atoz senior এর কাজ কি - atoz senior কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমরা
আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা
করব সেটা হচ্ছে atoz senior এর কাজ কি সেই সম্পর্কে। আপনি কি খাবারের প্রতি রুচি
বাড়ানো নিয়ে বেশ চিন্তিত? তাহলে জেনে রাখুন আপনার খাবারের প্রতি রুচি বাড়াতে পারে
এই এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট। তো আপনি কি এই মেডিসিন সম্পর্কে জানতে চেয়ে আমাদের
এই পোষ্টিতে এসেছেন?
তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। কেননা আজকের সম্পূর্ণ
পোস্ট জুড়ে আমরা এ্যাটোজ সিনিয়র এর কাজ কি সেটা আলোচনা করার পাশাপাশি এ্যাটোজ
সিনিয়র এর উপাদান, এ্যাটোজ সিনিয়র খাওয়ার নিয়ম, এ্যাটোজ সিনিয়র এর পার্শ্ব
প্রতিক্রিয়া ইত্যাদি সহ এই এ্যাটোজ সিনিয়র সম্পর্কে আরও অন্যান্য
প্রয়োজনীয় অজানা তথ্যগুলো সাজানোর চেষ্টা করেছি। তাই আমার মনে হয় একেবারেই
অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা - atoz senior
বর্তমান সময়ে মানুষের খাবারের প্রতি রুচি এবং পুষ্টিহীনতার সমস্যা দিন দিন
বেড়েই চলেছে যার ফলে অনেকেই নানান রকম ভোগান্তির শিকার হচ্ছে। আমরা অনেকেই হয়তো
খাবারের প্রতি রুচি বাড়ানো এবং পুষ্টিহীনতার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন
ধরণের মেডিসিনের সন্ধান করে থাকি। তবে এ ধরণের সমস্যার ক্ষেত্রে এ্যাটোজ
সিনিয়র অনেক কাজে দেয়। তাই আমাদেরকে এ ওষুধ সম্পর্কে জানতে হবে।
তবে আমরা আজকে এ ধরণের সমস্যার ক্ষেত্রে এ্যাটোজ সিনিয়র ঔষধের বিভিন্ন বিষয়ে
আলোচনা করার আগে আপনাকে একটি বিষয়ে আপনাদের সচেতন করব সেটা হচ্ছে এ সমস্যার
ক্ষেত্রে ওষুধ সেবন করার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এর পরে সেবন
করার চিন্তা করতে হবে।
তাই আজকের এই পোষ্টের সাহায্যে আমরা এই এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট সম্পর্কে
আপনাকে এমন কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন বলে
আশাবাদী। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে যায়
আমরা। আমরা প্রথমে এ্যাটোজ সিনিয়র এর উপাদান সম্পর্কে সংক্ষেপে জেনে
নিব।
atoz senior এর উপাদান
এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট এর মধ্যে অনেকগুলো উপাদান বিদ্যামান রয়েছে। প্রতি
ভিটামিন এ রয়েছে ৩৫০০ IU। যেখানে ভিটামিন সি রয়েছে মোট ৬০ মিলিগ্রাম এবং
ভিটামিন ডি রয়েছে 400IU। এছাড়া এ রমক আরও ৩৩ রকমের ভিটামিন এবং মিনারেল
বিদ্যামান রয়েছে যা মূলত একজন মানুষের দেহের দুর্বলতা দূর করতে খুবই কার্যকারী।
প্রতি এ্যাটোজ সিনিয়র ট্যাবলেটে রয়েছে-
- ভিটামিন বি৬ ৩ মি.গ্রা.।
- ক্যালসিয়াম ২০০ মি.গ্রা.।
- ফসফরাস ৪৮ মি.গ্রা.।
- কোরাইড ৭২ মি.গ্রা.।
- পটাসিয়াম ৮০ মি.গ্রা.।
- বোরন ১৫০ মাইক্রোগ্রাম।
- নিকেল ৫ মাইক্রোগ্রাম।
- সিলিকন ২ মি.গ্রা.।
- ভিটামিন এ ৩৫০০ আইইউ।
- ভিটামিন সি ৬০ মি.গ্রা.।
- ভিটামিন ডি ৪০০ আইইউ।
- ভিটামিন ই ৪৫ আইইউ।
- থায়ামিন ১.৫ মি.গ্রা.।
- রিবোফ্লাবিন ১.৭ মি.গ্রা.।
- নিয়াসিন ২০ মি.গ্রা.।
- ভিটামিন কে ১০ মাইক্রোগ্রাম।
- ভ্যানাডিয়াম ১০ মাইক্রোগ্রাম।
- লিউটিন ২৫০ মাইক্রোগ্রাম।
- লাইকোপিন ৩০০ মাইক্রোগ্রাম।
- আয়োডিন ১৫০ মাইক্রোগ্রাম।
- ম্যাগনেসিয়াম ১০০ মি.গ্রা.।
- জিংক ১৫ মি.গ্রা.।
- সেলেনিয়াম ২০ মাইক্রোগ্রাম।
- কপার ২ মি.গ্রা.।
- ম্যাংগানিজ ২ মি.গ্রা.।
- ক্রোমিয়াম ১৫০ মাইক্রোগ্রাম।
- মলিবডেনাম ৭৫ মাইক্রোগ্রাম।
- ফলিক এসিড ৪০০ মাইক্রোগ্রাম।
- ভিটামিন বি১২ ২৫ মাইক্রোগ্রাম।
- বায়োটিন ৩০ মাইক্রোগ্রাম।
- প্যানটোথেনিক এসিড ১০ মি.গ্রা.।
আশা করছি আপনারা এই অংশ থেকে এ্যাটোজ সিনিয়র এর উপাদান সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, এ্যাটোজ সিনিয়র এর কাজ কি সেই সম্পর্কে জেনে নেই।
atoz senior এর কাজ কি
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এ্যাটোজ সিনিয়র এর কাজ কি? তাই আমরা পোষ্টের
এই অংশে আপনাদের সুবিধার কথা ভেবে এর কাজ কি তা তুলে ধরেছি। সাধারনত মানুষের
শরীর দুর্বল হতে থাকে ৪৫ থেকে ৫০ বছরের পরে। আমদের দেহের ভিটামিন, মিনারেল,
ক্যালসিয়াম ইত্যাদি সহ আরো যেসব ভিটামিন উপাদান রয়েছে সেগুলোর ঘাটতি হলে শরীর
দুর্বলতা দেখা দেয়।
📌আরো পড়ুন 👉 সিপ্রোসিন সিরাপ এর কাজ কি
আগের মত কোন ঠিক ঠাক কাজ করার মতো সেরকম শক্তি থাকে না। তারা শারীরিকভাবে
অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এ্যাটোজ
সিনিয়র ট্যাবলেট তৈরি করা হয়েছে। মূলত ৪৫ বছর পরে যাদের শরীর যারা দুর্বল
হয়ে যায় তারা যদি এ ওষুধ সেবন করে তাহলে তাদের দেহে ভিটামিন , ক্যালসিয়াম এবং
মিনারেল এর ঘাটতি পূরণ করে দেয়।
এ ওষুধের মধ্যে সকল রকমের ভিটামিন বিদ্যমান রয়েছে যার ফলে খুব দ্রুতই আমাদের
শরীরে যত রকমের ভিটামিন ও মিনারেল এর ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হয়ে যায়।
তাই আপনার বাড়িতে কোন বৃদ্ধ মানুষ থাকে এবং যদি খেয়াল করেন যে তাদের শরীরে
দুর্বলতা দেখা দিচ্ছে বা ভিটামিন এর ঘাটতি রয়েছে তাহলে তাদেরকে এই ওষুধ সেবন
করাতে পারেন তাহলে দেখবেন যে তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছে। তবে একটা বিষয়
মনে রাখবেন সেটা হচ্ছে এ ওষুধ সেবন করানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ
করতে হবে।
কেননা ডাক্তার শরীরের অবস্থা দেখে এই ভিটামিন ট্যাবলেট গ্রহণের পরামর্শ দেয়।
আর যদি ডাক্তার এই ওষুধ সেবনের পরামর্শ না দিয়ে অন্য কোন ভিটামিন খাওয়ার
পরামর্শ দিয়ে থাকেন তাহলে তাকে সেই ভিটামিন সেবন করতে হবে। আশা করছি আপনারা এই অংশ থেকে atoz senior এর কাজ কি
সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, atoz senior খাওয়ার নিয়ম জানবো
atoz senior খাওয়ার নিয়ম
আপনি যখন কোন ওষুধ সেবন করেন তখন নিশ্চয় নির্দিষ্ট নিয়ম মেনে সেবন করেন। তেমনি
এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট সেবনেরও নির্দিষ্ট নিয়ম রয়েছে যেই নিয়ম মেনেই আমাদের
সেবন করা উচিত। শুধু এই ওষুধ না আপনি যেকোন ওষুধ যদি নিয়মের বাইরে সেবন করেন
তাহলে উপকারের অবিলম্বে আপনার দেহে ক্ষতিকর প্রভাব পরতে পারে। তাই কখনোই নিয়ম
ছাড়া ওষুধ খাওয়া যাবে না।
আপনি যদি নিয়ম অনুযায়ী সেবন করেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন এবং আপনার
দেহে ক্ষতিকর প্রভাব পড়বে না। এ্যাটোজ সিনিয়র ওষুধটি সেবনের ক্ষেত্রে অবশ্যই
একটি বিষয় মনে রাখতে হবে যে মূলত যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের উপরে শুধুমাত্র
তাদের ক্ষেত্রেই সেবনযোগ্য।
যাদের বয়স ৪৫ বছরের নিচে তারা কোনভাবে এই ঔষধ সেবন করবেন না। কেননা ৪৫ বছরের
নিচে যাদের বয়স তাদের জন্য রয়েছে এ্যাটোজ প্রিমিয়াম রয়েছে। এই ওষুধ সেবনের
খুব বেশি নিয়ম নেই তবে এ ওষুধ সকালে খাওয়া যাবে না। এটি থেকে দুপুরে
অথবা রাত্রে ভরা পেটে বা খাবার খাওয়ার পরে সেবন করলে আপনি বেশি উপকৃত হতে
পারবেন।
এই ওষুধ সেবনের পরে পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি পান করতে হবে যাতে করে তা
আপনার দেহের পাকস্থলীতে খুব সহজেই পৌঁছে যায়। প্রতিদিন আপনি ১ টি করে এ ওষুধ
সেবন করবেন। মনে রাখবেন ১ টির বেশি কখনই সেবন করা উচিত হবে না। আর এ ওষুধ
খাওয়ার আগে আপনাকে একটি বিষয়ে অবশ্যই নজর দিতে হবে সেটি হচ্ছে ওষুধ সেবনের আগে
ডাক্তারের সাথে পরামর্শ করবেন।
এর সেই ডাক্তার দেওয়া যদি পরামর্শ অনুযায়ী এই এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট
সেবন করতে হবে। নিজে থেকে নিয়ম বানিয়ে কখনই সেবন করতে যাবেন না। আশা করছি আপনারা এই অংশ থেকে atoz senior খাওয়ার নিয়ম সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, atoz senior এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেওয়া যাক।
atoz senior এর পার্শ্ব প্রতিক্রিয়া
এ্যাটোজ সিনিয়র সেবনের ফলে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেহেরমধ্যে দেখা
দেয় না। এই ওষুধটি মূলত সম্পন্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত বলা চলে। তবে
মাঝেমধ্যে ওষুধ সেবনের ফলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এজন্য ডাক্তাররা
অনেক সময় এ ওষুধ খাওয়ার সাথে সাথে একটি গ্যাসের ওষুধ সেবনের জন্য পরামর্শ
দেয়। আরো দুইটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা একেবারে বিরল।
মানুষের এই সমস্যাগুলো খুব কমই দেখা যায় তা হচ্ছে ডায়রিয়া হওয়া এবং ত্বক
হলদে হয়ে যাওয়া। এ সমস্যাগুলো খুব একটা দেখা দেয় না। এরপরও যদি আপনার দেহে
কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব দেখা দেয় তাহলে ডাক্তারের
সাথে পরামর্শ করবেন। ডাক্তার যে পরামর্শ দেয় সে পরামর্শ অনুযায়ী চলবেন তাহলে
আর আপনার কোন কোন রকমের ক্ষতি হবে না।
এই ওষুধকে অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন কারণে ওষুধ শিশুদের জন্য
নয়। আশা করছি আপনারা এই অংশ থেকে atoz senior এর পার্শ্ব প্রতিক্রিয়া সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এবার চলুন, atoz senior এর দাম কত কত সম্পর্কে জেনে নেই।
atoz senior এর দাম কত
আপনারা অনেকেই এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট এর সঠিক দাম জানা নেই। তাই হয়তো গুগলের
কাছে এর দাম কত তা জানতে চেয়ে থাকেন। এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট প্রতি পিচ এর
দাম মুলত ১৩ টাকা। আর দিরাপের দাম হচ্ছে ১২০ টাকা। তবে কখনও কখনও এগুলো ওষুধের
দাম কম বেশি হতে পারে।
আপনি যে কোন ফার্মেসির দোকান থেকে এই ওষুধ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই ওষুধ
কেনার আগে অবশ্যই মেয়াদ আছে নাকি তা দেখে নিতে হবে এবং সরকার অনুমোদিত (BSTI)
কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আশা করছি আপনারা এই অংশ থেকে atoz senior এর
দাম কত সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন।
atoz senior সম্পর্কে লেখকের মতামত
এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার
বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই এ্যাটোজ সিনিয়র ট্যাবলেট
সম্পর্কে বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। বিভিন্ন রোগ কিংবা ওষুধ
সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে
পারেন। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url