lumona 10 কিসের ওষুধ, লুমনা ১০ এর কাজ কি ও খাওয়ার নিয়ম

প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমরা আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে lumona 10 কিসের ওষুধ সম্পর্কে। আপনি কি হাঁপানি, এজমা এবং শ্বাসকষ্টতে ভুগছেন? তাহলে আজকে আমরা এই সম্পূর্ণ পোস্ট জুড়ে যেই ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই ওষুধটি সেবন করলে আপনার জন্য অনেক উপকারে আসতে পারে।
লুমনা ১০ এর কাজ কি

আমরা এই আর্টিকেলে lumona 10 কিসের ওষুধ ও লুমনা ১০ এর কাজ কি সেই বিষয়ে আলোচনা করার পাশাপাশি লুমনা ৪ ট্যাবলেট এর কাজ কি, লুমনা ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, লুমনা ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া, লুমনা ১০ এর দাম কত ইত্যাদি সহ এই আমাশয় রোগ সম্পর্কে আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ

lumona 10

আমরা অনেকেই হাঁপানি, এজমা এবং শ্বাসকষ্টের সমস্যা দিন দিন বেড়েই চলেছে যার ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেকেই হয়তো এ ধরণের সমস্যার জন্য লুমনা ১০ ট্যাবলেট সেবনের কথা চিন্তা ভাবনা করছেন। তবে এই হাঁপানি, এজমা এবং শ্বাসকষ্ট সমস্যার ক্ষেত্রে এই ঔষধ অনেক কাজে দেয়। তাই আমাদের সকলেই এই ওষুধ জানতে হবে। 

তবে আমরা আজকে এসব রোগের ক্ষেত্রে লুমনা ১০ঔষধের নাম তুলে ধরার আগে আপনাকে একটি বিষয়ে সচেতন করব সেটা হচ্ছে এই ধরণের জটিল রোগের ক্ষেত্রে ওষুধ সেবন করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এর পরে সেবন করার চিন্তা করতে হবে। 

তাই আজকের এই পোষ্টের সাহায্যে আমরা এই ধরণের সমস্যা মোকাবেলা করার জন্য এই লুমনা ১০ ওষুধ সম্পর্কে আপনাকে এমন কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন বলে আশাবাদী। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে যায় আমরা। lumona 10 কিসের ওষুধ আমরা প্রথমে এই সম্পর্কে সংক্ষেপে জেনে নিব। 

lumona 10 কিসের ওষুধ

আপনারা অনেকেই লুমনা ১০ কিসের ওষুধ তা জানতে চেয়েছেন। তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে এই বিষয়ে তুলে ধরেছি। লুমনা ১০ মূলত হাঁপানি, এলার্জি এবং শ্বাসকষ্ট  রোগের ওষুধ। যারা এজমা হাঁপানি শ্বাসকষ্ট রোগে প্রতিনিয়ত ভুগছেন তাদের জন্য ডাক্তাররা এই ওষুধ সেবন করার কথা বলেন।
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দীর্ঘ সময় ধরে হাঁপানিতে ভুগছেন এবং তারা যদি এই হাঁপানি দূর করার জন্য ডাক্তারের কাছে যায় তাহলে ডাক্তাররা এই ওষুধ খাওয়ার কথা বলে থাকে। এছাড়া অনেকের মধ্যে মৌসুমী এলার্জির সমস্যা হয়ে থাকে।

অর্থাৎ বলতে গেলে গরম এর সিজিনে এক রকমের অ্যালার্জি আর শীতে অন্য রকমের অ্যালার্জি হয়। মৌসুমী এলার্জি থেকে রেহায় পাওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা লুমনা ১০ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এক ধরনের এলার্জি রয়েছে যার কারণে চোখ মুখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়া শুরু হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই এলার্জিকে ঠান্ডা জনিত অ্যালার্জি বলে।

এরকম এলার্জি দেখা দিলে লুমনা ১০ খেলে খুব দ্রুত আরাম পাওয়া যায়। লুমনা ১০ ট্যাবলেট যাদের বয়স মূলত ১৫ বছরের উপরে তাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা এই অংশ থেকে lumona 10 কিসের ওষুধধ সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, lumona 10 এর কাজ কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।  

lumona 10 এর কাজ কি

লুমনা ১০ এই ওষুধের কাজ কি সেটা জানার আগে আপনাকে জানতে হবে এই ওষুধ কোন বয়সের মানুষের জন্য তৈরি করা হয়েছে। লুমনা ১০ ওইসব বয়সের মানুষের জন্য যাদের বয়স ১৫ বছরের উপরে। 15 বছরের নিচে কোন মানুষের জন্য এই ওষুধ খাওয়া উচিত নয়। এ ওষুধ যে রোগের জন্য তৈরি করা হয়েছে।

যদি রোগের স্থায়িত্বকাল ১২ মাস বা ১ বছরের বেশি হয় তাহলেই এই ওষুধ সেবন করবে তাছাড়া এই ওষুধ এর চেয়ে কম মিঃ গ্রাঃ সেবন করবে। অ্যাজমা এবং হাঁপানি প্রতিরোধ করতে ডাক্তাররা এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকে। এই ওষুধ দীর্ঘস্থায়ী কালের হাঁপানি ভালো করতেও সাহায্য করে। 

এলার্জির কারণে হাঁচি কাশি হওয়া চোখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া এসব সমস্যা ভালো করতেও কাজ করে। লুমনা ১০ মৌসুমী কালের এলার্জি ভালো করতেও সাহায্য করে ওষুধ। ১৫ বছরের উপরে যারা রয়েছেন তারা প্রতিদিন লুমনা ১০ এক পিস করে খাবেন এর বেশি কখনোই খাবেন না। এ ওষুধ কখনোই নিজের মন মত খাবেন না। 

ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার যদি খেতে বলে তাহলে এ ওষুধ খাবেন অন্যথায় এ ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। আশা করছি আপনারা এই অংশ থেকে lumona 10 এর কাজ কি সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, লুমনা ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। 

লুমনা ১০ খাওয়ার নিয়ম

লুমনা ১০ ট্যাবলেট গ্রহনে আপনি তখনই উপকার পাবেন যখন আপনি এই ওষুধটি সঠিক নিয়ম অনুযায়ী সেবন করবেন। তাই আপনাদের অবশ্যই লুমনা ১০ ট্যাবলেট সেবনে সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে চলুন, আমরা নিচের অংশ থেকে লুমনা ১০ খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।
  • প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্র ১০ মিলিগ্রাম ১ টি ট্যাবলেট ভরা পেতে প্রতিদিন সন্ধ্যায় সেবন করতে হবে।
  • ৬ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্র ৫ মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায় সেবন করতে হবে।
  • ২ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ৪ মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায়
২ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই লুমনা ১০ ট্যাবলেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না। আশা করছি আপনারা এই অংশ থেকে লুমনা ১০ খাওয়ার নিয়ম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, লুমনা ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেওয়া যাক।  

lumona 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া

আপনারা সকলে জানেন ওষুধ অতিরিক্ত গ্রহন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়াও কোন কারণ ছাড়া ওষুধ খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তেমনি লুমনা ১০ ট্যাবলেট সঠিকভাবে গ্রহণ না করলে অথবা অধিক মাত্রায় খেয়ে ফেললে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবার চলুন আর কথা না বাড়িয়ে লুমনা ১০ এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখে নেই।
  • জ্বর
  • ডায়রিয়া
  • মাথাব্যথা
  • বমি হওয়া
  • ত্বকে হ্রাস বের হওয়া
উপরোক্ত সমস্যা গুলো যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে এগুলো এই ওষুধের সাধারণ ক্ষতকির প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো মূলত অস্বাভাবিক যেমনঃ
  • রক্তক্ষরণ হওয়া
  • বিরক্তিভাব
  • অসুস্থতাবোধ করা
  • মাংস পেশির বেদনা
  • অস্বাভাবিক অনুভূতি হওয়া
  • খিঁচুনি ভাব
  • স্নায়ুবিক যন্ত্রণা করা
  • দুশ্চিন্তা করা
  • পেশীর বেদনা হওয়া
  • দুর্বলতা ভাব
  • অস্বাভাবিক আচরণ করা
  • হতাশা বোধ করা
  • মাথা ঘোরা ভাব
  • তন্দ্রাচ্ছন্নতা ভাব
  • ঘুমের সমস্যা হওয়া
  • মুখ শুষ্ক হয়ে যাওয়া
এছাড়াও এ ওষুধের কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা খুব কম মানুষের ক্ষেত্রে দেখা দেয় যেমনঃ
  • আত্মহত্যার প্রবণতা
  • শারীরিক কম্পন
  • লিভারের সমস্যা
  • সৃত্নিলোপ
  • বুক ধড়ফড় করা
  • লিঙ্গাইটিস্ই
  • রিথেমা নোডাসাম
  • হ্যালুসিনেশন
  • এনজিওডিমা
  • মনোযোগহীনতা ও ফ্যাকাশে ভাব।
আপনারা যদি উপরের উল্লিখিত ক্ষতিকর প্রভাব গুলো খুব জটিল ভাবে খেয়াল করেন তাহলে ডাক্তারের সাথে অবশ্যউ পরামর্শ করবেন। আপনার ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেবেন আপনাকে কিন্তু সেভাবেই মেডিসিন সেবন করতে হবে তাহলে দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করছি আপনারা এই অংশ থেকে lumona 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। 

lumona 10 এর দাম

আপনারা অনেকেই লুমনা ১০ এর দাম কত তা জানতে চেয়েছেন। তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে এর দাম তুলে ধরেছি। সাধারনত স্থানভেদে এই ওষুধের দাম পার্থক্য রয়েছে। এটি মূলত এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Eskayef Pharmaceuticals Ltd.) এর তৈরিকৃত একটি ওষুধ। 

যার জেনেরিক নাম হচ্ছে মন্টিলুকাস্ট সোডিয়াম (Montelukast sodium)। লুমনা ১০ মিলিগ্রাম প্রতি পিচ এর ১২ টাকা। আপনি যেকোনো ওষুধের দোকান থেকে এই মেডিসিন টি সংগ্রহ করতে পারবেন। আর  সবচেয়ে জরুরি বিষয় হল এই ওষুধের মেয়াদ আছে কিনা তা দেখে ক্রয় করবেন। যদি এই ওষুধের মেয়াদ খুব অল্প সময়ের জন্য থাকে তাহলে ক্রয় করবেন না। 

আবার এই বিষয়েও লক্ষ্য রাখা জরুরি যে এই ওষুধ সরকার অনুমোদিত কি না সেদিকে লক্ষ্য রেখে ক্রয় করবেন। আশা করছি আপনারা এই অংশ থেকে lumona 10 এর দাম সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। 

lumona 10 সম্পর্কে লেখকের মতামত

আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করেছি। আমরা এখানে লুমনা ১০ এর কাজ কি, লুমনা ১০ খাওয়ার নিয়ম, লুমনা ১০ এর দাম কত, লুমনা ১০ ট্যাবলেট  সংক্রান্ত আরও বিভিন্ন জরুরি বিষয়গুলো আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। 

লুমনা ১০ ট্যাবলেট সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই লুমনা ১০ ঔষধের বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url