কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম - কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় -

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আপনি কি প্রতিনিয়ত বুকের জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য, লিভারের ও পাকস্থলীর দুর্বলতা ইত্যাদি সমস্যায় ভুগছেন? তাহলে এ ধরণের সমস্যা থেকে পরিত্রান পেতে সঠিক স্থানেই এসেছেন। কেননা আমরা আজকের এই পোষ্টে এসব সমস্যা সমাধানের জন্য এই কারমিনা সিরাপ সম্পর্কে বিভিন্ন অজানা যাবতীয় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি।  
কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় - কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম

আপনি যদি আমাদের সাথে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত অবহেলা না করে মনোযোগ দিয়ে পড়েন, তবে কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয়? এইটা জেনে নেওয়ার পাশাপাশি কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায়, কারমিনা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া, কারমিনা সিরাপ এর উপাদান এবং কারমিনা সিরাপ সম্পর্কে আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন।তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা - কারমিনা সিরাপ

বর্তমান সময়ে কারমিনা সিরাপটি আমাদের অনেকের কাছে বহুল ব্যবহৃত গ্যাসের সমস্যার ওষুধ হিসেবে পরিচিত। আমরা অনেকেই হয়তো গ্যাসের সমস্যা দূর করার জন্য এই কারমিনা সিরাপ ব্যবহার কিংবা সেবন করে থাকি। সাধারনত হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড কোম্পানি এই সিরাপটি উৎপাদন ও বাঁজারজাত করে থাকে। 

সাধারনত একে ন্যাচারাল ওষুধও কিন্তু বলা হয়। কেননা এই সিরাপে প্রূর পরিমাণে প্রাকৃতিক উপাদানে রয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় বা কারমিনা সিরাপ খাওয়ার সঠিক নিয়ম জানেন না। 

মূলত আমরা আজকে তাদের সুবিধার কথা চিন্তা ভাবনা করেই এই আর্টিকেলটিতে কারমিনা সিরাপ সম্পর্কে বিভিন্ন জরুরি ও প্রয়োজনীয় বিস্তারিত আলোচনা তুলে ধরব। কারণ যেই সিরাপটি সেবন করতে যাচ্ছেন, সেবন করার আগে আপনাকে পরিপূর্ণভাবে সেই সিরাপ সম্পর্কে জেনে নিতে হবে।

আপনাকে এই সিরাপ সম্পর্কে এমন কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাই এই সিরাপ সম্পর্কিত সকল প্রয়োজনীয় কিছু জানতে আমাদের সাথে থাকুন। আমরা প্রথমে কারমিনা সিরাপ এর উপাদান বা এতে কি কি উপাদান রয়েছে গুলো সংক্ষেপে জেনে নিব।

কারমিনা সিরাপ এর উপাদান

আপনারা অনেকেই কারমিনা সিরাপে কি কি উপদান রয়েছে তা জানেন না। যদিও এই বিষয়ে জানাটা খুব প্রয়োজন নেই। তবুও অনেকি জানতে চান। সাধারনত কারমিনা সিরাপ এর বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো-
  • জৈন (১০০ মিগ্রা)
  • বহেড়া (৩৮ মিগ্রা)
  • হরীতকী (৪০ মিগ্রা)
  • দারচিনি (৫০ মিগ্রা)
  • আমলকী (৫০ মিগ্রা)
  • লেবু (১০০ মিগ্রা)
  • সামুদ্রিক লবণ ( ৮ মিগ্রা)
  • শুকনো আদা (১০ মিগ্রা)
  • গোলমরিচ (১৫০ মিগ্রা) ইত্যাদি।
সাধারনত উপরের উল্লিখিত উপাদান প্রতি 100ml বোতল সিরাপে বিদ্যমান থাকে। আশা করছি আপনার এই অংশ থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা জানতে পেরেছেন। এবার চলুন কারমিনা ট্যাবলেট এর উপাদান কি কি তা জেনে নেওয়া যাক। 

কারমিনা ট্যাবলেট এর উপাদান

কারমিনা সিরাপের পাশাপাশি কারমিনা ট্যাবলেটেও বিভিন্ন উপাদ্দান বিদ্যমান রয়েছে আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। প্রতি পিচ কারমিনা ট্যাবলেট এর উপাদানগুলো নিম্নে তুলে ধরা হলো-
  • গোলমরিচ ৬০ মিগ্রা
  • লেবু (৪০ মিগ্রা)
  • জৈন (৪০ মিগ্রা)
  • দারচিনি (২০ মিগ্রা)
  • আমলকী (২০ মিগ্রা)
  • বহেড়া (১৫ মিগ্রা)
  • হরীতকী (১৫ মিগ্রা)
  • শুকনো আদা ৪ মিগ্রা)
  • সামুদ্রিক লবণ (১৬ মিগ্রা) ইত্যাদি।

কারমিনা সিরাপ এর কাজ কি

কারমিনা সিরাপ হচ্ছে হামদর্দ জাতীয় ওষুধ আর এই সিরাপের কাজ হচ্ছে দেহের পাকস্থলীর গোলযোগ দূর করতে উত্তম ইউনানী ওষুধ। এছাড়াও আমরা অনেকেই মুখরোচক খাবারে আনন্দ উপভোগ্য করে থাকি, কিন্তু অধিক মসলাযুক্ত সুস্বাদু খাবার উপভোগ্য হলেও এটি আমাদের পেটের জন্য অনেক সময় অস্বস্তিকর হয়ে থাকে। বিশেষ করে বদহজম, বায়ুজনিত পেটব্যথা, বুক জ্বালাপোড়া, ব্যথা ইত্যাদি।

এক্ষেত্রে কেউ যদি এই সিরাপ নিয়ম অনুযায়ী সেবন করেন তাহলে এর প্রাকৃতিক উপাদান এ সমস্ত সমস্যাগুলি দূর করতে এবং পাকস্থলীকে সুরক্ষা করে প্রশান্তি আনতে সহায়তা করে। আশা করছি এই অংশ থেকে আপনারা কারমিনা সিরাপ এর কাজ কি তা জানলেন। এবার আসুন, কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম বিস্তারিত জেনে নেই। 

কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম

কারমিনা সিরাপ গ্রহনে আপনি তখনই উপকার পাবেন যখন আপনি সিরাপটি সঠিক নিয়ম অনুযায়ী সেবন করবেন। তাই আপনাদের অবশ্যই কারমিনা সিরাপ সেবনে সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে চলুন, আমরা নিচের অংশ থেকে কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম জেনে নেই।
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২ থেকে ৩ বার, ২ চা চামচ করে খাবার খাওয়ার বা ভরা পেটে খেতে হবে। অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন হাফ চামচ থেকে ১ চামচ ২ থেকে ৩ বার খাবার খাওয়ার বা ভরা পেটে খেতে হবে। অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
  • ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ১ চামচ করে দিনে ২-৩ বার খেতে হবে। অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
আশা করছি এই অংশ থেকে এতক্ষণে আপনারা এই সিরাপ খাওয়ার সঠিক নিয়ম জেনে গেছেন। এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ ব্যতিত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা খাবেন না। এবার আসুন নিচের অংশ হতে কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় তা জানবো।

কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয়

আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত গুগলের কাছে একটি প্রশ্ন করে থাকেন যে কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় বা এই সিরাপ খেলে আমাদের দেহে কি কি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। সাধারনত এই সিরাপটি আপনি যদি নির্ধারিত মাত্রায় সেবন করেন তাহলে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। এতে রয়েছে প্রাকৃতিক উপাদান এবং এই সিরাপ হারবাল যুক্ত হওয়ার কারণে এই সিরাপ খেলে খুব একটা ক্ষতি হয় না। তবে মাত্রাতিরিক্ত খেলে বমি আর পেট ব্যথা হতে পারে।

তাই আপনাকে এটি নির্দিষ্ট মাত্রায় সেবন করতে হবে দেখবেন কোন সমস্যা হবে না। কেননা নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য কিংবা জটিল পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তাই আপনাকে অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। 

আপনি যখন কোন কিছু বেশি ব্যবহার বা সেবন করবেন তখন খেয়াল করবেন খুব একটা উপকার পাবেন না। এজন্য কারমিনা সিরাপ এর সঠিক উপকারিতা পেতে হলে আপনাকে সঠিক মাত্রায় সেবন করতে হবে। আমরা ইতিমধ্যে উপরের অংশে কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত তুলে ধরেছি। নিয়ম অনুযায়ী সেবন করলে ইনশাল্লাহ ভালো ধরনের উপকার পাবেন।

কারমিনা সিরাপ এর দাম কত

কারমিনা সিরাপটি হামদর্দ ল্যাবরেটরীজ লিমিটেড (WAQF) BD) কোম্পানি উৎপাদন ও বাজারজাত করে থাকে। যা ভেষজ গ্যাস্ট্রিক প্রস্তুতি হিসেবে ব্যবহার হয়ে থাকে। কারমিনা সিরাপ মূলত বোতলের ধারণক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে যেমনঃ
  • ১০০ মিগ্রা কারমিনা সিরাপের দাম ৭০ টাকা।
  • ২৫০ মিগ্রা কারমিনা সিরাপের দাম ১২০ টাকা।
  • ৪৫০ মিগ্রা কারমিনা সিরাপের দাম ২০০ টাকা।
আশা করছি আপনারা এই অংশ থেকে এই সিরাপ এর দাম সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা এটি ওষুধ এর দোকানে কিংবা এলোপ্যাথিক ফার্মাসিটিক্যাল দোকানগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এই সিরাপ এখন বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যায়। আপনারা চাইলে অনলাইন থেকেও ক্রয় করতে পারেন। এবার চলুন, কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায় কিনা তা জেনে নেওয়া যাক। 

কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায়

কারমিনা সিরাপ খেলে কি মোটা হওয়া যায় কিনা তা আমাদের মাঝে এমন অনেকেই গুগলের কাছে জানতে চেয়েছেন। তাই আমরা পোষ্টের এই অংশে এই বিষয়ে আলোকপাত করেছি। সাধারনতভাবে বলতে গেলে এই কারমিনা সিরাপ সেবন করলে মোটা হওয়া যায় না। 

কিন্তু যাদের খাবার এর প্রতি রুচি নাই তাদের খাবারের প্রতি রুচি অনেকটা বেড়ে যায়। এই অবস্থা যদি চালু থাকে কিংবা দীর্ঘদিন ধরে খাবারের পরিমান বেরে যায় তাহলে তখন সামান্য হলেও দেহের গঠন কিছুটা পরিবর্তন হবে।

তবে কারমিনা সিরাপের সাথে মাল্টিভিটামিন ও মিনারেলস জাতীয় ঔষধ সেবন করলে অবশ্যই সামান্য মোটা হওয়া যায়। তবে মনে রাখবেন এই ওষুধ সেবন করার আগে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিবেন তারপরে সেবন করবেন। আশা করছি আপনারা এই অংশ থেকে এই সিরাপ খেলে কি মোটা হওয়া যায় কিনা তা জানতে পেরেছেন। 

লেখকের শেষ বক্তব্যঃ কারমিনা সিরাপ খেলে কি ক্ষতি হয় - কারমিনা সিরাপ খাওয়ার নিয়ম

ইতিমধ্যে আমরা melphin 10 ml খাওয়ার নিয়ম ও melphin 10 ml এর পার্শ্ব প্রতিক্রিয়াসহ এই মেডিসিন নিয়ে বিস্তারিত তথ্য আলোকপাত করেছি। আপনারা হয়তো এই melphin 10 ml ওষুধ সম্পর্কে এতক্ষণে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তবে আপনার যদি এই melphin 10 ml বিষয়ে কোন ধরণের মতামত বা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

melphin 10 ml ওষুধ সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই melphin 10 ml ওষুধ বিষয়ে বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। এতক্ষণ সময়  ধরে এই পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url