সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম | তীব্র ও দ্রুত ঘুমের ঔষধের নাম

বাংলাদেশের স্কয়ার প্রতিটা মানুষের জীবনে পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত জীবনযাত্রার প্রেসারজনিত কারণে ঘুমের সমস্যায় ভুগছেন। তাই তারা এই সমস্যার সমাধানের জন্য সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম সম্পর্কে জানতে চাই। মূলত তাদের কথা বিবেচনা করেই আজকের এই পোষ্টে সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম আলোচনা করার পাশাপাশি তীব্র ও দ্রুত ঘুমের ঔষধের নাম তুলে ধরেছি।
সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম | তীব্র ও দ্রুত ঘুমের ঔষধের নাম

সম্মানিত পাঠক, আপনি কি সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দ্রুত ঘুমের ঔষধের নাম জানতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের পোষ্টটি আপনার জন্য। আমাদের অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেরই ঘুমের ওষুধের নাম জেনে রাখা জরুরি। আশা করছি, এই বিষয়ে আমরা আপনাকে এমন কিছু তথ্য প্রদান করব যা মাধ্যমে আপনারা সকলেই কমবেশি উপকৃত হবেন।
পোষ্ট সূচিপত্রঃ

ভূমিকা

অনিদ্রা বা ঘুমের ব্যাধির কারণে ঘুমের ওষুধের ব্যবহার দিন দিন বৃদ্ধি বেরেই চলেছে। আমাদের মধ্যে অনেকেই সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম গুগলের কাছে জানতে চায়। তাই আপনাদের সুবিধার্থে ঘুমের ঔষধ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি।

তাই অবহেলা না করে পুরো পোস্টটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম জেনে নিব।

সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম

বর্তমানে আমাদের দেশে বিভিন্ন কোম্পানি ঘুমের ঔষধগুলো বাজারজাত করে থাকে। আসুন আমরা সবচেয়ে ভালো ঔষধগুলোর সেগুলোর নাম ও দাম সম্পর্কে জেনে নেই।
  • Zepam (প্রতি পিচ 5 TK)
  • Tenil (প্রতি পিচ 5 TK)
  • Lexopil (প্রতি পিচ 4.50 TK)
  • Mapez (প্রতি পিচ 4 TK)
  • Nightus (প্রতি পিচ 3.00 TK)
  • Norry (প্রতি পিচ 4.50 TK)
  • Xionil (প্রতি পিচ 5 TK)
  • Tenapam (প্রতি পিচ 5 TK)
  • Tarbo (প্রতি পিচ 5 TK)
  • Bromazep (প্রতি পিচ 4.50 TK)
  • Bopam (প্রতি পিচ 4.50 TK)
  • Benzopam (প্রতি পিচ 5 TK)
  • Freten (প্রতি পিচ 3.00 TK)
  • Kpam (প্রতি পিচ 4 TK)
  • Lexnil (প্রতি পিচ 4.50 TK)
  • Laxyl (প্রতি পিচ 5 TK)
  • Latin (প্রতি পিচ 5 TK)
  • Anxio (প্রতি পিচ 5 TK)
  • Anxionil (প্রতি পিচ 5 TK)
  • Ancotil (প্রতি পিচ 4.02 TK)
  • Anxopam (প্রতি পিচ 4.50 TK)
  • Bronium (প্রতি পিচ 1.50 TK)
  • Broze (প্রতি পিচ 5 TK)
বর্তমানে আমাদের বাংলাদেশে যতগুলো ওষুধ কোম্পানি ঘুমের ভালো ওষুধ বাজারজাত করে তার মধ্যে উপরের উল্লিখিত ওষুধগুলো সবচেয়ে ভালো। আশা করছি আপনারা সবেথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

কিন্তু আপনি যদি এই পোষ্টের মাধ্যমে ভালো ওষুধের নাম জানার পরে এইগুলো ওষুধ খাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ি খেতে হবে। মনে রাখবেন আমরা শুধু আপনাদের পরামর্শ বা সঠিক তথ্য দিয়ে থাকি। কোন ধরনের নির্দেশনা কখনোই দেয় না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।

তীব্র ও দ্রুত ঘুমের ঔষধের নাম

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা তীব্র ও দ্রুত ঘুমের ঔষধের নাম জানতে চাই। ঘুমের ঔষধ সেসব ব্যক্তিদের ব্যবহার করা উচিত যারা প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু তাদের ৬-৭ ঘন্টার কম ঘুম হয় না।

তাহলে চলুন, তীব্র ও দ্রুত ঘুমানোর জন্য কোন কোন ঔষধ সেবন করতে পারবেন বা তাড়াতাড়ি ঘুমের জন্য ডাক্তাররা কোন কোন ওষুধের পরামর্শ দেন সেগুলো জেনে নিই।
  • Noctin
  • Perkelin
  • Seedle
  • Dormax
  • Dormicum
  • Diazepam
  • Easium
  • Epiclon
  • Mylam
  • Rivotril 2 Mg
  • Relaxn 5
প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে যদি মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা ঘুম না হয় অথবা ৩ ঘন্টার অধিক ঘুম হয় না কিংবা ঘুম হলেও বার বার ঘুমের ব্যঘাত সৃষ্টি হয় তাহলে শুধুমাত্র তখনই ঘুমের ঔষধ খাওয়া উচিত। তবে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।

আপনি উপরের উল্লিখিত যেকোন ঘুমের ঔষধ খেলে সম্ভবত ৩০ মিনিটের মধ্যেই ঘুম চলে আসবে। তবে ডাক্তাররা বলেন ঘুমের ওষুধ দিনে একটির বেশি খাওয়া যাবে না। আশা করছি এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। এবার চলুন, স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম ও কাজ জেনে নেই।

স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের নাম ও কাজ

বর্তমানে জীবনযাত্রার নানান চাপ, কাজের দীর্ঘ সময় এবং প্রযুক্তি অতিমাত্রায় ব্যবহারের ফলে প্রায় অধিকাংশ মানুষই ঘুমের সমস্যায় ভোগেন। অপরদিকে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব পড়ে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির ঘুমের ঔষধ আপনার ঘুমের সহায়ক হিসেবে কাজ করতে পারে। এই ঔষধগুলো নিরাপদ হওয়ার পাশাপাশি বেশ ভালো কার্যকর এবং আপনাকে সুন্দর ঘুম উপভোগ করতে সাহায্য করবে।

বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঘুমের ব্যঘাত বা সমস্যা সমাধানের জন্য নানান ধরণের ঘুমের ট্যাবলেট বাজারজাত করে থাকে। আপনি যদি স্কয়ার কোম্পানির ঘুমের ওষুধের নাম ও এর কাজ জানতে চান তাহলে নিচের অংশটুকু মনোযোগ সহকাড়ে পড়ুন।
  • মেলাটোনিন (Melatonin)- এর কাজ হচ্ছে আমাদের ঘুমকে নিয়ন্ত্রন করা। এতে রয়েছে প্রাকৃতিক হরমোন যা ঘুমকে বিশেষভাবে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
  • স্টিলনক্স (Steelnox)- এর কাজ হল যাদের কোনভাবেই ঘুম আসে না তাদের ঘুম আসাতে সাহায্য করে। এটি এক ধরণের জোপিডেম জাতীয় ঔষধ হওয়ার কারণে ঘুমের অনেক সহযোগিতা করে থাকে।
  • রিলাক্স (Relax)- এর কাজ হল ঘুমের মানকে উন্নত করা। এটিও জোপিডেম টারট্রেট (Zopidem tartrate) ঔষধ হওয়ার ফলে ঘুমের মানকে উন্নত করতে সহযোগিতা করে।
স্কয়ার কোম্পানির এই ৩টি ওষুধের নাম ও এর কাজ আশা করি জানতে পেরেছেন। তবে এখন ব্যাপার হচ্ছে, কোন ঔষধটি আপনার জন্য অধিক কার্যকর হবে? স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির বিভিন্ন প্রকারের ঘুমের ঔষধ বর্তমান বাজারে পাওয়া যায়। আপনার জন্য আসলে কোন মেডিসিনটি অধিক কার্যকর হবে সেটি একমাত্র নির্ভর করবে আপনার ঘুমের সমস্যার উপর।

তাই আপনার ঘুমের সমস্যা যদি খুব বেশি হয় তাহলে ঘুমের ঔষধ সেবন করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। এবার চলুন, শক্তিশালী ঘুমের ঔষধের নাম জেনে নেই।

শক্তিশালী ঘুমের ঔষধের নাম

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা শক্তিশালী ঘুমের ওষুধের নাম জানতে চাই। শক্তিশালী ঘুমের ওষুধের নাম হচ্ছে মেলাটোনিন। আমাদের শরিরে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন রয়েছে যা সাধারনত ঘুমকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

আর মেলাটোনিন হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন যা শরীরে ঘুমকে নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন হিসেবে পরিচিত। এছাড়াও মেলাটোনিন অনিদ্রা এবং ঘুমের অনিশ্চয়তার জন্য কার্যকর ওষুধ। তাই আপনি যদি ঘুমের সমস্যায় ভোগেন তাহলে মেলাটোনিন সেবন করতে পারেন। আশা করছি শক্তিশালী ঘুমের ঔষধের নাম জানতে পেরেছেন।

গভীর ঘুমের ঔষধের নাম কি

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির ঘুমের ঔষধগুলো বেশ ভালো কার্যকরী। আপনি যদি স্কয়ার কোম্পানির ঔষধ ব্যবহার করেন, তাহলে গভীর ঘুম হবে। এরপরেও অনেকেই আছেন যারা গভীর ঘুমের বিভিন্ন ওষুধের নাম সম্পর্কে জানতে চান, তাই আমরা পোষ্টের এই অংশে গভীর ঘুমের ঔষধের নাম সম্পর্কে তুলে ধরেছি।

বিশেষজ্ঞ ডাক্তাররা গভীর ঘুমের ওষুধ হিসেবে ট্রিপটিন 25mg অথবা পেইস 50mg ট্যাবলেটটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই আছেন যাদের দেখা যায় টানা ৪ থেকে ৫ দিন ঘুম হয়না। তাদের জন্যে কয়েকটি ঘুমের ওষুধের নামের তালিকা উল্লেখ করা হলো-
  • Tarbo
  • Broze
  • Filf
  • Rivotril
  • Lexotanil
  • Xionil
এগুলো ওষুধ মূলত গভীর ঘুমের জন্য ব্যবহার হয়ে থাকে। যেহেতু এগুলো ওষুধ গভীর ঘুমের জন্য ব্যবহার করা হয় সেহেতু ডাক্তাররা সহজেই কাউকে এই ওষুধ খাওয়ার পরামর্শ দেয় না। কারণ এইগুলো ওষুধ কেউ যদি বেশি দিন যাবত সেবন করে, তাহলে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি এটি আমাদের শরীরে নানান ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। তাই বিশেষ করে এগুলো ঔষধ সেবন করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন, দ্রুত ঘুম আসে এমন সিরাপের নাম জেনে নেই।

দ্রূত ঘুমের সিরাপের নাম

অনেকেই গভীর ঘুমের ঔষধের নাম জেনে নেওয়ার পাশাপাশি দ্রুত ঘুমের সিরাপের নামও জানতে চাই। আবার অনেকেই জানেন না যে দ্রুত ঘুমের জন্য যে সিরাপও রয়েছে। দ্রূত ঘুমের সিরাপের নাম হচ্ছে প্রোজমা সিরাপ এটি ইবনে সিনা লিমিটেড কোম্পানির ওষুধ, এলারিড সিরাপ (square company),  টোটি সিরাপ ইত্যাদি কিটোটিফেন জাতীয় ঘুমের সিরাপ।
  • মেজাজ অত্যাধিক খিটখিটে
  • স্নায়বিক দুর্বলাবস্থা
  • চোখ ব্যাথা
  • চোখ জ্বালা ইত্যাদি
যাদের উপরের উল্লিখিত লক্ষণ রয়েছে তারা চাইলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোটিফেন জাতীয় সিরাপ খেতে পারেন। আশা করছি দ্রূত ঘুমের সিরাপের নাম জানতে পেরেছেন। এবার চলুন, ঘুমের ঔষধের জেনেরিক নামগুলো জেনে নেই।

ঘুমের ঔষধের জেনেরিক নাম

আপনি যদি বিভিন্ন ঘুমের ঔষধের জেনেরিক নামগুলো মনে রাখেন, তাহলে আপনি সেই গ্রুপভিত্তিক কোম্পানির বিভিন্ন ঔষধ ক্রয় করতে পারবেন। ঘুমের ঔষধের জেনেরিক নাম হচ্ছে-
  • Clonazepam
  • Clobazam
  • Ketotifen
  • Buspirone
  • Bromazepam
  • Diazepam
  • Elprazolam
  • Amitriptyline
  • Chlordiazepoxide
  • Clonidine hydrochloride

ঘুমের ওষুধ বেশি খেলে কি হয়

যেকোন ধরণের ঘুমের ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই তার ডোজ সম্পর্কে ভালভাবে জেনে নেওয়া উচিত। তার কারণ হল ঘুমের ঔষধের ডোজ অতিরিক্ত হয়ে গেলে আমাদের দেহে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। ঘুমের ওষুধ বেশি বা অতিরিক্ত খেলে নিম্নোক্ত সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন।
  • শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা হতে পারে
  • অজ্ঞান হয়ে যাওয়া
  • হাইপোটেনশন হয়ে যাওয়া
  • অঙ্গের ক্ষতি হওয়া
  • দীর্ঘমেয়াদী স্বাস্থ্যহানী
  • মনস্তাত্ত্বিক প্রভাব কিংবা মানসিক রোগ
  • আসক্ত হয়ে যাওয়া ইত্যাদি।
তাই যেকোন ধরনের ঘুমের ট্যাবলেট বা সিরাপ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেয়াটা বাঞ্চনীয়। আশা করছি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন।

লেখকের শেষ মন্তব্যঃ সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম

পরিশেষে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে একজন নিবন্ধিত ডাক্তারের ভালোমতো পরামর্শ নিয়ে তার দেওয়া নিয়ম অনুযায়ী ঘুমের যেকোন ওষুধ সেবন করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানিত পাঠক, আপনারা হয়তো এতক্ষণে সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম এবং ঘুমের ওষুধের সম্পর্কে আরও বিভিন্ন বিস্তারিত তথ্য পুরো পোষ্ট পড়ে জেনে গেছেন। আশা করি, আপনারা উল্লিখিত বিষয়গুলো জেনে সামান্য হলেও উপকৃত হতে পেরেছেন।

যেকোনো ঔষধ যেমন হারবাল জাতীয় ওষুধ, ভিটামিন, এমনকি সাপ্লিমেন্ট সেবন করলে অবশ্যই বিষয়টি বিশেষজ্ঞ ডাক্তারকে অবগত করতে হবে। আপনি যদি এই সম্পূর্ণ আর্টিকেলের কোন বিষয় বা অংশ বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তাহলে আমরা আপনার মতামতের যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।

সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম এবং দ্রুত ঘুমের ঔষধের নাম সম্পর্কিত আমাদের আজকের পোষ্টটি আপনার ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পড়তে আমাদের ট্রিক্সভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url