গামকা মেডিকেল রিপোর্ট চেক 2024 | সৌদি ও মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা পরিবার-পরিজনদের নিয়ে সকলেই
ভালো আছেন। আমরা আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ও
প্রয়োজনীয় টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের পোষ্টে আপনি কিভাবে পাসপোর্ট
নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করবেন সেই সম্পর্কে আমরা আপনাদের জানানোর
চেষ্টা করেছি। পাসপোর্ট নম্বর দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করে ভিসা পাওয়ার
জন্য আপনি ফিট কিনা তা সহজেই অবগত হতে পারবেন।
আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার আপডেট নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ আর্টিকেলটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন। আজকের পোস্টে এই সম্পর্কে আমরা এমন কিছু তথ্য প্রদান করব যার সাহায্যে আপনি উপকৃত
হতে পারবেন বলে সর্বোচ্চ আশাবাদী।
পোষ্ট সূচিপত্রঃ
ভূমিকা - Gamka Medical Report Check
আপনি যদি মেডিকেলের জন্য আবেদন করে থাকেন এবং আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার
থাকে, তাহলে আপনি সহজেই অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
করতে পারবেন।আপনি পাসপোর্ট হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার
শারীরিক কন্ডিশন ফিট আছে কিনা তা যাচাই করার জন্য মেডিকেল চেক করা হয়ে থাকে।
এক্ষেত্রে কেউ যদি মেডিকেল রিপোর্ট ফিট থাকে, তাহলে এই সম্পর্কে তিনি
নিশ্চিন্তে থাকতে থাকতে পারবেন এবং আপনি যেই দেশে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট
টেষ্ট করেছিলেন, সেই দেশে যাওয়ার জন্য আপনি একেবারে পরিপূর্ণভাবে উপযোগী হয়ে
উঠেছেন।
মেডিকেল রিপোর্ট পাওয়ার কয়েকটি উপায় থাকলেও অধিকাংশ মানুষ তাদের পাসপোর্ট নম্বর
দিয়ে রিপোর্ট চেক করতে আগ্রহী। তাই, আজকের এই পোস্টে আপনাদের সুবিধার কথা ভেবে
মেডিকেল রিপোর্ট চেক করার কয়েকটি পদ্ধতির তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন
আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।
গামকা মেডিকেল রিপোর্ট চেক - gamca medical report check 2024
অনলাইনের মাধ্যমে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার আপডেট নিয়ম আমরা নিম্নে ধাপ
অনুসারে উল্লেখ করেছি। আপনি যদি নিম্নোক্ত ধাপ অনুসরণ করেন তাহলে খুব সহজেই
গামকা মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই
পর্যায়ক্রমিক ধাপগুলো জেনে নেয়া যাক।
আরো পড়ুনঃ বিদেশ যাওয়ার মেডিকেল টেস্ট কি কি জানুন
ধাপ ১ঃ অনলাইনের মাধ্যমে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে হলে
প্রথমেই আপনাকে https://wafid.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
ধাপ ২ঃ এরপরে “Medical Examinations” অপশন থেকে “View Medical Reports”
এই অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃ তারপরের পর্যায়ে “By Passport Number” নামক অপশনটি বাছাই করে
গামকা মেডিকেল রিপোর্ট চেক কারী ব্যক্তির Passport no, Nationality এবং Captcha
এই ৩ টি তথ্য সঠিকভাবে ফিলাপ করে “Check” অপশনে ক্লিক করতে হবে তাহলেই আপনি
আপনার গামকা মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
এছাড়াও কেউ যদি Passport Number বাদ দিয়ে তার পরিবর্তে Waffid Slip Number দিয়ে
গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে চায় তাহলে সেক্ষেত্রে তিনি Passport No এর
পরিবর্তে Waffid Slip Number এই অপশনটি বেছে নিবেন। বেশিরভাগ ক্ষেত্রে
বাংলাদেশী ভাই-বোনেরা তাদের নিজের পাসপোর্ট নাম্বার দিয়েই মূলত গামকা মেডিকেল
রিপোর্ট চেক করে থাকেন।
তাই আমরা পাসপোর্ট এর নিয়মটাকেই তুলে ধরেছি। আশা করছি গামকা মেডিকেল রিপোর্ট
চেক করার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল
রিপোর্ট চেক করার আপডেট নিয়ম জেনে নেই।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
পাসপোর্ট নম্বর দিয়ে মেডিকেল টেষ্ট রিপোর্ট চেক করা নিয়ম হচ্ছে সর্ব প্রথমে
আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগলে এটি লিখে
wafid.com/medical-status-search সার্চ করতে হবে।
আপনি যখনই গুগলে উপরোক্ত এড্রেসটি লিখে সার্চ করে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন,
ঠিক তখন নিম্নে দেওয়া স্ক্রীনশট এর মত একটি পেজ দেখতে পাবেন। যেখানে আপনার
বর্তমান মেডিকেল স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন।
আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেলের বর্তমান রিপোর্ট চেক করতে
চাচ্ছেন, সেজন্য আপনাকে প্রথম অপশন হিসেবে “By Passport Number” অপশন এর উপরে
মার্ক করে দিতে হবে।
আরো পড়ুনঃ মেডিকেল টেস্ট কোথায় করানো হয় জেনে নিন
এরপর পরবর্তী বক্সে আপনার কাঙ্খিত সঠিক পাসপোর্ট নাম্বার বসিয়ে দিতে হবে।
তারপরে সর্বশেষে “Nationality” অপশনে আপনার যে জাতীয়তা অর্থাৎ আপনি যদি
বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে “Bangladeshi” সিলেক্ট করতে হবে।
তবে আপনি যদি অন্য নেশনালিটি হয়ে থাকেন, তাহলে সেই অনুযায়ী আপনার নিজস্ব দেশ
বাছাই করে নিন। তারপরে তার নিচের অপশনে একটি সহজ ক্যাপচা কোড দেয়া হবে, সেটি
সঠিকাভবে সমাধান করার পরে “Check” এর উপরে ক্লিক করে দিতে হবে।
আপনার দেয়া সকল তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে এর পরবর্তী পেজে আপনার
মেডিকেল রিপোর্ট নিয়ে যাবতীয় তথ্য চেক করতে পারবেন। সুতরাং আপনি খুব সহজেই
উপরের উল্লেখিত নিয়ম অনুসরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট দেখে
নিতে পারবেন। আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার আপডেট
নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার
আপডেট নিয়ম জেনে নেই।
স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
মনে করুন আপনার কাছে পাসপোর্ট নাম্বার নাই কিন্তু স্লিপ নাম্বার রয়েছে
সেক্ষেত্রে আপনি চাইলে স্লিপ নাম্বার দিয়েও মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সেই স্লিপ নাম্বার দিয়ে আমি
কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করব?
চলুন তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জেনে নেয়ার
পাশাপাশি আমরা এ পর্যায়ে স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
জেনে নেব। স্লিপ নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার
নিয়ম বলতে গেলে একই।
প্রথমে আপনাকে গুগলে “wafid.com/medical-status-search” এটি লিখে সার্চ করতে
হবে। এরপর আপনি বরাবরের মত নিম্নে দেওয়া স্ক্রিনশট অনুযায়ী একটি পেজ দেখতে
পাবেন। সেই পেজ হতে আপনাকে “Wafid Slip Number” অপশনটি বাছাই
করে নিতে হবে।
তারপরে যথারীতি একই নিয়মে আপনার স্লিপ নাম্বার দেওয়া হয়ে গেলে এবং রি ক্যাপচা
(re-capcha) কোডটি সঠিকভাবে পূরন করে মেডিকেল রিপোর্ট সহজেই চেক করে নিতে
পারবেন।
উপরে উল্লেখিত দুইটি উপায়ে আপনার মেডিকেল রিপোর্ট যাচাই-বাছাই করে নিতে পারবেন
এর পাশাপাশি আপনি আপনার মেডিকেল রিপোর্ট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারবেন।
আশা করছি, স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার আপডেট নিয়ম জানতে
পেরেছেন। এবার চলুন, মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জেনে নেই।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক 2024
আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা হয়তো মালোশিয়াতে প্রবাস জীবন কাটানোর
জন্য প্রস্তুতি নিয়েছেন। মালয়েশিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনার মেডিকেল
রিপোর্ট চেক করার প্রয়োজন পড়বে। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
হচ্ছে-
আরো পড়ুনঃ
মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে
প্রথমে আপনাকে গুগলে “eservices.imi.gov.my/myimms/FomemaStatus” এটি লিখে
কাঙ্খিত ওয়েবাসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং
নির্দিষ্ট দেশের নাম নির্বাচন করতে হবে। তারপরে “Search” অপশনে ক্লিক করলে
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট সহজেই চেক করে নিতে পারবেন।
সাধারণত উপরের উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করে
নিতে পারবেন। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট সে দেশের ভিসা পাওয়ার জন্য প্রয়োজন
হয়। তবে আপনি যদি উপরের উল্লেখিত পদ্ধতি অনুসরণ অবলম্বন করেও মেডিকেল রিপোর্ট
চেক করতে না পারেন, তাহলে আপনি যেই যে ডায়াগনস্টিক সেন্টারে আপনার মেডিকেল
টেস্ট করেছেন আপনি চাইলে সেখান থেকেও আপনার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে
পারবেন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট পেতে কত দিন লাগে
আমরা অনেকেই হয়তো জানি না যে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট পেতে কতদিন লাগে।
তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের এই অংশে এই সম্পর্কে একটি ক্লিয়ার
ধারণা দিয়ে দিব। মালয়েশিয়া ভিসা পেতে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়।
সাধারণত আপনি মেডিকেল টেষ্ট করার ২ থেকে ৩ দিনের মধ্যেই পাসপোর্ট নাম্বার দিয়ে
আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তবে এক্ষেত্রে wafid.com এই ওয়েবসাইট
অথবা eservices.imi.gov.my এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই জেনে নিতে
পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার আপডেট পদ্ধতি আমরা উপরে
পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছি। আপনারা চাইলে উপরের উল্লেখিত পদ্ধতি অনুসরণ
করেও আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন। আশা করছি, মালয়েশিয়া মেডিকেল
রিপোর্ট পেতে কত দিন লাগে তা জানতে পেরেছেন। এবার
আসুন, সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জেনে নেই।
মেডিকেল রিপোর্ট চেক সৌদি 2024
সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করার ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে তা আমরা
নিম্নে তা বিস্তারিতভাবে উল্লেখ করেছি।
প্রথমে আপনাকে গুগলে গিয়ে wafid.com/medical-status এটি লিখে সার্চ করতে হবে।
এরপরে আপনি “Wafid Slip Number” নামক একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটি
নির্বাচন করতে হবে।
তারপরে GCC slip NO লেখার ঠিক নিচের বক্সে GAMCAঅর্থাৎ (Gulf Approved Medical
Centres Association) নাম্বার লিখে “Check” আপশনে ক্লিক করতে হবে।
তাহলেই আপনি সৌদি মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারবেন। আর সৌদি ভিসা পাওয়ার
জন্য আপনাকে অবশ্যই মেডিকেল রিপোর্টে ফিট হতে হবে। মেডিকেল রিপোর্ট চেক করার পর
আপনি ফিট আছেন কী না তা যাচাই করতে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করতে পারেন। আশা করি
সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, গামকা মেডিকেল
রিপোর্ট চেক করার নিয়ম জেনে নেওয়া যাক।
মেডিকেল রিপোর্ট সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
মেডিকেল রিপোর্ট কী?
বিদেশে ওয়ার্ক পারমিটে যাওয়ার ক্ষেত্রে ভিসার প্রয়োজন হয়। তাই ভিসা করতে বা
পেতে হলে সকলকেই স্বাস্থ্য পরিক্ষা করতে হয়। অর্থাৎ, আপনি শারীরিকভাবে ফিট আছেন
কী না তা জানার জন্য যে মেডিকেল টেস্ট করা হয়, সেটাই মূলত মেডিকেল টেস্ট হিসেবে
পরিচিত।
মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন থাকে?
মেডিকেল টেস্ট করার পরে সাধারনত যে রিপোর্ট দেয়া হয়, সেই রিপোর্ট এর মেয়াদ ৩
মাস পর্যন্ত থাকে। অর্থাৎ তিন মাস অথবা ৯০ দিন পার হয়ে গেলে আপনাকে পুনরায়
নতুনভাবে মেডিকেল টেস্ট করাতে হবে এবং একটি নতুন রিপোর্ট কালেক্ট করতে
হবে।
মেডিকেলে কি কি টেষ্ট করা হয়ে থাকে?
বিদেশ যাওয়ার আগে ভিসা আবেদন করতে হয়। আর ভিসা আবেদন করতে গেলে মেডিক্যাল চেক
করতে হয়। বিভিন্ন ধরণের মেডিক্যাল টেস্ট করা হয় যেমন দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি,
শ্বাসকষ্ট, এইচআইভি,হৃদরোগ সহ আরও নানান টেস্ট করা হয়।
মেডিকেল রিপোর্ট অনলাইনে কিভাবে চেক করতে হয়?
মেডিকেল রিপোর্ট অনলাইনে চেক করার জন্য
https://wafid.com/medical-status-search গুগলে আপনাকে এই ওয়েবসাইট ভিজিট করতে
হবে। এরপর, আপনারকাঙ্খিত পাসপোর্ট নাম্বার দিয়ে কিংবা GCC স্লিপ নাম্বার দিবেন
তাহলেই আপনি আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
অনলাইনে কি বিনামূল্যে মেডিকেল রিপোর্ট চেক করা যায়?
হ্যাঁ, আপনি চাইলে অনলাইনে বিনামূল্যে মেডিকেল চেক করতে পারবেন। এতে আপনাকে কোন
ফি দেওয় লাগবে না। তবে এক্ষেত্রে, https://wafid.com/medical-status-search/ এই
ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার কিংবা Slip
Number ব্যবহার করে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
লেখকের শেষকথাঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
আজকের এই পোস্টে আমরা গামকা মেডিকেল রিপোর্ট চেক এবং পাসপোর্ট নাম্বার দিয়ে
মেডিকেল রিপোর্ট চেক করার বিভিন্ন পদ্ধতিসহ এই সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য
আলোচনা করেছি। আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য মেডিকেল টেস্ট
করেছেন, কিন্তু এখন অবদি রিপোর্ট পাননি, তাহলে এক্ষেত্রে এই পোস্টটি আপনার জন্য
অনেক উপকার হয়েছে বলে আশাবাদী।
মেডিকেল রিপোর্ট চেক সম্পর্কিত আজকের এই বিষয়টি ভালো লাগলে আপনার পরিচিতদের মাঝে
অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আজকের সম্পূর্ণ
আর্টিকেলটি পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন আরও নিত্যনতুন প্রয়োজনীয় তথ্য পেতে
ট্রিক্সভিউ আইটি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। ধন্যবাদ।
ট্রিক্সভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url