amilin 10 কিসের ওষুধ - এমিলিন প্লাস এর কাজ কি (জানুন বিস্তারিত)

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমরা আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে amilin 10 কিসের ওষুধ ও এমিলিন প্লাস এর কাজ কি সেই সম্পর্কে। 

আপনি কি এই এমিলিন ১০ মেডিসিন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়ে আমাদের এই পোষ্টিতে এসেছেন? তাহলে আমাদের এই আর্টিকেলটি অনেক উপকার হতে চলেছে। 
এমিলিন ১০ এর কাজ কি - এমিলিন প্লাস এর কাজ কি
তাই আপনারা যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত অবহেলা না করে মনোযোগ দিয়ে পড়েন তবে এমিলিন ১০ এর কাজ কি জেনে নেওয়ার পাশাপাশি এমিলিন প্লাস এর কাজ কি, এমিলিন ১০ কিসের ওষুধ, এমিলিন ১০ খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন।  তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা - এমিলিন ১০

এমিলিন ট্যাবলে বর্তমান সময়ের একটি বহুল ব্যবহৃত মেডিসিন। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই এই মেডিসিন সেবন করে থাকি। এছাড়াও এমিলিন ট্যাবলেট সম্পর্কে আমরা কমবেশি সকলেই পরিচিত। এই মেডিসিনটি মূলত অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম হচ্ছে এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড।

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এই এমিলিন মেডিসিন সম্পর্কে জানতে চান। তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে আজকের এই পোষ্টে amilin মেডিসিন নিয়ে সকল ধরনের তথ্য তুলে ধরেছি। আশা করছি এই ওষুধ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা এমিলিন ১০ কিসের ওষুধ সেই সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নিব।

amilin 10 কিসের ওষুধ

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জানে তাই চাই এমিলিন ১০ কিসের ওষুধ বা কোন রোগের ওষুধ। তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে তুলে ধরেছি। এটি সাধারণত একটি ট্রাইসাইক্লিক ঔষধ যার এন্টিকোলিনারজিক এবং বিষন্নতা রোগীদের ক্ষেত্রে উপযোগী। এমিলিন ১০ যেসব সমস্যা বা রোগের ক্ষেত্রে ব্যবহার হয় তা হলো-
  • ক্ষুধামন্দা
  • মাথাব্যথা
  • হজমের সমস্যার ক্ষেত্রে
  • বিষন্নতা জনিত অসুস্থতা
  • প্যানিক ডিসঅর্ডার হলে
  • উদ্বেগজনিত ব্যাধি হলে
  • মানসিক দুশ্চিন্তা জনিত সমস্যা হলে
  • মাইগ্রেনজনিত সমস্যা হলে
  • আশাহীনতা ও অসহায়ত্ব বোধ হলে
  • শারীরিক যন্ত্রণা ও ব্যথার ক্ষেত্রে
  • মূত্রের বেগ ধারণে অক্ষমতা
  • ঘুমের সমস্যা থাকলে এবং
  • শিশুদের রাত্রিকালীন মূত্র ত্যাগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
মূলত উপরোক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন এই ওষুধ শুধু ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ব্যবহারযোগ্য। আশা করছি এমিলিন ১০ কিসের ওষুধ সে সম্পর্কে অবগত হতে পেরেছেন। এবার চলুন এমিলিন ১০ এর কাজ কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক। 

এমিলিন প্লাস এর কাজ কি

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা অধিকাংশ সময় বিষন্নতা ও মাথাব্যথা সমস্যায় ভোগেন, তারা হয়তো এমিলন ১০ প্লাস সেবন করেন থাকেন। কিন্তু তাদের এমিলিন ১০ এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করে সেটা অজানা। যে কোন ধরণের ওষুধ গ্রহন করার আগে আমাদের সেই ওষুধের কার্যকারিতা জানতে হবে আর ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাহলে চলুন এমিলিন ১০ প্লাস এর কাজ কি তা জেনে নেই।
  • অনিদ্রা দূর  করে
  • বিষন্নতা দূর করে
  • ডিপ্রেশন দূর করে
  • দীর্ঘমেয়াদি মাথাব্যথা দূর করে
  • ইনসোমিয়াতে কার্যকরী 
  • যাদের দ্রুত ঘুমের প্রয়োজন তাদের ক্ষেত্রে কার্যকরী
  • ছোট বাচ্চাদের বিছানাতে প্রস্রাব করা দূর করে
  • মাইগ্রেনের সমস্যা দূর করে 
  • রোদে থাকার কারণে মাথাব্যথা দূর করে 
  • তাড়াতাড়ি ঘুম আসার জন্য কার্যকরী ইত্যাদি।
উপরের উল্লেখিত কার্যকারিতা ছাড়াও এই ওষুধের আরও নানান ধরণের কাজ রয়েছে। আশা করছি এই অংশ থেকে আপনারা এমিলিন ১০ প্লাস এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, এমিলিন প্লাস এর কাজ কি তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

amilin 10 এর কাজ কি

এমিলিন ২৫ হচ্ছে সাধারনত হাইড্রোক্লোরাইড ট্রাইগ্লিসারাইড (Hydrochloride Triglyceride) এর একটি ওষুধ। এটি খাওয়ার ফলে আমাদের দেহের প্রস্রাবের নরঅ্যাড্রিনালিন ও সেরাটনিন হরমোন পুনগ্রহণে বাধা প্রদান হয়। এমিলিন ২৫ এর বেশ কয়েকটি কার্যকরীতা রয়েছে যেমনঃ
  • ইনসোমিয়া দূর করে
  • মাথাব্যথা বিষণ্ণতা দূর করে
  • মাইগ্রেনের ব্যথা উপশম ঘটায়
  • বিছানায় মূত্র ত্যাগে উপশম ঘটায়
  • দ্রুত ঘুম আসার জন্য মস্তিষ্ককে শিথিল করে
  • সেরাটনিন হরমোন বাধা প্রাপ্ত করে
  • অতিরিক্ত দুশ্চিন্তা জনিত দূর করে ইত্যাদি।
উপরের উল্লেখিত কার্যকারিতা ছাড়াও এই ওষুধের আরও নানান ধরণের কাজ রয়েছে। আশা করছি এই অংশ থেকে আপনারা এমিলিন প্লাস এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, এমিলিন ১০ বেশি খেলে কি হয় তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

এমিলিন কি ঘুমের ঔষধ

এমিলিন মেডিসিন মূলত ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় না। এই ওষুধ যেসব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিম্নে উল্লেখ করা হলঃ
  • বিষণ্ণতা (বিশেষ করে যে ক্ষেত্রে ঘুমের প্রয়োজন রয়েছে)
  • শিশুদের রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ
  • মাইগ্রেন প্রতিরোধ
  • দুঃশ্চিন্তা জনিত মাথাব্যথা
  • দীর্ঘমেয়াদী ব্যাথা

এমিলিন ১০ বেশি খেলে কি হয়

আপনি যদি এই ওষুধ ডাক্তারের পরামর্শ ব্যতীত বেশি সেবন করে ফেলেন তাহলে তা অবশ্যই আপনার দেহে ক্ষতিকর প্রভাব পড়ার অম্ভাবনা রয়েছে। তবে যে শুধু এমিলিন ওষুধের ক্ষেত্রে বিষয়টি কিন্তু এমন  নয় যেকোন ওষুধ কেউ যদি অতিমাত্রায় খেয়ে ফেলে তাহলে অবশ্যই দেহে ক্ষতিকর প্রভাব পড়বে।

তবে আমরা এ পর্যায়ে আপনাদের জানাবো এমিলিন ১০ বেশি খেলে কি হয় সেই সম্পর্কে। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে এমিলিন ১০ ট্যাবলেট বেশি খেলে দেহে যেগুলো সমস্যা দেখা দিতে পারে সেগুলো নিচের অংশ হতে জেনে নেওয়া যাক। যেমন- 
  • মাথা ঘোরানো
  • চোখে ঝাপসা দেখা
  • দুর্বলতা ভাব হতে পারে
  • অবসাদ অনুভূত হওয়া
  • বুক ধড়ফড় করে থাকে
  • হেলুসিনেশন দেখা দেয়
  • কোষ্ঠকাঠিন্যতা দেখা দেওয়া
  • রক্ত চাপ কমে যেতে পারে
  • সিনকোপ দেখা দিতে পারে
  • মুখ শুকিয়ে যেতে পারে
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • মাথা ঝিম ঝিম করতে পারে
  • প্রস্রাবে সমস্যা হতে পারে
  • ওজন কমে যাওয়া ইত্যাদি।
প্রাথমিক অবস্থায় এমিলিন ১০ বেশি সেবন করলে মূলত উপরোক্ত উল্লিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এছাড়াও আরও আমাদের দেহে বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা বা জটিল ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। তাই এই ট্যাবলেট বেশি সেবনের আগে সকলেই উপরোক্ত ক্ষতির দিকগুলো নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। আশা করছি এই অংশ থেকে আপনারা এমিলিন ১০ অতিরিক্ত খেলে কি হয় তা জানতে পেরেছেন। এবার চলুন এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি তা জেনে নেই।

এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনারা হয়তো জানেন যে প্রতিটা ওষুধেরই কার্যকরী উপকারিতা থাকার পাশাপাশি নিয়ম অনুযায়ী না খেলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব লক্ষণ করা যেতে পারে। তেমনি এমিলিন ১০ ওষুধ অবশ্যই তার ব্যতিক্রম নয়। এই ওষুধের কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক রয়েছে যেমনঃ
  • দুর্বলতা
  • অবসাদ
  • সিনকোপ
  • কনফিউশন
  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব
  • কোষ্ঠকাঠিন্য
  • হেলুসিনেশন
  • বুক ধড়ফড় করা
  • রক্ত চাপ কমে যাওয়া
  • মুখ শুকিয়ে যাওয়া
  • চোখে ঝাপসা দেখা
  • মাথা ঝিম ঝিম করা
  • আলোক সংবেদনশীলতা
  • প্রস্রাব করতে সমস্যা হওয়া
  • ওজন কমে যাওয়া ইত্যাদি।
উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাবগুলো সকলের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে। কিন্তু আপনি যদি দেহে গুরুতর কোন ক্ষতিকর প্রভাব দেখা দেয় তাহলে এর অবিলম্বে যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে পরামর্শ করুন। আশা করছি এই অংশ থেকে আপনারা এমিলিন ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন এমিলিন ১০ মিলিগ্রাম ওষুধের দাম জেনে নেই।

এমিলিন ১০ এর দাম কত

এমিলিন ১০ ওষুধটি সাধারনতদৃষ্টি ব্যাঘাত জনিত, মাথাব্যথা জনিত সমস্যা শুষ্ক মুখ এবং ঘুমের ওষুধ, মাইগ্রেন জনিত সমস্যার জন্য কার্যকরী ঔষধ হিসেবে পরিচিত। অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd) কোম্পানি বাজারজাত করে থাকে। এর জেনেরিক নাম এ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড অনেকেরই এই ওষুধের দাম অজানা তাই চলুন তাহলে এমিলিন ১০ এর দাম কত তা জেনে নেই।

এমিলিন ১০ মিলিগ্রাম
প্রতি পিচ পরিমাণ: 0.85Tk 
প্রতি স্ট্রাইপ পরিমাণ: 11.90 Tk

এমিলিন ২৫ মিলিগ্রাম
প্রতি পিচ পরিমাণ: 1.75 Tk 
প্রতি স্ট্রাইপ পরিমাণ: 24.50Tk

লেখকের শেষ বক্তব্যঃ এমিলিন ১০ এর কাজ কি - এমিলিন প্লাস এর কাজ কি

পরিশেষে আমরা প্রতিটা মেডিসিন সেবনের ক্ষেত্রে বারংবার বলে থাকি সেটা হচ্ছে যে নিজের রোগ নিরাময় করার ক্ষেত্রে আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে থেকে কোন প্রকারের ওষুধ সেবন করেন তাহলে কিন্তু অবশ্যই দেহে ক্ষতিকর প্রভাব পরতে পারে। তাই যদি ওষুধের একান্তই প্রয়োজন পড়ে এক্ষেত্রে আপনাকে প্রথমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে তার নিয়ম অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে। তাহলে দেখবেন অনেকটাই রোগ নিরাময় হয়ে গেছে ইনশাল্লাহ।

ইতিমধ্যে আমরা এমিলিন ১০ এর কাজ কি ও এমিলিন প্লাস এর কাজ কি সহ এই ওষুধ নিয়ে বিস্তারিত তথ্য আলোকপাত করেছি। আপনারা হয়তো এই এমিলিন প্লাস ওষুধ সম্পর্কে এতক্ষণে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তবে আপনার যদি এই এমিলিন ১০ বিষয়ে কোন ধরণের মতামত বা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এমিলিন ১০ ওষুধ সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও এই এমিলিন ১০ ওষুধ বিষয়ে বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। এতক্ষণ সময়  ধরে এই পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url