপনারা অনেকেই আছেন যাদের প্রতিনিয়ত অ্যাজমা, রাইনেটিস, এলার্জি এবং শ্বাসকষ্টর সমস্যা দিন দিন বেড়েই চলেছে যার ফলে তারা বিভিন্ন রকম বিভ্রান্তির সম্মুখীন হতে হচ্ছে। আমরা অনেকেই হয়তো এ ধরণের সমস্যার জন্য Montair 10 ট্যাবলেট সেবন করার কথা চিন্তা ভাবনা করছেন। তবে এই ধরণের সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেট অনেক উপকারী। তাই এই ওষুধ সম্পর্কে আমাদের জানতে হবে। 

তাই আজকের এই পোষ্টের সাহায্যে আমরা আপনাদের যাদের অ্যাজমা, রাইনেটিস, এলার্জি ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া জন্য এই ওষুধ সেবনের নিয়ম সহ আরও অন্যান্য বিষয়ে এমন কিছু তথ্য জানানোর চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন। মূলত বিশেষজ্ঞ ডাক্তাররা সবসময় রোগীর দেহের অবস্থা বুঝে এই ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। 

এই ওষুধ নিয়ম মাফিক সেবনের ফলে অনেকেরই খুব দ্রুত এই জাতীয় যে সমস্যাগুলো ভালো হয়ে যায়। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে যায় আমরা প্রথমে জানবো Montair 10 কোন রোগের ঔষধ? সের সম্পর্কে বিস্তারিত তথ্য। 

Montair 10 কোন রোগের ঔষধ

আপনারা অনেকেই কোন রোগের ঔষধ বা এই ওষুধ কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে অবগত নন। এজন্য হয়তো এ বিষয়ে জানার জন্য গুগলের কাছে সার্চ করে থাকেন। তাই আমি পোষ্টের শুরুতেই মনটেয়ার কিসের বা কোন রোগের ওষুধ তা নিয়ে আলোচনা করেছি। এই ওষুধটি মূলত আমাদের দেহের নানান ধরণের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন-
  • এজমা বা হাঁপানির
  • অ্যালার্জিক রাইনাইটিস
  • এলার্জির একটি কার্যকরী ঔষধ।
আপনি যদি প্রতিনিয়ত এজমা কিংবা অ্যালার্জিক রাইনাইটিস সমস্যার খোজ করে থাকেন তাহলে এই ওষুধ একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করছি আপনারা এই অংশ থেকে Montair 10 কোন রোগের ঔষধ সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, Montair 10 এর কাজ কি তা জেনে নেওয়া যাক।

montair 10 এর কাজ কি

আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রতিটা মেডিসিনেরই একটি নির্দিষ্ট কার্যকারিতা রয়েছে। তাই মনটেয়ার ১০ মিগ্রা নিশ্চয় তার ব্যতিক্রম নয়। আপনারা অনেকেই Montair 10 এর কাজ কি তা জানতে চেয়েছেন। তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে এই বিষয়ে তুলে ধরেছি। এই ওষুধের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে এই অংশটি মনোযোগ সহকাড়ে পড়ুন। 
আমাদের দেহের শরীরের বিভিন্ন অ্যালার্জিক রাইনাইটিস নিরাময় করাই হচ্ছে এই ওষুধের মূল কাজ। আবার এজমা বা হাঁপানির সমস্যা নিরাময়ের ক্ষেত্রেও উপকারি ভূমিকা পালন করে থাকে। তবে এছাড়া এই ওষুশের আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে যেমনঃ
  • অ্যাজমার প্রোফিল্যাক্সিস চিকিৎসায় কার্যকরী
  • ক্রনিক চিকিৎসায় কার্যকরী
  • ব্যায়ামজনিত ব্রঙ্কোকনস্ট্রিকশন প্রতিরোধে
  • শ্বাসকষ্ট দূর করতে এই ওষুধ কার্যকরী 
  • আবার অনেকে দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত সমস্যয় কার্যকরী 
  • যাদের বুকের ভেতরে হাঁসফাঁস বা শব্দ হয় তাদের ক্ষেত্রে কার্যকরী  
  • এই ঔষধ সেবনে কাশির সমস্যা দূর করার ক্ষেত্রে কার্যকরী ইত্যাদি।
মূলত উল্লেখিত সমস্যার ক্ষেত্রে এই ওষুধ খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাহলে বলাই যায় যে এই ওষুধের মূল কাজ হচ্ছে এজমা বা হাঁপানি এবং বিভিন্ন অ্যালার্জিক রাইনাইটিস নিরাময় করা। আশা করছি আপনারা এই অংশ থেকে Montair 10 এর কাজ কি সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, Montair 10 খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক।

montair 10 খাওয়ার নিয়ম

উপরের অংশ থেকে আপনারা হয়তো ইতিমধ্যে মনটেয়ার ১০ এর কাজ কি সেই সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি অ্যাজমা, রাইনেটিস, এলার্জি এবং শ্বাসকষ্টের সমস্যা দূর করার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে চান, তাহলে সেবনের সঠিক নিয়ম সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ কর জেনে নিতে হবে।

আমরা নিম্নে রোগ ও বয়স মোতাবেক এই ওষুধের স্বাভাবিক মাত্রা তুলে ধরেছি। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সঠিক নিয়ম জেনে নেই। 

রোগ অনুযায়ী সেবনের নিয়মঃ
  • হাঁপানি রোগের ক্ষেত্রে মনটেয়ার ১০ মিগ্রা সন্ধ্যায় ১ বার খেতে হয়। 
  • ইআইবি প্রতিরোধের ক্ষেত্রে ব্যায়াম করার মিনিমাম কমপক্ষে ২ ঘন্টা আগে ১ টি খেতে হয়। 
  • মৌসুমি এলার্জি রাইনাইটিস এর ক্ষেত্রে প্রতিদিন ১০ মিগ্রা  ১ টি করে দিনে ১ বার খেতে হয়। 
  • চিরস্থায়ী এলার্জি রাইনাইটিস এর ক্ষেত্রে প্রতিদিন ১০ মিগ্রা ১ টি করে ১ বার খেতে হয়। 
বয়স অনুযায়ী সেবনের নিয়মঃ
  • ১৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে Montair 10 mg ১ টি খেতে হয়।
  • ৬ থেকে ১৪ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে Montair 5 mg একটি ট্যাবলেট।
  • ২ থেকে ৫ বছর বয়সী রোগীদের ক্ষেত্রে Montair 4 mg একটি ট্যাবলেট।
মনে রাখবেন Montair 10 mg ট্যাবলেটটি শুধু মুখে সেবন করতে হয়।এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং অবশ্যই ভরা পেটে সেবন করা যায়। আশা করছি আপনারা এই অংশ থেকে Montair 10 খাওয়ার নিয়ম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, Montair 10 পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

montair 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনারা হয়তো জানেন যে প্রতিটা ওষুধেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমান হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। Montair 10 mg এর ক্ষেত্রে নিশ্চয় তার ব্যতিক্রম নয়। আপনি যদি অতিমাত্রায় এই ওষুধ সেবন করে ফেলেন তাহলে দেহে বেশ কয়েকটি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে যেমনঃ
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে
  • জ্বর হওয়া
  • ডায়রিয়া হওয়া
  • মাথাব্যাথা করা
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • ত্বকের বিরুপ প্রতিক্রিয়া দেখা দেওয়া
  • পরিপাকতন্ত্রের অস্বস্তি বোধ করা
  • ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রামক ইত্যাদি।
অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে
  • মাথা ঘোরা
  • রক্তক্ষরণ
  • বিরক্তিভাব
  • তন্দ্রাচ্ছন্নতা
  • হতাশা বোধ
  • দুর্বলতা ভাব
  • দুশ্চিন্তা করা
  • স্নায়ুবিক যন্ত্রণা
  • পেশীর বেদনা
  • অসুস্থতাবোধ করা
  • মাংস পেশির বেদনা হওয়া
  • অস্বাভাবিক অনুভূতি ভাব
  • অস্বাভাবিক আচরণ করা
  • ঘুমের সমস্যা এবং মুখ শুষ্কতা।
বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে
  • রিথেমা নোডাসাম
  • লিভারের সমস্যা
  • বুক ধড়ফড় করা
  • আত্মহত্যার প্রবণতা
  • শারীরিক কম্পনন
  • হ্যালুসিনেশন
  • এনজিওডিমা
  • পালমোনারি ইউওসিনোফেলিয়া
  • মনোযোগহীনতা ভাব ইত্যাদি।
আমাদের সকলেরই উচিত এই ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অনুযায়ী সেবন করা। তাছাড়া আপনি যদি এর বাইরে কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ করেন, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আশা করছি আপনারা এই অংশ থেকে Montair 10 এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন, montair 10 এর দাম কত তা জেনে নেই। 

montair 10 এর দাম কত

আপনারা অনেকেই montair 10 বিভিন্ন এজমা বা হাঁপানি ও অ্যালার্জিক রাইনাইটিস নিরাময় এর জন্য জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। এটি মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারজাত করে  থাকে। এর জেনেটিক বা গ্রুপ নাম হচ্ছে মন্টেলুকাস্ট সোডিয়াম।

প্রতি পিচ montair 10 এর দাম হচ্ছে প্রায় ২৮ টাকা, মনটেয়ার ট্যাবলেট ৪ মিলিগ্রাম প্রতি পিচ এর দাম ৭ টাকা। এবং মনটেয়ার ট্যাবলেট ৫ মিলিগ্রাম প্রতি পিচ এর দাম ৮ টাকা। আপনি যেকোনো ওষুধের দোকান থেকে এই মেডিসিনটি কালেক্ট করতে পারবেন। আর একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই ওষুধের মেয়াদ আছে কিনা তা দেখে অবশ্যই ক্রয় করবেন। 

যদি এই মনটেয়ার ওষুধের মেয়াদ খুব অল্প সময়ের জন্য থাকে তাহলে কিনবেন না। আবার এই বিষয়েও নজর রাখবেন যে এই ওষুধ সরকার কর্তিক অনুমোদিত কি না সেদিকে লক্ষ্য রেখে ক্রয় করবেন। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন। আশা করছি আপনারা এই অংশ থেকে montair 10 mg এর দাম কত তা জানতে পেরেছেন। 

montair 10 সম্পর্কে লেখকের মতামত

আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করেছি। আমরা এখানে Montair 10 এর কাজ কি, Montair 10 খাওয়ার নিয়ম, Montair 10 এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং Montair 10  ট্যাবলেট সংক্রান্ত আরও জরুরি বিষয়গুলো আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

Montair 10 mg ট্যাবলেট সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই Montair 10 mg ট্যাবলেট এর বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url