কে কোন রাশি জানার উপায় - নাম দিয়ে রাশি জানার উপায় [২০২৪]

প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকেও বিগত দিনগুলোর মতো একটি প্রয়োজনীয় ও জরুরি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কে কোন রাশি জানার উপায় সম্পর্কে জেনে নিব। আমাদের প্রত্যেকের নাম দিয়ে রাশি জানার উপায় সহজেই বের করতে পারি। 
কে কোন রাশি জানার উপায় - নাম দিয়ে রাশি জানার উপায়

তাই আজকে আমরা আমাদের নাম দিয়ে রাশিফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিব। আবার অনেকেই নামের প্রথম অক্ষর দিয়ে রাশি জানার উপায় লিখে গুগলে সার্চ করে থাকে। তাই আমরা আজকের পোষ্টের মধ্যে আমরা কে কোন রাশি জানার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।‌তাহলে আসুন আর সময়ক্ষেপন না করে মূল আলোচনা শুরু করা যাক।
পোষ্ট সূচিপত্রঃ

উপস্থাপনা

জন্মের পর আমাদের প্রত্যেকের মা-বাবারা এবং আমাদের পরিবারের সবাই মিলে একটা সামাজিক আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের নির্দিষ্ট নাম রেখে থাকেন। ঠিক তখন থেকেই আমরা দুনিয়াতে একটা নির্দিষ্ট নামে পরিচিতি লাভ করি। কিন্তু আপনি হয়তো জানেন না যে কে কোন রাশি বা নাম দিয়ে রাশি জানার উপায় কি?

জানেন না তো! এই নিয়ে কোন সমস্যা নেই, আজকে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনি সেটা জেনে নিতে পারবেন আমাদের এই পোষ্টের মাধ্যমেই। রাশিফল বলতে গেলে প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই অধিকাংশ মানুষই জানতে চায়। প্রতিটা মানুষের ক্ষেত্রে রাশিফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এই রাশিফলের মাধ্যমে জেনে নেওয়া যায় জানা যায় সেই ব্যক্তিটি কেমন হয়, তার ভবিষ্যৎ জীবন-যাপন কেমন হবে ইত্যাদি বিষয়গুলো।

কে কোন রাশি জানার উপায়

শুধু নামের প্রথম অক্ষর দিয়ে যদি রাশিফল বিবেচনা করা হয় তাহলে তা শতভাগ কার্যকর হবে না । তাই আপনাকে  জন্ম তারিখ দিয়ে আপনার রাশিফল বিবেচনা করতে হবে। এজন্য কে কোন রাশি জানার উপায় তুলে ধরেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এ বিষয়ে জেনে নেওয়া যাক। 

মেষ রাশি (Aries)

যাদের নামের শুরুতে অ, লা, লী, লু, লে, লো, চু, চে, চো ইত্যাদি অক্ষর গুলো থাকে তাদের রাশিফল মেষ রাশি হয়ে থাকে। এই রাশির জাতরা মনের দিক থেকে একটু অহংকারী হয়। এরা প্রায় সময় নিজেকে অনেক বড় করে দেখতে চায়। তবে এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে এরা অনেক আবেক প্রবণ, অস্থির ও উচ্চ ভিলাসী হয়।

কিন্তু এই রাশির মানুষদের সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা নিজের ক্ষতি করে অন্যদের কথা রাখার খুবই আপ্রাণ চেষ্টা করে। এরা মূলত অন্যের উপকারির স্বভাবের হয়। তবে প্রেমের দিক থেকে এই রাশির জাতকরা পরিপূর্ণভাবে সফল হতে পারে না। তাঁরা তাঁদের মনের মানুষকে সহজে পায় না। এই রাশির জাতকরা প্রেমে ব্যর্থ হলেও এদের উপস্থিত কিন্তু বুদ্ধি খুবই ভালো। মেষ রাশির প্রতীক হলো ভেড়া।
  • মেষ রাশির শুভ নম্বর হচ্ছে ৯
  • মেষ রাশির শুভ রং হচ্ছে সাদা
  • মেষ রাশির শুভ দিন হচ্ছে মঙ্গলবার
  • মেষ রাশির শুভ রত্ন হচ্ছে প্রবাল

বৃষ রাশি (Taurus)

যেসব ব্যক্তিদের নামের প্রথমে উ, দ, দী, এ, ই, ঔ, বো ইত্যাদি অক্ষর গুলো রয়েছে তাদেরকে মূলত      বৃষ রাশি বলা হয়। শুক্রকে আমরা রাশির নিয়ন্ত্রণকারী গ্রহ দিসেবে চিনি। এই রাশির ব্যক্তিরা অনেক গা ঘামা পরিশ্রমী হয়ে থাকে। কিন্তু তারা যেকোন কাজ হাতে নেওয়ার আগে চিন্তা-ভাবনা করে না, যার ফলে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়।

এই রাশির প্রতীক হচ্ছে ষাড়। বৃষ রাশির ব্যক্তিরা ষাঁড়ের ন্যয় পরিশ্রমী, এবং শান্ত মনের হয়। তবে তারা  যদি একবার ক্ষেপে যায়, তাহলে তাদের সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। এই রাশির ব্যক্তি প্রায় সবসময় হাসিখুশি থাকে । এদের ত্বক ও ঠোঁট বেশ মসৃণ হয়।

এদের কথা বলার ক্ষমতা অসাধারণ হয়ে থাকে যার ফলে তাদের বাচনভঙ্গিতে সাফল্য অর্জন করতে পারে। এরা সবসময় বই পড়তে ভালোবাসেন তাছাড়া নাচ, গান, খেলাধুলাসহ আরও নানান বিষয়েও তাদের বেশ আগ্রহ রয়েছে। বৃষ রাশির মানুষদের সাধারনত একটাই  প্রধান সমস্যা রয়েছে তা হচ্ছে এরা খুবই জেদী ও রাগী টাইপের হয়ে থাকে। 

এদের প্রেমময় জীবন অত্যন্ত গভীর ও মজবুত হয়। তবে এরা মিথ্যা সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারে না। তারা সবসময় মনকে আয়নার মতো স্বচ্ছ রাখতে পছন্দ করে। বৃষ রাশির মানুষেরা যে কারও বিপদে-আপদে সবসময় এগিয়ে আসে। এছাড়াও এই রাশির বন্ধু-বান্ধবরা অনেকভাগ্যবান হয়ে থাকে।  এরা বিশেষ করে  মিথুন, মকর রাশি ও কন্যা রাশির জাতক-জাতিকাদের সাথে বেশি বন্ধুত্ব করতে পছন্দ করে থাকে।
  • বৃষ রাশির শুভ নম্বর হচ্ছে ৬
  • বৃষ রাশির শুভ রং হচ্ছে নীল ও পার্পল
  • বৃষ রাশির শুভ দিন হচ্ছে শুক্রবার
  • বৃষ রাশির শুভ রত্ন হচ্ছে হীরে

সিংহ রাশি (Leo)

যাদের নামের শুরুতে টে, টা, টী, ম, মে, মী, ইত্যাদি অক্ষর গুলো থাকে তাদের রাশিফল সিংহ রাশি হয়ে থাকে। এই রাশিকে মূলত প্রভাবিত করে সূর্য। সূর্য এই রাশির ব্যক্তিদের মধ্যে গর্ব, সম্মান, আত্মবিশ্বাস, সাহস ইত্যাদি বিষয় গুলো নির্ধারণ করে। এই রাশির প্রতীক হল সিংহ।

এছাড়াও এদের মস্তিষ্ক বেশ ভালো মানের হয়। তবে এদের মাথা স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়। এদের চোখ, মুখের গড়ন এবং গলার স্বর অধিক আকর্ষণীয় হয়ে থাকে। এরা জীবনে একটু বেশিই আশা করে ফেলে যার ফলে ব্যর্থতা এদের গ্রাস করে বসে। এই রাশির জাতকরা কঠোর পরিশ্রমের সাথে সব কাজ সম্পন্ন করে থাকে।
এদের পছন্দের মধ্যে রয়েছে ঘুমানো, মুভি দেখা, বিভিন্ন রকমের অভিজাত জিনিস সংগ্রহ করা, ভালো জামা-কাপড় পড়া, ভালো খাওয়া দাওয়া করা ইত্যাদি। তবে এই রাশির জাতকদের একটাই সমস্যা সেটা হচ্ছে তারা খুব অল্পতেই অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। এছাড়াও এরা সবসময় অতীত আর ভবিষ্যতের ভাবনায় মগ্ন থাকে। এই রাশির জাতকরা ধাতু কিংবা পাথর সংক্রান্ত ব্যবসায় ভালো লাভবান হতে পারে।

তবে এই রাশির জাতকদের কপালে কোনো প্রেম ট্রেম নাই বললেই চলে। আর যদিও থাকে তাহলে সেটা বিভিন্ন বাধা বিপত্তি পাড় করে তারপর আসে। সিংহ রাশির জাতকদের সাথে মিথুন, বৃশ্চিক, মেষ, কর্কট, ধনু, কন্যা এবং মীন রাশির জাতকদের সাথে ভালো বন্ধুত্ব হতে পারে।
  • সিংহ রাশির শুভ নম্বর হচ্ছে ১ ও ৪
  • সিংহ রাশির শুভ রং হচ্ছে সোনালী, লাল
  • সিংহ রাশির শুভ দিন হচ্ছে রবিবার

মিথুন রাশি (Gemini)

যাদের নামের শুরুতে কে, কো, ক, ড, ঘ, ছ, হ ইত্যাদি অক্ষর গুলো থাকে তাদের রাশিফল মিথুন রাশি হয়ে থাকে। এই রাশির ব্যক্তিদের উপর বুধ গ্রহের প্রভাব রয়েছে। যার ফলে এরা মূলত উপস্থিত বুদ্ধির অধিকারী হয়ে থাকে। মিথুন রাশির প্রতীক যমজ হিসেবে পরিচিত। এই রাশির মানুষেরা দেখতে অনেক  আকর্ষণীয় হয় আবার অনেক তাদের বুদ্ধিও বেশি হয়ে থাকে।

মিথুন রাশির মানুষেরা তাদের শারীরিক গঠনের দিক দিয়ে পাতলা চুল, সরু নাক, লম্বা এবং তীক্ষ্ণ চিবুক প্রজাতির হয়ে থাকে। এরা সবসময় সাদামাটা কথা বলতে বেশি পছন্দ করে। তবে এই রাশির জাতকরা মূলত খুবই অধীর প্রকৃতির হয়ে থাকে। তবে তাদের স্বভাব-চরিত্র এর কথা বলতে গেলে এরা বেশ প্রশংসানীয়। 


মিথুন রাশির মানুষরা জ্ঞানের ভান্ডারের অধিকারি হয়ে থাকেন। তবে তারা চাকরি করার ক্ষেত্রে যতটা সাফল্যতা নিয়ে আসে ব্যবসার ক্ষেত্রে ততটা সাফল্য নিয়ে আসতে পারে না। এই রাশির মানুষেরা কিন্তু প্রেম-ভালোবাসার দিক থেকে সফল হয়। তবে অন্যদিকে এই রাশির বন্ধু-বান্ধব তেমন ভালো হয় না। তাদের সবসময় একটি রাশির জাতকদের থেকে সাবধান থাকতে হবে যার নাম হচ্ছে কর্কট রাশি।
  • মিথুন রাশির শুভ নম্বর হচ্ছে ৫
  • মিথুন রাশির শুভ দিন হচ্ছে বুধবার

কর্কট রাশি (Cancer)

অনেক ছোট ছোট কারণবশত এই রাশির জাতকদের মাথা অত্যাধিক গরম হয়ে যায়। তাদের মাথা গরম হলে তারা কখন, কিভাবে কোন কাজটা করতে হবে সেই বিষয়ে একেবারেই হুশ থাকে না। এমতবস্থায় তারা কোন অপরাধ করতে দুইবার ভাবেন না। কিন্তু যখন মাথা গরম হয়ে যায় কেউ যদি এসে শান্তভাবে বিষয়টি বুঝিয়ে বলেন তাহলে মাথা ঠান্ডা করে আবার নতুন করে পরিকল্পনা শুরু করেন।

এ রাশির মানুষেরা মূলত অনেক আত্ম অহংকারী হয়ে থাকেন। তারা সর্বদা সকল স্থানেই নিজের মুখ বজায় রাখেন। অন্যের উপর খুব সামান্য বিষয়ে তারা সন্দেহ করা থাকে। মূলত এ রাশির জাতকদের এটি স্বভাব।
  • কর্কট রাশির শুভ নম্বর হচ্ছে ২ এবং ৭
  • কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল
  • কর্কট রাশির শুভ দিন হচ্ছে সোমবার
  • কর্কট রাশির শুভ রত্ন হচ্ছে মুক্তো

মকর রাশি (Capricorn)

মকর রাশিরা খুব ক্ষেপাটে প্রকৃতির হয়ে থাকে। এই রাশির লোকেরা অনুত কোন কিছু দেখতে পারে না এরা পুরাতনে বিশ্বাসী হয়ে থাকে। মোট কথা বলতে গেলে এরা নিজে থেকে কোন কিছুই অনুতভাবে করে না এমনকি কেউ যদি নতুন কিছু করতে বা করতে যায় তাহলে সেক্ষেত্রে তারা সহ্য করতে পারে না। মকর রাশির মানুষেরা ছোটখাটো চুরি-ছিনতাই থেকে শুরু করে মানুষ ঘুন অবদি করতে পারে।

এরা আগে থেকেই খুব ভালোভাবে পরিকল্পনা করে নিতে পারে। মানুষের ক্ষতি কিভাবে করতে হয় বা করা যায় এই রাশির জাওতকেরা এটি খুব ভালো করে পরিকল্পনা করে ফেলে। এদিকে কর্মস্থলে এরা অনেক বেশি আলসেমী প্রজাতির হয়ে থাকে। 
  • মকর রাশির শুভ নম্বর হচ্ছে ৮
  • মকর রাশির শুভ রং হচ্ছে কালো 
  • মকর রাশির শুভ দিন হচ্ছে শনিবার
  • মকর রাশির শুভ রত্ন: নীলা

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির মানুষেরা খুব প্রতিশোধ প্রবনমুখী হয়ে থাকে। এরা যেকোনো অবস্থাতেই হোক না কেন নিজেদের প্রতিশোধ নিজেই নিতে পছন্দবোধ করেন। অনেক দিনের পুরাতন রাগ থাকলে এরা তা মনের মধ্যে গেথে রাখে যা সময় মত সুযোগ বুঝে প্রতিশোধ নেয়।

এরা সবসময় একা নিজেদের মতো থাকতে পছন্দ করে। এই রাশির মানুষেরা খুবই সৃজনশীল অবস্থায় বিরাজ করে থাকে। নতুন জিনিস নতুনভাবে উদ্ভাবন করার প্রবণতা সকলের মাঝে জাগায়। এরা বড় কোন ধরণের অপরাধ যেমন চুরি ডাকাতি করার মতো অপরাধ থেকে নিজেকে সর্বদা বিরত রাখেন।
  • কুম্ভ রাশির শুভ নম্বর: ৮
  • কুম্ভ রাশির শুভ রং: কালো, পার্পল, গাঢ় নীল 
  • কুম্ভ রাশির শুভ দিন: শনিবার
  • কুম্ভ রাশির শুভ রত্ন: নীলা

বৃশ্চিক রাশি (Scorpio)

বৃশ্চিক রাশির মানুষেরা সব সময় ভাইরাল হতে পছন্দ করেন। এরা চাই প্রতি ২০ জনের মধ্যে একজন হয়ে উঠতে। কেউ যদি এদের ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হয় তাহলে এরা তা সহ্য করতে পারে না। নিজের উন্নতির কথা ভেবে অন্যের ক্ষতি করতে একবারও ভেবে দেখেন না।

এরা মূলত নিজেরা অপরাধ করে কিন্তু অন্যদের অপরাধের সঙ্গী জোটাতে বেশ পটু হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতকরা আধিপত্যশীল স্বভাবের হয়ে থাকে। এরা অন্যদের হেরফের করতে বেশ ওস্তাদ। এরা চাই  সবাই শুধু তাকে নিয়েই আলোচনা করুক।
  • বৃশ্চিক রাশির শুভ নম্বর: ৯
  • বৃশ্চিক রাশির শুভ রং: লাল রং 
  • বৃশ্চিক রাশির শুভ দিন: মঙ্গলবার
  • বৃশ্চিক রাশির শুভ রত্ন: প্রবাল

কন্যা রাশি (Virgo)

তুলা রাশির মতো কন্যা রাশির মানুষেরাও অনেক পাতলা রাশির প্রজাতির হয়ে থাকে। কন্যা রাশির মানুষেরা সব সময় টিপটাপ ভাবে চলতে পছন্দ করেন। তারা নিজেকে সবসময় পরিপাটি থাকতে এবং অন্যকেও সাজান গোছানো দেখতে পছন্দ করে।

সারাক্ষণ কিভাবে নিখুঁত থাকা যায় এবং কোন জিনিসটি তার জন্য সবচেয়ে ভালো হবে সেটি খোঁজাখুজি করেন। নিজের সঠিক দৃষ্টি দিয়ে অন্যদের সথিকভাবে বিচার করেন। যদি কেউ তার ভুল ধরিয়ে দেয় তাহলে তিনি তাকে খুবই অপছন্দ করেন ও তাকে ঘৃণার দৃষ্টিতে দেখেন। তুলা রাশির মানুষেরা সব কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন।
  • কন্যা রাশির শুভ নম্বর: ৯
  • কন্যা রাশির শুভ রং: সবুজ, কমলা, হলুদ ও সাদা

তুলা রাশি (Libra)

প্রায় বেশিরভাগ মানুষই বলে থাকেন যে তুলা রাশি নাকি অনেক পাতলা রাশি হয়ে থাকে। এরা সাধারণত অপরাধ প্রবনকারী হয়ে থাকে। তুলা রাশির লোকেরা দল বেধে অপরাধ করার জন্য ফাদ পাতেন। এর কখনই একা অপরাধী হিসেবে দক্ষ নন।

তাই এরা অধিকাংশ সময় সাময়িকভাবে দল বেধে কাজ করতে পছন্দ করেন। এই রাশির মানুষেরা  অনেক বেশি আবেগ প্রবণ হয়ে দেখা যায়। তবে এরা খুবই অলস প্রকৃতির এবং এরা কি জাতকদের মন বদলাতে সময় লাগে না।
  • তুলা রাশির শুভ নম্বর: ৬
  • তুলা রাশির শুভ রং: হালকা নীল ও সাদা
  • তুলা রাশির শুভ দিন: মঙ্গলবার
  • তুলা রাশির শুভ রত্ন: হীরে

ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির ব্যক্তিরা মূলত ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী এবং অনেক বেশি মাতামাতি করে থাকেন। এরা নিজেদের নাম ধরে রাখতে অন্যজনের সাথে খারাপ ব্যবহার করতে দুই বার ভাবেন না।      এরা অন্যের অর্জিত সুনাম ও অকাংখা নিজের বলে চালিয়ে দেয়।

ধনু রাশির মানুষেরা অত্যন্ত স্মার্ট ও হ্যান্ডসাম হয়ে থাকে। এরা যদি কোন ধরণের অপরাধ করেও থাকে, তবে তারা অতি সহজেই নিজেদের আত্মগোপন করে নিতে পারে। এদেরকে সামনাসামনি ধরাটা বেশ কঠিন।
  • ধনু রাশির শুভ নম্বর: ৩
  • ধনু রাশির শুভ রং: হলুদ, আকাশি, গোলাপী ও পার্পল
  • ধনু রাশির শুভ দিন: বৃহস্পতিবার
  • ধনু রাশির শুভ রত্ন: পোখরাজ

মীন রাশি (Pisces)

মীন রাশির মানুষেরা খুব সামান্য কথাতেই রেগে যায় ও মাথা অল্পতেই গরম হয়ে যায়। এই রাশির জাতরা খুব অল্প অল্প বিষয় নিয়ে অতিরিক্ত মাথা গরম করে ফেলেন। এরা অন্যের ক্ষতি করার জন্য বিশেষ নকশা তৈরি করেন।

এরা নিজের ইচ্ছাপোষন না ঘটলেও নিজ থেকে ভাল থাকা এবং অন্যের সাথে অন্যায় করার জন্য হলেও অপরাধ করেন। এরা অপরাধের প্রতি খুব খারাপভাবে আকর্ষিত হন।
  • মীন রাশির শুভ নম্বর: ৩ বা ৭
  • মীন রাশির শুভ রং: হলুদ
  • মীন রাশির শুভ দিন: বৃহস্পতিবার
  • মীন রাশির শুভ রত্ন: পোখরাজ
উপরের উল্লিখিত আলোচনা থেকে আশা করছি আপনারা এতক্ষনে নিশ্চয় জানতে পেরেছেন যে কে কোন রাশি। এই পোষ্টটি রাশি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে বলে আমরা আশাবাদী।

লেখকের শেষ মন্তব্যঃ কে কোন রাশি জানার উপায়

প্রিয় পাঠক, আমরা ইতিমধ্যে আজকের সম্পূর্ণ পোস্ট জুড়েকে কোন রাশি জানার উপায় নিয়ে আলোচনা করার পাশাপাশি নাম দিয়ে রাশি জানার উপায় তুলে ধরেছি। আপনি যদি এই সম্পূর্ণ পোষ্টটি অতি গুরুত্ব সহকাড়ে পড়ে থাকেন, তাহলে হয়তো এই বিষয়ে আপনি ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন। আর যদি আপনারা পোষ্টের কোন অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কে কোন রাশি জানার উপায় সম্পর্কে লেখা আমাদের আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বা প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। এতে তারাও উল্লিখিত বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জানতে পেরে উপকৃত হতে পারবেন। বিভিন্ন ইসলামিক নামের তালিকা সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ট্রিক্সভিউ আইটি ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url