সেডিল বেশি খেলে কি হয় - Sedil 5 mg এর কাজ কি
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমরা
আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা
করব সেটা হচ্ছে সেডিল বেশি খেলে কি হয় এবং Sedil 5 mg এর কাজ কি সম্পর্কে। আপনি
কি এই সেডিল ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চেয়ে আমাদের এই পোষ্টিতে এসেছেন?
তাহলে আমাদের এই পোষ্টটি আপনার জন্য উপকার হতে চলেছে।
তাই আপনারা যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত অবহেলা না করে মনোযোগ দিয়ে পড়েন তবে
Sedil 5 mg এর কাজ কি জেনে নেওয়ার পাশাপাশি সেডিল বেশি খেলে কি হয়, সেডিল কি
ঘুমের ঔষধ, সেডিল কোন রোগের ওষুধ, সেডিল বেশি খেলে কি হয় ইত্যাদি
সম্পর্কে আরও অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আপনারা
জানতে পারবেন। তাই আমার মনে হয় একেবারেই অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি
পড়ে জেনে নেওয়া।
পোষ্ট সূচিপত্রঃ
উপস্থাপনা - Sedil 5 mg
বর্তমান সময়ে মানুষের ঘুমের সমস্যা দিন দিন বেড়েই চলেছে তাই সেডিল একটি বহুল
ব্যবহৃত ওষুধ। আমরা অনেকেই হয়তো এই ওষুধ ব্যবহার করে থাকি। তবে এই সেডিল ওষুধ
নিয়ে বেশ কয়েকটি জরুরি তলব আছে যেগুলো আমাদের সকলেই জেনে নিতে হবে।
তবে আজকে এই ওষুধ নিয়ে বিভিন্ন তথ্য আলোচনা শুরু করার আগে একটি বিষয়ে আপনাদের
সচেতন করব সেটা হচ্ছে সেডিল সেবন করার আগে আপনাকে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ
নিতে হবে এর পরে সেবন করার চিন্তা করতে হবে। সেডিল ট্যাবলেটটি মূলত স্কয়ার
ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানি বাজারজাত করে থাকে।
তাই আজকের এই পোষ্টের সাহায্যে আমরা এই Sedil 5 mg এর সম্পর্কে আপনাকে এমন কিছু
তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন বলে আশাবাদী। তাহলে
চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে যায় আমরা। সেডিল কি ঘুমের
ঔষধ আমরা প্রথমে এই সম্পর্কে নিচের অংশ থেকে বিস্তারিত জেনে নিব।
সেডিল কি ঘুমের ঔষধ
আপনারা অনেকেই গুগলের কাছে জানতে চান যে সিডিল ঘুমের ওষুধ কিনা? তাই আমরা
পোষ্টের শুরুতেই একটি ক্লিয়ার ধারণা দিয়ে দেব। এই প্রশ্নের উত্তর হ্যাঁ সেডিল
মুলত ঘুমেরই ওষুধ। কেননা এই ওষুধ হল একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যা
ঘুমের সমস্যা সমাধান করে থাকে।
এটি মস্তিষ্কের নিউরনগুলিতে অ্যাসিটিলকোলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য
করে যা ঘুমের জন্য খুবই কার্যকরী। তাই বলা যাই সেডিল ঘুমের সমস্যার জন্য একটি
কার্যকর ওষুধ। এটি ঘুমের সময়বৃদ্ধি করার পাশাপাশি প্রাথমিক সময় রক্ষা করতে
সহায়তা করে।
এছাড়াও এই ওষুধ এটি ঘুমের মানের উন্নতি করতেও সহায়তা করতে পারে। আশা করছি
আপনার এই অংশ থেকে আপনাদের প্রশ্নের উত্তরটি জানতে পেরেছেন। এবার চলুন সেডিল
কোন রোগের ওষুধ বা এই ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই
বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেডিল কোন রোগের ওষুধ
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা সেডিল কোন রোগের ওষুধ বা এটা কোন রোগের
ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে গুগলের কাছে জানতে চেয়েছেন তাই আমরা এই
অংশে এই বিষয়ে তুলে ধরেছি। আসুন তাহলে কথা না বাড়িয়ে এই বইষয়ে ক্লিয়ার হয়ে
নেই। মূলত অধিকাংশ ক্ষেত্রে সেডিল ঘুমের ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়ে
থাকে। তবে ঘুম ব্যতিত এই ওষুধ বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো
নিম্নে তুলে ধরা হলো যেমন-
- মাথা ব্যাথা হলে
- অতিরিক্ত চিন্তা নিরাময়ে
- ঋতুস্রাবের সমস্যা হলে
- প্রস্রাবের সমস্যা হলে
- মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে ইত্যাদি।
sedil 5 mg এর কাজ কি
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যেসেডিল ৫ মিগ্রা এর কাজ কি। আপনারা হয়তো অনেকেই
বেশিরভাগ সময় সেডিল ঘুমের সমস্যার জন্যই ব্যবহার করে থাকেন কিন্তু এই ওষুধের যে
আরও অনেক কার্যকারিতা রয়েছে এই বিষয়ে হয়তো অধিকাংশ মানুষেরই অজানা। এজন্য
আমরা পোষ্টের এই অংশে এই ওষুধের বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে তুলে ধরেছি।
সেডিল মূলত যেসব সমস্যা দূর করার কাজে ব্যবহার করা হয় তা নিম্নে তুলে ধরা
হলো-
- মৃগী রোগে
- ভীতি দূর করার ক্ষেত্রে
- অস্থিরতা দূর করার ক্ষেত্রে
- উদ্বেগ দূর করার ক্ষেত্রে
- দুশ্চিন্তা দূর করার কাজে
- খিটখিটে মেজাজ দূর করার ক্ষেত্রে
- বিষন্নতা দূর করার ক্ষেত্রে
- খিচুনি প্রতিরোধ এর কাজে
- ঘুমের বিভিন্ন অসুবিধার দূর করার ক্ষেত্রে ইত্যাদি।
উপরের উল্লেখিত কার্যকারিতা ছাড়াও এই সেডিল ওষুধের আরও বিভিন্ন প্রকারের কাজ
রয়েছে। আশা করছি এই অংশ থেকে আপনারা sedil 5 mg এর কাজ কি তা জানতে পেরেছেন।
এবার চলুন, সেডিল বেশি খেলে কি হয় তা নিচের অংশ থেকে বিস্তারিত জেনে নেওয়া
যাক।
সেডিল বেশি খেলে কি হয়
আপনি যদি সেডিল ডাক্তারের পরামর্শ ব্যতীত বেশি খান তাহলে তা অবশ্যই আপনার
দেহে খারাপ প্রভাব পরবে। তবে শুধু যে সেডিল ওষুধের ক্ষেত্রে বিষয়টি
কিন্তু এমন নয় আপনি যেকোন ধরণের ওষুধ অতিমাত্রায় খেয়ে ফেললে এর অবিলম্বে তাহলে
অবশ্যই দেহে ক্ষতিকর প্রভাব পড়বে।
তবে আমরা এখন আপনাদের জানাবো সেডিল বেশি খেলে কি হয় সেই সম্পর্কে। তাহলে
আসুন বেশি কথা না বাড়িয়ে সেডিল বেশি খেলে আমাদের শরীরে যেগুলো সমস্যা দেখা
দিতে পারে সেগুলো নিচের অংশ হতে জেনে নেওয়া যাক। যেমন-
- জ্ঞান হারানো
- চোখে কম দেখা
- এলার্জি সমস্যা
- নিম্নের রক্তচাপ
- তন্দ্রা ভাব দেখা দিতে পারে
- প্রচন্ড মাথাব্যথা হতে পারে
- শ্বাসকষ্ট দেখা দিতে পারে
- হার্টের সমস্যা ইত্যাদি।
সাধারনত উপরোক্ত উল্লিখিত সমস্যাগুলো প্রথম অবস্থায় দেখা দিতে পারে। তবে এছাড়াও
বিভিন্ন জটিল ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। তাই আমাদের উচিত এই ট্যাবলেট বেশি
সেবনের আগে ক্ষতিকর দিকগুলো সচেতন থাকা। আশা করছি এই অংশ থেকে আপনারা সেডিল বেশি
খেলে কি হয় তা জানতে পেরেছেন। এবার চলুন সেডিল ট্যাবলেট খাওয়ার
নিয়ম জেনে নেই।
সেডিল ট্যাবলেট খাওয়ার নিয়ম
সেডিল ট্যাবলেট খাওয়ার বেশ কিছু নির্ধারিত নিয়ম রয়েছে। যেগুলো আমাদের
সকল ব্যবহারকারীদের জেনে রাখা উচিত। চলুন তাইলে আমরা নিচের অংশ থেকে সেই
নিয়মগুলো জেনে নেই।
- যাদের দুশ্চিন্তা রয়েছে তাদের ক্ষেত্রে ২ মিগ্রা দিনে ২ বার খেতে হয়।
- যাদের অনিন্দ্রাজনিত সমস্যার রয়েছে তাদের ক্ষেত্রে ৫ মিগ্রা রাতে ১ বার খেতে হয়।
- যারা ঘুমের জন্য খাবেন তাদের ক্ষেত্রে ৫মিগ্রা রাতে ঘুমানোর আগে ১ বার।
- তবে দুর্বলদের ক্ষেত্রে প্রতিটা ট্যাবলেট এর অর্ধেক সেবন করতে হবে।
এই ওষুধ সেবনের আগে আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এরপরে তার
দেওয়া নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন গ্রহণ করতে হবে। কেননা এই ওষুধের ডোজ মুলত
ওজন এবং বয়স এর ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই এক্ষেত্রে আপনাকে
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। আশা করছি এই অংশ থেকে আপনারা
সেডিল ট্যাবলেট খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার আসুন সেডিল ট্যাবলেট এর
পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানবো।
সেডিল ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া
আপনারা হয়তো জানেন যে প্রতিটা ওষুধেরই কার্যকরী উপকারিতা থাকার পাশাপাশি নিয়ম
অনুযায়ী না খেলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব লক্ষণ করা
যেতে পারে। তেমনি সেডিল ট্যাবলেট অবশ্যই তার ব্যতিক্রম নয়। এই সেডিল ট্যাবলেট
এর কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে যেমনঃ
- ক্লান্তি ভাব
- ঘুমঘুম ভাব
- মাথা ঘোরা
- মাথাব্যথা হওয়া
- পেটব্যথা করা
- শুষ্ক মুখ হওয়া
- দৃষ্টি ঝাপসা হওয়া
- প্রস্রাবের সমস্যা ইত্যাদি।
উল্লিখিত পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাবগুলো সবার ক্ষেত্রে দেখা নাও
যেতে পারে। কিন্তু আপনি যদি আপনার দেহে কোন ধরণের গুরুতর কোন ক্ষতিকর প্রভাব
দেখা দেয় তাহলে এর অবিলম্বে যত দ্রুত সম্ভব ডাক্তার এর সাথে পরামর্শ করতে হবে।
আশা সেডিল ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন
সেডিল ট্যাবলেট এর দাম কত দাম জেনে নেই।
সেডিল ট্যাবলেট এর দাম কত
সেডিল ট্যাবলেটটি ঘুমের ওষুধ, মাথা ব্যথা, মাইগ্রেন জনিত সমস্যার জন্য কার্যকরী
ঔষধ হিসেবে পরিচিত। যা আমরা অনেকেই সেবন করে থাকি। তবে আমাদের মাঝে এমন অনেকেই
আছেন যারা এই ওষুধ সেবন করবেন কিন্তু এর সঠিক দাম কত তা জানা নেই।
তবে এই নিয়ে
বিভ্রান্তিতে পরার কোন কারণ নেই। কেননা আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই পোষ্টের
এই অংশে সেডিল ট্যাবলেট এর দাম কত তাই নিম্নে আলোকপাত করেছি। চলুন তাহলে দেরি
না করে আমরা জেনে নেই।
এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানি বাজারজাত করে থাকে। সেডিল ৫
মিলিগ্রাম প্রতি পিচের দাম ১.৫ টাকা এবং প্রতি পাতার মূল্য ১৩ টাকা। আপনি
যেকোনো ফার্মেসি থেকে এই মেডিসিন কালেক্ট করতে পারবেন। তবে এই ওষুধ
অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন।
সেডিল ট্যাবলেট সম্পর্কে লেখকের মতামত
ইতিমধ্যে আমরা Sedil 5 mg এর কাজ কি ও সেডিল বেশি খেলে কি হয়সহ সেডিল মেডিসিন
নিয়ে বিস্তারিত তথ্য আলোকপাত করেছি। আপনারা হয়তো এই Sedil 5 mg ওষুধ সম্পর্কে
এতক্ষণে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তবে আপনার যদি এই Sedil 5 mg কোন ধরণের
মতামত বা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Sedil 5 mg ওষুধ সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে
শেয়ার করে দিবেন। এতে তারাও এই Sedil 5 mgওষুধ বিষয়ে বিস্তারিত অজানা তথ্যগুলো
জেনে নিতে পারবেন। বিভিন্ন মেডিসিন বা ওষুধ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় তথ্য
পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন। এতক্ষণ সময় ধরে এই
পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url