জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় - রাশিফল নির্ণয় নাম দিয়ে
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকেও
বিগত দিনগুলোর মতো একটি প্রয়োজনীয় ও জরুরি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির
হয়েছি। সেটি হচ্ছে জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে বিস্তারিত।
আমাদের সকলের নাম ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের রাশিফলও ভিন্ন হয়ে থাকে।
এজন্য আমাদের নাম দিয়ে রাশিফল জেনে নেওয়ার উপায় জানার পরেই সঠিক রাশিফল সম্পর্কে
জানতে পারা সম্ভব।
আপনি কি নাম দিয়ে রাশিফল নির্ণয় ও জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায় সম্পর্কে জানতে চেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মনের মত তথ্য খুঁজে পাচ্ছেন না? তাহলে এখন আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কারন আজকের সম্পূর্ণ পোস্টজুড়ে আমরা শুধুমাত্র আপনাদের সুবিধার কথা ভেবেই রাশিফল নির্ণয় সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাই অবহেলা না করে
সম্পূর্ণ পোস্টটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - রাশিফল নির্ণয়
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত গুগলের কাছে জন্ম তারিখ দিয়ে
রাশি জানার উপায় জানতে চায়। মূলত এজন্যই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে আজকের
পোষ্টের মাধ্যমে এমন কিছু তথ্য প্রদান করব যার সাহায্যে আপনারা উপকৃত হতে
পারবেন বলে আশাবাদী।
এই রাশি নিয়ে আপনারা একটি কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি আপনার
বন্ধদেরও এই বিষয়ে জানিয়ে দিতে পারবেন। তাহলে চলুন, আর সময়ক্ষেপন না করে মূল
আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে আমরা জানবো যে জন্ম তারিখ দিয়ে রাশি জানার
উপায় সম্পর্কে
জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
জানেন না। তাই মূলত তাদের সুবিধার কথা ভেবে আমরা পোষ্টের এই অংশে আপনি কিভাবে
আপনার জন্ম তারিখ দিয়ে রাশি জানতে পারবেন সেটার উপায় তুলে ধরেছি। চলুন তাহলে
কথা না বাড়িয়ে জেনে নেই।
আরো পড়ুনঃ নাম দিয়ে রাশি জানার উপায় [২০২৪]
- ২০ শে ফেব্রুয়ারি হতে ২০শে মার্চ তারিখ পর্যন্ত মীন রাশির জন্ম সময়।
- ২৩ শে ডিসেম্বর হতে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত মকর রাশির জন্ম সময়।
- ২১ মার্চ হতে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত মেষ রাশির জন্ম সময়।
- ২১ এপ্রিল হতে ২১ শে মে তারিখ পর্যন্ত বৃষ রাশির জন্ম সময়।
- তেইশে শে নভেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মূলত ধনু রাশির জন্ম সময় ধরা হয়।
- ২২ শে জুন হতে ২২ শে জুলাই তারিখ পর্যন্ত কর্কট রাশির জন্ম সময়।
- ২৩ শে ডিসেম্বর হতে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত মকর রাশির জন্ম সময়।
- ২২শে মে হতে ২১শে জুন তারিখ পর্যন্ত মিথুন রাশির জন্ম সময়।
- একুশে জানুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তারিখকে কুম্ভ রাশির জন্ম সময় বলা হয়।
- ২২ আগস্ট হতে ২৩ শে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তুলা রাশির জন্ম সময়।
- ২৪ শে অক্টোবর হতে ২২ শে নভেম্বর তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশি এর জন্ম সময়।
- ২৩ শে জুলাই হতে একুশে আগস্ট তারিখ পর্যন্ত সিংহ রাশির জন্ম সময়।
- ২৪ শে সেপ্টেম্বর হতে ২৩ শে অক্টোবর তারিখ পর্যন্ত কন্যা রাশির জন্ম সময়।
মূলত এভাবেই জন্ম তারিখ দিয়ে রাশি জানতে হয়। আশা করছি জন্ম তারিখ দিয়ে রাশি
জানার উপায় জানতে পেরেছেন। এবার চলুন, নামের প্রথম অক্ষর দিয়ে রাশি জানার
উপায় জেনে নেই।
রাশিফল নির্ণয় নাম দিয়ে - নাম দিয়ে রাশি নির্ণয় পদ্ধতি
আপনারা অনেকেই নাম দিয়ে রাশিফল নির্ণয় এর উপায় জানতে চেয়েছেন। তাই
আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের শুরুতেই এই বিষয়ে তুলে ধরেছি। আপনি নামের
অক্ষর দিয়ে আপনার রাশি জেনে নিতে পারবেন।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (অ, আ, লি, লু, লোচ, চে, চো) দিয়ে তাদেরকে মূলত মেষ রাশি (Aries) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ই, উ, অ, ও, ভ, ভো, ইউ) দিয়ে তাদেরকে মূলত বৃষ রাশি (Taurus) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ক, কি, কু, এন, এ, হ, হি) ইত্যাদি দিয়ে তাদেরকে মূলত মিথুন রাশি (Gemini) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (হ, হি, হে, ড, ডি, ডে,) দিয়ে তাদেরকে মূলত কর্কট রাশি (Cancer) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ম, মে, মো, মি, ট, টে, টো, টি,) দিয়ে তাদেরকে মূলত সিংহ রাশি (Leo) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (র, রা, রি, ত, তা, তি) ইত্যাদি দিয়ে তাদেরকে মূলত তুলা রাশি (Libra) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ধ, প, পু, প, পো, থ, থা, এন) ইত্যাদি দিয়ে তাদেরকে মূলত কন্যা রাশি (Virgo) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ব, বে, বি, ট, টে, টি, ল, আ) ইত্যাদি দিয়ে তাদেরকে বৃশ্চিক রাশি (Scorpio) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ই, য়, ভ, ভা, ধ, ধা) ইত্যাদি দিয়ে তাদেরকে ধনু রাশি (Sagittarius) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ভো, জা, জি, জে, খ, খা, গ, গা, গি) ইত্যাদি দিয়ে তাদেরকে মকর রাশি (Capricorn) বলা হয়।
- যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (স, গ, দ, গে, সে, দা) দিয়ে তাদেরকে কুম্ভ রাশি (Aquarius) বলা হয়।
যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় (ড,ডে, থ, ছ,) ইত্যাদি দিয়ে
তাদেরকে মীন রাশি (Pisces) বলা হয়।
সাধারণত এভাবেই নামের অক্ষর দিয়ে রাশি নির্ণয় করা হয়ে থাকে। আশা করছি
রাশিফল নির্ণয় নাম দিয়ে জানতে পেরেছেন। এইবার চলুন কে কোন রাশি জানার
উপায়সমূহ জেনে নেওয়া যাক।
নামের প্রথম অক্ষর দিয়ে রাশি জানার উপায়
অ, আ, ল: আপনার নামের প্রথম অক্ষর যদি “অ, আ কিংবা ল” হলে
বুঝবেন আপনার মেষ রাশি। মেষ রাশির জাতরা জীবনের সকল সমস্যার সমাধান খুব
সহজেই খুঁজে বের করতে পারেন।
এই রাশিচক্রে মঙ্গলের প্রভাব বেশি থাকায় এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড
সাহসী, ব্যক্তিত্ব ও তেজস্বী মনোভাবের হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা
কিছুটা স্বাধীনচেতা প্রকৃতিরও হন।
উ, ঊ, ঈ, এ, ব: কারও নামের প্রথম অক্ষর যদি “ ঊ, ঈ, এ, উ,
অথবা ব” দিয়ে শুরু হয় তাহলে তারা বৃষ রাশি হিসেবে গন্য হবে। এই
রাশির মানুষেরা অত্যন্ত শান্ত ও আন্তরিক মনের হয়ে থাকে। এই রাশির জাতকরা
শান্তিদায়ক সুগন্ধে, মৃদু ও সুন্দর ধ্বনি ঘিরে থাকতে ভালোবাসেন এই রাশির
জাতকরা।
তবে বৃষ রাশির মানুষেরা অত্যন্ত দৃঢ়চেতা হয়ে থাকে, কোনও ভাবেই তারা কারও
সামনে মাথানত করতে চান না। এই রাশির অধিপতি হচ্ছে ভালোবাসার কারক শুক্র
গ্রহ।
ক, ঘ, ঙ, ছ: কারও নামের প্রথম অক্ষর যদি “ক, ঘ, ঙ অথবা
ছ” দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে আপনার মিথুন রাশি। মিথুন রাশিরা
মূলত ভীরু এবং অধীর প্রজাতির হয়ে থাকে। তবে এদের ব্যক্তিত্ব ও
চরিত্র অপরকে মুগ্ধ করে। এই রাশিদের রাজনৈতিক বিষয়ে বেশ ভালো দারুণ
জ্ঞান রয়েছে। এরা মূলত ধর্মপ্রাণ হয়ে থাকে।
ড, হ: আবার কারও নামের প্রথম অক্ষর যদি “ হ ও ড” হয় তাহলে
তাদের বুঝতে হবে যে তারা কর্কট রাশি। কর্কট রাশির মানুষেরা ভদ্র, যত্নবান
হয়ে থাকেন। যে কোন ধরণের সম্পর্ককে এই রাশির জাতকদের চেয়ে ভালোভাবে
অন্য কেউ পুরোপুরি গুরুত্ব দিতে পারেন না।
এই রাশির জাতকদের মধ্যে সমস্ত গুণ রয়েছে কেননা এরা কোমল হৃদয়ের প্রেমী
হয়ে থাকেন। তবে এই রাশির সাথীর সামনে নিজের মনকে পুরোপুরি উজাড় করে দিতে
সমসময় অধিক সময় দেন।
ম, ট: কারও নামের প্রথম অক্ষর যদি“ ম কিংবা ট” দিয়ে শুরু হয়
হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সিংহ রাশি। এরা তাদের
লাইফস্টাইলের থেকে অনেক বেশিই আশাবাদী হয়ে ফেলে, ফলে তাদের কখনও কখনও
ব্যর্থতার দিকে অগ্রসর হতে হয়।
সাধারণত এরা উচ্চ আকাংখী, ইতিবাচক হয়ে থাকেন। সিংহ রাশির জাতক-জাতিকারা
কঠোর পরিশ্রমের সাথে এরা নিজেদের কাজ নিজেরাই সম্পন্ন করে। এদের কারও
প্রতি সেভাবে ঘৃণা বা খুব বেশি ভালবাসা বলতে কোন ধরণের অনুভূতিই এদের সে
ভাবে থাকে না।
ঠ, প, ব, ন: কারও নামের প্রথম অক্ষর যদি ঠ, প, ব কিংবা
ন দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন আপার কন্যা রাশি। কন্যা রাশির
জাতক-জাতিকারা উচ্চাকাঙ্ক্ষার অধিকারী হন। তবে, এই রাশির ব্যক্তিরা
প্রশংসা করার পাশাপাশি প্রশংসা শুনতে বেশি পছন্দ করেন।
কন্যা রাশিদের কাছের মানুষদের জন্য নিজের স্বার্থ যেকোনভাবে বা উপায়ে
ত্যাগ করতে পারেন। এই রাশির ব্যক্তিরা হচ্ছেন পবিত্রতার প্রতীক।
র, ত: কারও নামের প্রথম অক্ষর যদি র কিংবা 'ত' দিয়ে
শুরু হয় তাহলে বুঝবেন আপনার তুলা রাশি। তুলা রাশির প্রতীক হল বাতাস।
সব কিছু ম্যানেজ করে চলা স্বভাব তুলা রাশির জাতকদের। এদের খুব একটা
অন্যায় কাজ করতে দেখা যায় না। কারণ তুলা রাশির জাতকরা ন্যায় বিচার সব
সময় পছন্দ করেন ।
ণ, য়: কারও নামের প্রথম অক্ষর যদি “ণ অথবা য়” দিয়ে শুরু
হয় তাহলে জানবেন আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চারিত্রিক
বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব এবং ব্যবহার বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর সব
থেকে বেশি প্রভাব থাকে লাল গ্রহ বা মঙ্গল গ্রহের।
ধ,ড, ফ, ঢ়, ড়: কারও নামের প্রথম অক্ষর যদি “ধ, ড, ফ, ঢ় কিংবা
ড়” দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে তারা ধনু রাশি। ধনু রাশিদের
চারিত্রিকভাবে তারা সত্যবাদী, প্রখর আত্মসম্মানবোধ এবং আবেগপ্রবণ সম্পন্ন
হয়ে থাকেন।
এর পাশাপাশি এরা যেকোন টপিকে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।
এছাড়াও সৎ, আদর্শবান ও পরোপকারী হয়ে থাকেন। তারা কখনও কোনভাবেই অন্যায়
সহ্য করতে সক্ষম নয়।
খ, জ: কারও নামের প্রথম অক্ষর যদি “খ কিংবা জ” দিয়ে শুরু হয় তাহলে আপনাকে বুঝতে যে আপনি মকর রাশি। মকর রাশিদের খুব বেশি
আবেগপ্রবণ হতে দেখা যায়। তারা বিভিন্ন ঘটনাগুলো মাথায় রেখেই যেকোন
প্রকারের সিদ্ধান্ত সহজেই নিয়ে ফেলেন।
এই রাশিদের যেকোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকেন। এ
রাশির মানুষেরা খুব সরল সহজ প্রকৃতির হয়। এছাড়াও এরা কঠোর পরিশ্রমী ও যে
কোন কাজ অত্যন্ত পরিশ্রমের সাথে করেন।
গ, শ, ষ, স: কারও নামের প্রথম অক্ষর যদি “গ, শ, ষ অথবা স” দিয়ে শুরু হয় তাহলে তাদের বুঝতে হবে যে তারা
কম্ভ রাশি। কুম্ভ রাশিদের বিচক্ষণতা এবং অত্যন্ত চিন্তাশীল হওয়ার ফলে
অতি সহজেই সমস্ত পরিস্থিতি বিচার করার ক্ষমতা তারা রাখেন।
তাই, এদের হুটহাট করে বোকা বানানো মুশকিল বললেই চলে। এর পাশাপাশি এরা
সংবেদনশীল, মানবপ্রেমী, নিষ্ঠাবান ও আত্মাভিমানী প্রকৃতির হয়ে থাকে।
চ, ঞ, ঝ, থ, দ: কারও নামের প্রথম অক্ষর যদি “চ, ঞ, ঝ, থ অথবা দ” দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে যে তারা মীন
রাশি।এই রাশির প্রতীক হচ্ছে মাছ। ফলে মীন রাশিরা মাছের মতোই শান্ত ও
ধীর-স্থির স্বভাবের হয়। এরা একে অন্যের প্রতি বেশ সহানুভূতিশীল দেখায়
যার ফলে অন্যরা এই রাশিদের খুবই পছন্দ করে। আশা করছি উপরোক্ত বিষয়গুলো
জানতে ও বুঝতে পেরেছেন।
লেখকের শেষকথাঃ জন্ম তারিখ দিয়ে রাশি জানার উপায়
সম্মানিত পাঠক, আপনারা ইতিমধ্যে আজকের পোষ্টে জন্ম তারিখ দিয়ে রাশি
জানার উপায় ও রাশিফল নির্ণয় নাম দিয়ে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
জেনেছেন। তাই আপনি যদি জন্ম তারিখ দিয়ে রাশিফল জানার উপায় জেনে না
থাকেন, তাহলে আজকের পোষ্টের এই সমস্ত তথ্যগুলো আপনার জন্য অনেক উপকারে
আসবে বলে আশাবাদী।
আপনার কাছে যদি আজকের আর্টিকেলের কোনো তথ্য ভুল বলে মনে হয় অথবা এই বিষয়ে
আপনার কোন ধরনের প্রশ্ন বা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে
জানিয়ে দিবেন। আমরা সেই অনুযায়ী আপনার কমেন্টের মত প্রকাশ করব। এছাড়া আজকের
আর্টিকেলের সমস্ত তথ্যগুলো জেনে আপনার যদি উপকারে আসে, তাহলে অনুগ্রহ করে
শেয়ার করতে ভুলবেন না।
রাশিফল জানার উপায় সম্পর্কিত আজকের আর্টিকেলটি এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য
ধন্যবাদ। আর এ ধরণের নিত্যনতুন তথ্য পেতে হলে আমাদের ট্রিক্সভিউ আইটি
ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। কেননা আমরা এই ওয়েবসাইটে আপনাদের
উপকারের কথা ভেবে প্রতিদিন নানান ধরনের নিত্যনতুন পোষ্ট লিখে থাকি। যেন
আপনারা সেগুলো জরুরি তথ্যগুলো কালেক্ট করতে পারেন।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url